28/05/2025
মগবাজার গ্রিনওয়ের ১৯ তারিখের ঘটনা। দিনের বেলা প্রকাশ্যে একজনের সব নিয়ে গেলো। কেউ বেরিয়ে এলো না।
একটু ভালো করে শুনে দেখুন, একটা কুকুর ঘেউ ঘেউ করছে শুধু। প্রতিবাদ করছে। এজন্য আমি অসংখ্য মানুষকে ভালো না বেসে কুকুর ভালোবাসি। কুকুরত্ব একটি মহান শব্দ, মনুষ্যত্ব শব্দটা এখন কুৎসিত।
পুলিশি এবং প্রযুক্তিগত সহায়তায় এই তিন ছেলেকে এক দিনের মধ্যে ধরে ফেলা সম্ভব। ধরে শাহবাগ মোড়ে প্রকাশ্যে ঝুলিয়ে তা বিটিভিতে লাইভ প্রচার করলে দেশ থেকে সাত দিনে সব ছিনতাই, চুরি বন্ধ হয়ে যাবে।