দ্বীনের হেদায়েত-Denar Hadayat

দ্বীনের হেদায়েত-Denar Hadayat আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সবাইকে দ্বীনের হেদায়েত পেজে স্বাগতম

উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত,অনেক ছাত্র আহত ,হতাহতআল্লাহ তুমি সহায় হও।
21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত,অনেক ছাত্র আহত ,হতাহত
আল্লাহ তুমি সহায় হও।

19/07/2025

যে জীবন শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত, সে জীবন কোন বাধা মানে না। এই মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।

19/07/2025
19/07/2025

আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।

আধুনিক গণতন্ত্র মুখে যতোই স্বাধীনতা আর অধিকারের কথা বলুক, কিন্তু তার রূহ এখনো পশ্চিমা কাঠামোয় বন্দী। আজকের তথাকথিত ‘স্বা...
19/07/2025

আধুনিক গণতন্ত্র মুখে যতোই স্বাধীনতা আর অধিকারের কথা বলুক, কিন্তু তার রূহ এখনো পশ্চিমা কাঠামোয় বন্দী। আজকের তথাকথিত ‘স্বাধীন’ রাষ্ট্রগুলোতেও গণতন্ত্র কার্যত দেশীয় এলিট আর বিদেশি স্বার্থের আঁতাতে গড়া এক যৌথ নিয়ন্ত্রণের কাঠামো হিসেবে কাজ করে।
IMF, World Bank, USAID-এর মতো সংস্থা কিংবা আঞ্চলিক মোড়লের ইশারাতেই রাষ্ট্রের বাজেট, অর্থনীতির গতিপথ, উন্নয়ন নীতিমালা, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যখাতের রূপরেখা তৈরি হয়।
কে নির্বাচনে জিতছে, কে ক্ষমতায় আসছে, সেটা অনেক সময়ই খুব গুরুত্বপূর্ণ না। সরকার শপথ নেয়ার আগেই নীতিমালাগুলো চূড়ান্ত হয়ে যায় বিদেশি পরামর্শক, এনজিও এবং তথাকথিত ‘নাগরিক সমাজের’ আলোচনার টেবিলে।
পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়েও সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর কথা মতো। কোথায় করিডোর হবে, কোথায় সামরিক ঘাঁটি বসবে, কোন বন্দর কাকে দেওয়া হবে, কোন জোটে যোগ দেওয়া হবে কিংবা জাতিসংঘে কী ভোট পড়বে—এসব সিদ্ধান্ত আসে দূতাবাসের নির্দেশ, সামরিক অনুদান অথবা গোপন চুক্তির শর্ত মেনে। নির্বাচিত সরকার কেবল ঘোষণার কাজটি করে, সিদ্ধান্ত আসে বাইরে থেকে।
এর অসংখ্য বাস্তব উদাহরণ আছে। শুধু এশিয়া কিংবা আফ্রিকাতে না, খোদ পশ্চিমেই। ২০১৫ সালে গ্রিসের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বামপন্থী বুদ্ধিজীবি এবং অর্থনীতিবিদ ইয়ানিস ভারুফাকিস। ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে তিনি বলেছিলেন, নতুন সরকার আগের ঋণের শর্তগুলো পুনর্বিবেচনা করতে চায়। এটাই আমাদের জনগণের স্পষ্ট চাওয়া, তাদের দেয়া ম্যান্ডেট।
জার্মান অর্থমন্ত্রীর জবাব ছিল,“নির্বাচনের ফলে অর্থনৈতিক নীতি বদলাতে পারে না।”
এই এক বাক্যেই পুরো বাস্তবতাটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। আপনি জনগণের আকাঙ্ক্ষার নিয়ে পাতার পর পাতা রচনা লিখতে পারেন, গলার রগ ফুলিয়ে বক্তৃতা দিতে পারেন, এমনকি ভোটেও জিততে পারেন।
কিন্তু নির্বাচিত সরকার যখন দেশের অর্থনৈতিক, বানিজ্যিক, সামরিক কিংবা পররাষ্ট্র নীতি স্বাধীনভাবে নির্ধারন করতে পারে না, তখন ঐ দেশকে স্বাধীন বলা যায় কোন অর্থে? আর একে জনগণের শাসন বলা যায় কোন মুখে?
গণতন্ত্র আপনাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে হাতে খেলনা স্টিয়ারিং ধরিয়ে দেবে। আপনি খুশি মনে ভাববেন, গাড়ি আপনিই চালাচ্ছেন। অথচ পথ, গন্তব্য, গতিসহ সব ঠিক করছে অন্য কেউ।
বাংলাদেশে গণতন্ত্র, জনগণের আকাঙ্ক্ষার মতো বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়। কিন্তু আদতে বাস্তবায়ন হয় দিল্লি বা ওয়াশিংটনের প্রভুদের নির্দেশনাই। যার লেটেস্ট প্রমাণ হল দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, একপাক্ষিক সিদ্ধান্তে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার সিদ্ধান্ত।

আমি গণতন্ত্রের জাহেলিয়্যাত বিশ্বজিত ও আবরার হয়ে আজ।  জুলাই গণহত্যাসহ গত ১৬ বছরের খুন, গুম, ক্রসফায়ার ও গণহত্যার জন্য আমি...
11/07/2025

আমি গণতন্ত্রের জাহেলিয়্যাত
বিশ্বজিত ও আবরার হয়ে আজ।
জুলাই গণহত্যাসহ গত ১৬ বছরের খুন, গুম, ক্রসফায়ার ও গণহত্যার জন্য আমিই দায়ী।
আমি গণতান্ত্রিক সিস্টেম কিলার-খুনি তৈরি করি।
যতদিন আমি গণতন্ত্র আছি ততদিন এই খুন-হত্যা চলতেই থাকবে।
আমি কখনোই তোমাদের ন্যায়বিচার দিতে পারবনা।

(গণতান্ত্রিক রাজনীতির আত্মকথা) cpy

এক বছর হয়ে যাচ্ছে। কোনো অনুতাপ নাই। কোনো ক্ষমা চাওয়া নাই। এতগুলা রক্ত। এতগুলা জীবন। ছিঃ! আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর...
09/07/2025

এক বছর হয়ে যাচ্ছে। কোনো অনুতাপ নাই। কোনো ক্ষমা চাওয়া নাই। এতগুলা রক্ত। এতগুলা জীবন। ছিঃ!

আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। (সূরা ২ বাকারা: ৭)

We have blood debt to repay to these kids: they deserve justice and we cannot let this uprising fail.

01/07/2025

জুলাইয়ের মাজলুমদের প্রতি পূর্ণ সমর্থন রেখেই
আজ আফসোসের সাথে স্বীকার করে নিতে হয় যে "জুলাই বিক্রি হয়ে গেছে"! তবুও আমরা আশা রাখি, আবারও সেই নিভে যাওয়া মৃত ছাইগুলো আলো হয়ে জ্বলে উঠবে এই শহীদি বাংলায়! মিথ্যে কোন মরিচিকা রুপে নয়, ইনসাফের তৃষ্ণায় এক মৃতপ্রায় জাতির হৃদয়ের স্পন্দন হয়ে।

22/06/2025

তারা তাদের বন্ধু দেশের পক্ষে বো*ম ফেলে।

আর মুসলিমরা কী করে?
এতোদিন ফিলিস্তিনের খবর দেখছে, এখন ইরানেরটা দেখবে।

15/06/2025

দুনিয়ার একমাত্র শক্তিধর দেশ বাংলাদেশ। যাদের রয়েছে ৭১-চেতনাদন্ড আর রঠা সংগীত। এটি দিয়েই তারা যুদ্ধ করবে।

12/11/2024

যে সমাজে প্রতিনিয়তই ছেলের হাতে বাবা, গর্ভধারিণী মা,ভাইয়ের হাতে ভাই কিংবা প্রতিবেশীর হাতে নিহত হচ্ছে প্রতিবেশী! যে সমাজে প্রতিটি খিয়ানাতকারী পরম আমানতদারীতার পরিচয় নিয়ে ঘুরছে!
যেখানে নারীর গায়ে আজ পুরুষের পোষাক, যেন কারিয়াতুন আ'রিয়াহ! যেখানে ছোটলোকের দল মত্ত অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায়! যেখানে সুদ হয়েছে ফরজ! যিনা হয়েছে সহজ! ব্যাভিচার হয়েছে কালচার আর হালাল হয়েছে হারাম! জাতীয় নেতা হয়েছে লো'কা ইবনে লো'কা!
সেই সমাজে আজও চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে "আমাদের এই শহরতলী" যেন শেষ জামানার শহরতলী!
Dhaka: The City Of Akhiruz Zaman
Abu Taw Haa Muhammad Adnan

Send a message to learn more

18/10/2024

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিযাহুল্লাহ। অভিনন্দন তাঁকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।
মহান আল্লাহ তাঁকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সকল মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিযাহুল্লাহ। অভিনন্দন তাঁকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।
মহান আল্লাহ তাঁকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সকল মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।

Send a message to learn more

Address

Rangpur

Telephone

+8801774330812

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনের হেদায়েত-Denar Hadayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীনের হেদায়েত-Denar Hadayat:

Share

Category