
10/12/2024
ব্রেকিং নিউজ.......
এইমাত্র প্রকাশিত হয়েছে।
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (৫২৫টি শূন্য পদ)
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Manabik Shahajya Sangstha MSS Job Circular 2024) জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নতুন করে আবার প্রকাশিত হয়েছে।
মানবিক সাহায্য সংস্থা মোট ৫২৫ জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে ০৭টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই সার্কুলারটি প্রকাশ করেছে।
আবেদনকারীকে অনলাইনে তার কাঙ্খিত চাকরির আবেদন ৩১ ডিসেম্বর ২০২৪ ইং এর মধ্যে ব্যক্তিগত, ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার তথ্য (প্রয়োজনে) দিয়ে সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ, ও সময়
আবেদন করার শুরুর তারিখ: ০৬ ডিসেম্বর ২০২৪ ইং।
আবেদন করার শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪ ইং।
মোট শূন্য পদ
মানবিক সাহায্য সংস্থা এই চলমান সার্কুলারে মাধ্যমে মোট ০৭টি জব ক্যাটাগরি পদে ৫২৫ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে নিয়োগ দিবে।
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
শর্ত সাপেক্ষে ০৭টি জব ক্যাটাগরিতে ৫২৫ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য মানবিক সাহায্য সংস্থা আহবান করেছে।
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ ২০২৪নিয়োগকর্তার নামমানবিক সাহায্য সংস্থা।নিয়োগকর্তার ধরনএনজিও।চাকরির ধরন কি?এনজিও চাকরি।জব ক্যাটাগরি০৭টি।মোট লোক সংখ্যা৫২৫ জন।শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।কারা আবেদন করতে পারবে?নারী ও পুরুষ।অভিজ্ঞতার কতটুকু লাগবে?নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।আবেদনের বয়স-সীমান্যূনতম ১৮ বৎসর হতে হবে। (জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন অনুযায়ী)মাসিক বেতন কত?১৬,০০০/- থেকে ১৭,০০০/- টাকা।আবেদন করার পদ্ধতি/ধরনঅনলাইন।প্রকাশের তারিখ০৬ ডিসেম্বর ২০২৪ ইং।আবেদন শুরুর দিন০৬ ডিসেম্বর ২০২৪ ইং।আবেদনের শেষ দিন১৫ ও ২০ মে ২০২৪।
আরো নতুন নতুন চাকরির খবর পেতে নিচের লিংকে প্রবেশ করুণ। https://dev-sujon4.pantheonsite.io