MHD Media

MHD Media Watch More

24/09/2023

প্রিয় হানিফ সংকেত স্যারের কন্ঠের অনুকরণে "শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের" "একাডেমিক ভবনের" শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আজকের প্রামাণ্যচিত্র 🎇📷

শ্যামপুর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর 🎆
ভিডিও ক্রেডিট: MASTERJI🙄




#ইত্যাদি

25/08/2023

রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট। যে মার্কেট এর সামনে, মোড়ে প্রত্যেকদিন আনাগোনা লক্ষ লক্ষ মানুষের। চিরচেনা এই মার্কেটের সামনে কত শত মানুষের হরেক রকমের স্মৃতি। যা সব মানুষকে হাঁসায় না। অনেককে কাঁদায়, পোড়ায় 😑

সব মিলিয়ে সুপার মার্কেট সহ আশেপাশের জায়গা গুলাকে ভালোবাসি, ভালোবাসি অতীতের স্মৃতিগুলোকে 🫡

#ভালোবাসি_রংপুর


আব্দুল্লাহ ইবনু আমর (রা) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা:) কে বলতে শুনেছি,আল্লাহ পাক উনার বান্দাদের থেকে ইলম ছিনিয়...
14/08/2023

আব্দুল্লাহ ইবনু আমর (রা) হ’তে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসূল (সা:) কে বলতে শুনেছি,
আল্লাহ পাক উনার বান্দাদের থেকে ইলম ছিনিয়ে নেন না;
বরং আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নিবেন।
তখন কোন আলেম অবশিষ্ট থাকবে না🙂

[বুখারী হা/১০০; মুসলিম হা/২৬৭৩]

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকাভিভূত হলো পুরো দেশ😑
কিছুই বলার নেই,

আল্লাহ তাকে জন্নাতের উচ্চ মাকাম দান করুক(আমীন)

আমরা সাংবাদিক নই, তারপরেও প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য মন দিয়ে শুনে যা পেয়েছি -১) রংপুর বিভাগীয় শহর হিসাবে রংপুর মেডিকেল ...
03/08/2023

আমরা সাংবাদিক নই, তারপরেও প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য মন দিয়ে শুনে যা পেয়েছি -
১) রংপুর বিভাগীয় শহর হিসাবে রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে।
২) বন্ধ হয়ে যাওয়া শ্যামপুর সুগার মিল পুনরায় চালু করা হবে।
৩) তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
৪) দ্রুত গ্যাস সংযোগ
৫) শান্তাহারে নির্মিত মাল্টি স্টোরেজ ওয়ারহাউজ (অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম) এর মতো রংপুরেও নির্মাণ করা।
এমন কিছু বিষয়ে আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
এছাড়াও রংপুরবাসীর জন্য প্রধানমন্ত্রী ২৭ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন!!
# # উন্নয়ন প্রকল্প উদ্বোধন :
১। শেখ রাসেল মিডিয়া সেন্টার
২। শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম
৩। শেখ রাসেল সুইমিংপুল
৪। রংপুর পালিচড়া স্টেডিয়াম
৫। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স
৬।‌ রংপুর সিটি সেন্ট্রাল বাস টার্মিনাল
৭। রংপুর সিটি অ্যাসফল্ট প্ল্যান্ট ও স্টোর ইয়ার্ড
৮। নলেয়া নদীর ১৯ দশমিক ১৪ কিলোমিটার পুনরায় খনন
৯। আলাইকুমারী নদীর ১৯ দশমিক ২৪ কিলোমিটার পুনরায় খনন
১০। নৈমুল্লা বিলের ১৪ দশমিক ৫৭ একর পুনরায় খনন
১১। চিকলী বিলের ১৯ দশমিক ৬৩ একর পুনরায় খনন
১২।‌ ভারারদহ ও পাটোয়া কামরী বিলের ২২ দশমিক ৮৯ একর পুনরায় খনন
১৩। পীরগাছা উপজেলা চৌধুরানী থেকে শঠিবাড়ী আরঅ্যান্ডএইচ পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ
১৪। পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী থেকে খালাশপীর পর্যন্ত রাস্তার সংস্কারকাজ
১৫। কাউনিয়া উপজেলা টেপামধুপুর থেকে রাস্তার পুনর্বাসন কাজ
১৬। মিঠাপুকুর উপজেলার গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর ওপর ৯৬ মিটার সেতু নির্মাণ
১৭। গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট-কাকিনা আরঅ্যান্ডএইচ সড়কে ৪০ মিটার সেতু নির্মাণ
১৮। কাউনিয়া উপজেলার পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণকাজ
১৯। রংপুর মেডিক্যাল কলেজ বহুমুখী ভবন
২০।‌ মিঠাপুকুর উপজেলায় হেলেঞ্চা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র
২১।‌ রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়
২২।‌ পীরগঞ্জে মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র
২৩।‌ পীরগঞ্জের ১৪ নম্বর চতরা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র
২৪। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট বেগম রোকেয়া আধুনিক হাসপাতাল
২৫।‌ পীরগঞ্জের খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র
২৬।‌ পীরগঞ্জ উপজেলার ২৫৪০ মিটার নদীর তীর সংরক্ষণ
২৭। রংপুর কারখানা ও সংস্থা পরিদর্শন অফিস ভবন
# # # ভিত্তিপ্রস্তর স্থাপন :
১। ৪১৭ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার
২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়
৩। রংপুর জেলার বিট্যাক সেন্টার
৪। রংপুর মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেল
৫। বিএমডিএ’র আঞ্চলিক কার্যালয়।

লেখা. https://www.facebook.com/photo?fbid=663825372448697&set=a.617623693735532

02/08/2023

আষাঢ়ী পূর্নিমার দিনে গোধুলী বেলার আকাশ 😇
দিনে প্রচন্ড গরম, ও সূর্যের কঠিন তাপদাহের পর স্বস্তির নিশ্বাস নেয়ার মতো অসাধারণ আবহাওয়া ও সৌন্দর্য নিয়ে উপস্থিত এই আকাশ মনে এনেছিলো অসাধারণ অনুভূতি, ছিলো শান্তি 🥰



ঔজ্জ্বল্য ৫ জনের ৩ জনের গন্ডিতে Red Light 😑Green light আর বাকি রইলেন ২ জন 🥰শুভ কামনা সবার জন্য 🤗
06/07/2023

ঔজ্জ্বল্য ৫ জনের ৩ জনের গন্ডিতে Red Light 😑
Green light আর বাকি রইলেন ২ জন 🥰

শুভ কামনা সবার জন্য 🤗


04/07/2023

আমরা Emiliano Martinez কে ভালো হয়তো বাসি কিন্তু তোমাদের থেকে বেশি নয় 😘
এ কেমন বাংলাদেশ ? জাতীয় দলের খেলোয়াড়রা যদি অন্য দেশের খেলোয়াড়দের সাথে মত বিনিময় করতে না পারে তাহলে দেশে তাদের দাওয়াত দিয়ে এনে মহড়া দেখানোর কোনো প্রয়োজন তো চোখে পড়েনা 😒

আমরা বিষয়টির জন্য অনেক হতাশ। আমাদের হতাশে হয়তো কোনো যায় আসেনা কিন্তু অধিনায়ক, গোলকিপার যে হতাশ হলো তাতে কি ফায়দা হবে দেশের?






02/07/2023

রংপুর শতরঞ্জিপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ইন্তেকাল ফরমান।
তার মৃত্যুতে সম্মান পূর্বক "Guard Of Honour" দেয়া হয়।

গতকাল পহেলা জুলাই মরহুম আব্দুল হামিদ এর জানাযা শেষে "গার্ড অব অনার" প্রদান করে পুস্তক অর্পন করেন প্রধান কমান্ডার । তার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকল মানুষ।

তেনাকে গার্ড অব অনার প্রদান করে তার নিজ বাসভবন রংপুর শতরঞ্জিপাড়ায় দাফন কার্য সম্পাদন করা হয়।

আল্লাহ তায়ালা তেনাকে জান্নাত নছিব করুন, আমিন 🤲

যারা এর আগে Guard Of Honour প্রদান কিভাবে করা হয় তা দেখেননি তারা দেখে নিন। দেশীয় সম্মান 🥰





১১ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক লাইন আবারও বিচ্ছিন্ন করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আদেশে শ্যামপুর এরিয়া অ...
02/07/2023

১১ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক লাইন আবারও বিচ্ছিন্ন করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আদেশে শ্যামপুর এরিয়া অফিস😊

জানা যায় ঈদ এর আগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ🥴

এর আগে আমরা একটি নিউজের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ১৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিষয়টি তুলে ধরি🫡

শ্যামপুর এরিয়া অফিস থেকে জানা যায়, সময় নিয়ে সময়ের মধ্যে বিদুৎ বিল পরিশোধ করার প্রত্যয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ (বদরগঞ্জ জোনাল অফিস) এর নিকট আবেদনের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ সেই সময় পুনরায় লাগানো হলেও সময় পেরিয়ে যাওয়ার পরও বিল পরিশোধ না করায় ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক সংযোগ আবারও বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ 🫢

এর ফলে অনেক কার্য ব্যহত হচ্ছে, ব্যহত হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্য, ব্যহত হচ্ছে এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা😑

সাধারণ জনগন জানতে চায় কেনো বারবার ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে?

ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক সংযোগ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর বিচ্ছিন্ন করার কারণ ও ইউনিয়ন পরিষদে কেনো বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এ বিষয় নিয়ে আমরা হতাশ 🫢

আমরা দ্রুত এর প্রতিকার চাই 🖐️

#গোপালপুরইউনিয়নপরিষদ
#রংপুরপল্লীবিদ্যুতসমিতি২


30/06/2023

শ্যামপুর লালদিঘি (ন্যাচারাল পার্ক) ও শ্যামপুর ভাঙ্গাব্রিজ এ ঈদ উল আযহা-র দিন মানুষের উপচে পড়া ভীড় 😇
শ্যামপুর, বদরগঞ্জ, রংপুর 😊
সবাই বিনোদন ও সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে ভীড় জমায়েত করে এই দুই যায়গায়😊

আশা করা যায় খুবই শিগগিরই এখানে একটি বিনোদনমুলক পার্ক হিসেবে এলাকাবাসীর চাওয়া পুর্ণ হতে চলেছে 😇

#শ্যামপুর_নান্দিয়ার_দিঘী



Address

Rangpur
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHD Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share