বিষাক্ত অনুভূতি

বিষাক্ত অনুভূতি পেজে লাইক দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন🥰

আজ বাংলাদেশের এই ক্লান্তিলগনে আপনার কথা মনে পড়ে যাচ্ছে খুব।
20/02/2025

আজ বাংলাদেশের এই ক্লান্তিলগনে আপনার কথা মনে পড়ে যাচ্ছে খুব।

-বাসর রাতে সহবাসের পর স্বামী তার স্ত্রীর হাতে৩০০ টাকা দিলো। ..স্বামীঃ এই লও ৩০০ টাকা |স্ত্রীঃ কিসের টাকা..|স্বামীঃ বিয়ের...
16/08/2024

-বাসর রাতে সহবাসের পর স্বামী তার স্ত্রীর হাতে
৩০০ টাকা দিলো। ..স্বামীঃ এই লও ৩০০ টাকা |
স্ত্রীঃ কিসের টাকা..|
স্বামীঃ বিয়ের আগে পাড়ায় যেতাম,
৩০০ টাকা দিয়ে একবার জেনা করতাম |
তোমাকেও সেই মোতাবেক দিলাম,|
( স্ত্রী ৩০০ টাকা নিয়ে সেখান থেকে
১০০ টাকা ফেরত দিলো,|)...
স্ত্রীঃ এই লও ১০০ টাকা |
স্বামীঃ কিসের ১০০ টাকা,?
স্ত্রীঃ বিয়ের আগে
আমিও পাড়ায় যেতাম,সেখানে হোটেল
ম্যানেজার প্রতিবারে ২০০ টাকা করে
দিতো`|||বাকি ১০০ টাকা হোটেল ম্যানেজার
রুম ভাড়া নিতো! তুমি তো আমার স্বামী তোমার
থেকে বেশি নিতে পারবো না,|..এবার লও ঠেলা নিজের নাই চরিত্র বউ খোঁজো পবিত্র......??
কথায় আছে যেমন কর্ম তেমন ফল।

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে, যদি তোমার মরে যেতে ইচ্ছে করে। তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বে...
30/05/2024

প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে, যদি তোমার মরে যেতে ইচ্ছে করে। তবে বাড়ির আশেপাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।

সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার ওপর নেই ছাঁদ।

যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।

মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো। যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।

যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে। তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।

যদি পুরুষ বলতে দেহ লোভী, মেয়ে বাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকাও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া, মমতা, স্নেহ। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে গিয়ে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।

✍️ বিল গেইটস

28/05/2024

মদন বাবু রেগে 🔥🔥🔥

19/01/2024

6 ball 6 wickets just amazing 😯😍🤟

Send a message to learn more

Comment a janaben🙂
19/01/2024

Comment a janaben🙂

20/12/2023

😂😂😂

20/12/2023

এবি ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য একটা ইনিংস 🔥🔥🔥
১৪৯ রান মাত্র ৪৪ বলে 🔥🔥

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when বিষাক্ত অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিষাক্ত অনুভূতি:

Share