PTV News

PTV News সব খবর সাবার আগে পেতে
পেজে লাইক দিয়ে পাশে থাকুন। আমি আমার মতো,,,,,,
এক দিন সব ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ,,
(1)

29/03/2024

পীরগঞ্জ ব্লাড ডোনার্স সোসাইটির
সেচ্ছাসেবক সদস্য সংগ্ৰহ চলছে ,আগ্ৰহীরা ফরম সংগ্রহ করুন ধন্যবাদ।

Single 😒
23/03/2024

Single 😒

16/03/2024

লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করে লাভ কি যদি নিজের আত্মীয়স্বজন ক্ষুধার্ত থাকে!!

14/03/2024

হাতিরপুল কাঁচা বাজারে ছয়তালা ভবনের দ্বিতীয় তলায় আগুন;নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মাহের রমজানের শুভেচ্ছা 🫠🙆
14/03/2024

মাহের রমজানের শুভেচ্ছা 🫠🙆

14/03/2024
আমের মুকুলে মাছির কাজ কি?মাছি যেকোনো ফল/ফুলের জন্য উপকারী। মাছি বিভিন্ন প্রজাতির হয়,যেহেতু মাছিরা মুলত ফুলের রেনুর আশপাশ...
12/03/2024

আমের মুকুলে মাছির কাজ কি?

মাছি যেকোনো ফল/ফুলের জন্য উপকারী। মাছি বিভিন্ন প্রজাতির হয়,যেহেতু মাছিরা মুলত ফুলের রেনুর আশপাশে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া খেয়ে বেড়ায়। মাছির গায়ে/পায়ে পরাগ রেনু লেগেযায় একফুল থেকে আরেক ফুলে উরাউরি করার ফলে এবং পরাগ রেনু ফিমেল ফুলের সংস্পর্শে এসে পরাগায়ন ঘটে।
আবার.....
মৌ-মাছি ঠিক একই কাজ করে, তবে মৌমাছি ফুলের রেনুর নিচে জমে থাকা মধু আহরণ করে,ব্যাকটেরিয়া নয়।

🟥আমের ৬০% পরাগায়ন হয় মাছির মাধ্যমে..
বাতাসের মাধ্যমে ১০% পরাগায়ন হয়..
বাকি ৩০% মৌমাছি সহ অন্যান্য পতঙ্গের মাধ্যমে হয়।
(দ্বিমত থাকলে নিজেই দেখেনিবেন আমের মুকুলে কোন মাছির আনাগোনা বেশি)
(পরাগায়ন শুধু মাছির মাধ্যমে হয়?)
না পরাগায়ন শুধু মাছিতেই সীমাবদ্ধ নয়...পরাগায়ন আপনি নিজের হাতেও করে দিতে পারেন, পরাগায়ন বাতাসের মাধ্যমেও হয়,মাছি/প্রজাপতি/ভোমরা/মৌমাছি সহ বিভিন্ন পতঙ্গের মাধ্যমে হয়।
(সুতরাং শুধুমাত্র মৌমাছি দিয়ে পরাগায়ন হয় এই ধারনা সম্পূর্ণ ভূল) যেমন শরিফা বা সৌদি খেজুর গাছে হ্যান পলিনেশন বা হাত দিয়ে পরাগায়ন করতে হয় ভালো ফলন পেতে।

🟥সবচেয়ে বড় কথা হলো যেকোনো মেল ফুল ফিমেল ফুলের সংস্পর্শে এলেই পরাগায়ন ঘটে।
(আমের ফুল ফোটার পর পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে পরাগায়ন নাহলে সেফুল ঝরে যায় সুতরাং স্ত্রীফুল ধরে রাখতে মাছের দাওয়াত দিয়ে মাছি নিয়েআসা মন্দের নয়।)....আশাকরি পরাগায়নের বিষয়টি ক্লিয়ার।

(কাচা মাছে পিপড়া/গন্ধ /কাক আনাগোনা থাকলে?)
মাছ শুটকি করলে যেমন পিপড়া আসে এবং গন্ধ হয়। এটা মেনে নিয়ে যারা করতে পারবেন তাদের জন্য এই পদ্ধতি আর যেখানে মাছের গন্ধে কাক আসবে সেখানে মাছিতো পাশের বাসার আন্টি....সুতরাং প্রোটকল স্ট্রং করে ঝাপিয়ে পরুন। 🙂

একদিন মৃত্যুর দলিলে স্বাক্ষর করতে হবে।               😥
08/03/2024

একদিন মৃত্যুর দলিলে স্বাক্ষর করতে হবে।
😥

06/03/2024

একটা সংগঠনে ফোন দিলাম পোষ্ট দিলাম!
রক্ত পাইলাম না।

কি যে খারাপ লাগছে বলতে পারছিনা।
রোগী ওটিতে, রক্ত পাই কই?

খারাপ লাগার কিছু নেই। শান্ত হন!!
সংগঠনে ফোন/পোস্ট দিয়েছেন রক্ত পাননি এই নিয়ে সমলোচনা করছেন কেন?
সংগঠন কি রক্ত উৎপাদনের কারখানা?
না আপনি রক্ত জমা রাখছেন?
নাকি মামু বাড়ির আবদার।

আপনাকে কিছু প্রশ্ন করি-
*এই সংগঠন গুলো কি আপনার কাছে কিছু চায়?
* টাকা বা রক্তের বদলে অন্য কোন স্বার্থ?

আরেকটা বিষয় কি ভেবেছেন কখনও?
ওরা কি আর পাঁচটা ছেলে মেয়েদের মতো টং এর দোকানে আড্ডা দেয় নাকি বয়ফ্রেন্ড গালফ্রেন্ড নিয়ে গুরতে যায়? নাকি হসপিটালে করিডোরে মানুষকে সাহায্যের জন্য বসে থাকে?এরা কি খারাপ কিছু করে? আপনি রক্ত না পেয়েই ক্ষেপে যান সংগঠন ভালোনা রক্ত পাইনা! ভাই আপনি কি কখন ২-১ টা ডোনার ম্যানেজ করে নিয়েছেন?

একটু ভাবুনতো ওরা তো রক্ত উৎপাদন কিংবা ফ্রিজিং করে রাখে না। তার পরও আপনাকে না দিক অন্যদের তো দিয়েছে সে রক্তগুলো পেলো কই???

আরে ভাই এ রক্তগুলো ম্যানেজ করতে এক এক জন
সদস্যর ২০ -৫০ টাকা ফোন খরচ যায়। মানুষকে বুঝায় তারপর রক্ত। নিজের এবং অপর ভাইয়ের রক্ত টা আপনাকে বা আমাদের দিচ্ছে। তার পরও এতো সমালোচনা করেন?
রক্ত পাওয়ার পর আর কোনদিন একটা ফোন দিয়ে খোঁজ নিয়েছেন কখনো?
বিবেক দিয়ে একটু চিন্তা করুন।

আমরা মানুষের গোলাম না। আল্লাহর গোলাম আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। মানুষের পাশে সাধ্য মতো দাড়াবার চেষ্টা করে।

কথা গুলো খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিবর্তন হোন। সাহায্য করুন ও সাহায্য নিন। আগে দিতে শিখুন তারপরে নেওয়ার চিন্তা করুন। 🙏🙏
@ফলোয়ার @হাইলাইট করুন

ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কোরআন শরীফ বিতরণ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছি...
27/01/2024

ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কোরআন শরীফ বিতরণ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dayal Chandra দাদা । উপস্থিত ছিলেন Smsa Ahmad ভাই , উপস্থিত ছিলেন আরো অনেকেই ধন্যবাদ সবাইকে সুন্দর ভাবে সাজিয়ে নেওয়া জন্য।
মো স্বাধীন ইসলাম ❤️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when PTV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PTV News:

Share