Hare krishna - কৃষ্ণ কথা

Hare krishna - কৃষ্ণ কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে🙏🙏 হরে কৃষ্ণ আমাদের এই ছোট্র পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন হরে কৃষ্ণ

আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।মথুরার কারাগারে দুঃখের অন্ধকার ভেদ করে জন্ম নেন যিনি—যাঁর বাঁশির সুরে...
16/08/2025

আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।
মথুরার কারাগারে দুঃখের অন্ধকার ভেদ করে জন্ম নেন যিনি—
যাঁর বাঁশির সুরে হৃদয় শান্ত হয়, যাঁর উপদেশে জীবন বদলায়।

আজ রাত তাঁর নাম জপ করলে—
💛 মন শান্ত হবে
💛 দুঃখ দূর হবে
💛 জীবনে আসবে নতুন আলো

আজ রাত ১২টা ১ মিনিটে শুধু বলুন:
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে"

শ্রীকৃষ্ণের প্রেম আপনার হৃদয় ভরিয়ে দিক।
🌙 শুভ জন্মাষ্টমী 🌙

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "☞অর্থ- তিনি দিব্যলোকে গমন করুক।☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)☞সংস্কৃত (স সঃ সা)স-হল উভয়লিঙ্গসঃ...
06/08/2025

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞অর্থ- তিনি দিব্যলোকে গমন করুক।

☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)

☞সংস্কৃত (স সঃ সা)

স-হল উভয়লিঙ্গ

সঃ- হল পুংলিঙ্গ

সা - হল স্ত্রীলিঙ্গ

তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..

ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু

স্ব অর্থ নিজে

তাহলে অর্থ হয়---

"দিব্যলোকে আমি গমন করি।"

এবার আপনিই বিচার করুন......

☞আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি

“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।

মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্

ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্

দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)

আসুন আমরা সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করি নিজে জানব অপরকে জানাই।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

[Collected]

05/08/2025

হরে কৃষ্ণ🙏🥰
আজ ৫ আগষ্ট, রোজঃ মঙ্গলবার। পবিত্রারোপিনী একাদশী🙏❤️
পারনঃ পরদিন ভোর ৫:৩০ মিনিট -৯:৫২ মিনিট পর্যন্ত।
সকলে একাদশী ব্রত পালন করুন, সুখী হোন🙏💞

🚨 "ঘরছাড়া সনাতনীরা — আর কতকাল চুপ থাকবো?"রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শুধু অভিযুক্তের নয়, ১৫টি নিরীহ হিন্দু পর...
28/07/2025

🚨 "ঘরছাড়া সনাতনীরা — আর কতকাল চুপ থাকবো?"

রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শুধু অভিযুক্তের নয়, ১৫টি নিরীহ হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
এখন আতঙ্কে বাকিরাও ঘর ছাড়ছেন — কেউ সন্তান কোলে, কেউ শেষ সম্বল কাঁধে নিয়ে পালাচ্ছেন নিজের জন্মভূমি থেকে।

এই কি আমাদের বাংলাদেশ?
যেখানে অপরাধী না, বরং ধর্ম দেখে নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হয়?
যেখানে প্রশাসন চুপ, সমাজ নিরব, মিডিয়া নীরব?

⚠️ প্রশ্ন থেকে যায়—
🔸 এই কি সেই বাংলাদেশ, যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়?
🔸 সংখ্যালঘুদের জীবন-মরণ কি কেবল “অভিযোগ” শুনেই ধ্বংস হতে থাকবে?
🔸 প্রশাসন কি কেবল নীরব দর্শক হয়ে থাকবে?

✊ আমরা বলছি — এখনই থামান এই দমননীতি।
আসুন, রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিত করি প্রতিটি নাগরিকের, ধর্ম-বর্ণ নির্বিশেষে।

🙅‍♂️ আমরা আর চুপ থাকবো না।
এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন মানবিক দায়িত্ব।
আমরা ন্যায়বিচার চাই। নিরাপত্তা চাই। রাষ্ট্রীয় জবাবদিহি চাই।

✊ সংখ্যালঘু বলে বারবার আতঙ্কে ঘর ছাড়বো না — আমরা সমান অধিকার নিয়ে এই দেশে বাঁচতে চাই।

স্থান: বাংলাদেশ, বিভাগ- রংপুর, থানা- গঙ্গাচড়া, ইউনিয়ন- বেতগাড়ী, গ্রাম- আলদাদপুর। পরিকল্পনা অনুযায়ী ইসলাম অবমাননার মিথ্...
28/07/2025

স্থান: বাংলাদেশ, বিভাগ- রংপুর, থানা- গঙ্গাচড়া, ইউনিয়ন- বেতগাড়ী, গ্রাম- আলদাদপুর।

পরিকল্পনা অনুযায়ী ইসলাম অবমাননার মিথ্যা ফাঁদ তৈরি করে উক্ত গ্রামে প্রথমে ২০ টি হিন্দু ঘর ভাঙচুর করে।

পরবর্তীতে বাংলাদেশের সেনাবাহিনী ও আইন প্রশাসনের উপস্থিতিতে আরো ১০ টি ঘর ভাঙচুর ও লুটপাট করছে।

পাশাপাশি মা-বোনদের ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত হয়েছে এই জিহাদী ও সন্ত্রাসীরা। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোন ধর্ম অবমাননা নয়। এটা সম্পূর্ণ পরিকল্পিত ও ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

Location: Bangladesh, Division- Rangpur, Thana- Gangachara, Union- Betgari, Village- Aldadpur.

As planned, they first vandalized 20 Hindu houses in the village, setting up a false trap to insult Islam.

Later, 10 more houses were vandalized and looted in the presence of the Bangladesh army and law enforcement.

Besides, these jihadis and terrorists have been involved in heinous acts like ra**ng mothers and sisters. Now it is clear that this is not an insult to religion. This is nothing but a completely planned and conspiracy.

























Narendra Modi
Dr S. Jaishankar
Amit Shah
Tulsi Gabbard

Republic Bangla Republic Bharat

Aaj Tak AajTak Bangla
NDTV NDTV India India TV
Zee News Zee 24 Ghanta
ABP News ABP Ananda ABP Live

Vishva Hindu Parishad -VHP
- RSP Rastriya Swayamsevak Sangh - RSS Haridwar ( India )
ISKCON
Hindu American Foundation

United Nations
Human Rights Watch
Amnesty International Amnesty International India

যেখানে সরকারি লোক মন্দির ভাঙ্গতেছে সেখানে হিন্দুদের নিরাপত্তা দিবে কে? 😭😭
26/06/2025

যেখানে সরকারি লোক মন্দির ভাঙ্গতেছে সেখানে হিন্দুদের নিরাপত্তা দিবে কে? 😭😭

🙏🙏
08/06/2025

🙏🙏

""কর্মের ফল ভোগ করতেই হবে ""জয়  শ্রী রাম 🙏নীলফামারী কিশোরগঞ্জ ৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন।গাড়াগ্রাম ব্রিজের দক্ষিণ পাশে বটগাছ...
27/05/2025

""কর্মের ফল ভোগ করতেই হবে ""

জয় শ্রী রাম 🙏

নীলফামারী কিশোরগঞ্জ ৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন।গাড়াগ্রাম ব্রিজের দক্ষিণ পাশে বটগাছের রশিতে লোকটি ঝুলানো অবস্থায় রয়েছে। লোকটির পাশে আইডি কার্ড পাওয়া গেছে কেউ যদি চিনে থাকেন অতি দ্রুত আসার চেষ্টা করেন। আইডি কার্ডে তার স্হায়ী ঠিকানা কালীগঞ্জ, লালমনিরহাট...

সংগৃহীত

24/05/2025

তোমার অধিকার আছে শুধু কর্ম করায়; কিন্তু তার ফলের উপর তোমার কোনো অধিকার নেই।
ফলকে উদ্দেশ্য করে কখনোই কর্ম করো না এবং কর্ম না করার প্রতিও তোমার আসক্তি থাকা উচিত নয়।

— ভগবদ্গীতা, অধ্যায় ২, শ্লোক ৪৭

হে ঈশ্বর রক্ষা করুন🙏🥹
19/05/2025

হে ঈশ্বর রক্ষা করুন🙏🥹

18/05/2025

ধর্ম ত্যাগ করার থেকে পৃথিবী ত্যাগ করা বেশি উত্তম
হরে কৃষ্ণ 🌸🙏

বাংলা‌দে‌শে যেমন ৩ কো‌টি হিন্দু বসবাস ক‌রে, তেম‌নি ভার‌তেও ২৫ কো‌টি মুসলমান বসবাস ক‌রে এবং পা‌কিস্তা‌নেও প্রায় দশ লক্ষ...
08/05/2025

বাংলা‌দে‌শে যেমন ৩ কো‌টি হিন্দু বসবাস ক‌রে, তেম‌নি ভার‌তেও ২৫ কো‌টি মুসলমান বসবাস ক‌রে এবং পা‌কিস্তা‌নেও প্রায় দশ লক্ষ হিন্দু বসবাস ক‌রে। এই যু/ দ্ধ ধ‌র্মের ভি‌ত্তি‌তে নয়। এটি জ*ীবা‌দের বিরু‌দ্ধে ভারতী‌য়‌দের প্রতি‌শোধের অ‌ভিযান। এই অ‌ভিযা‌ন ভারত বাধ‌্য হ‌য়ে কর‌ছে। এই অ‌ভিযা‌নে ভার‌তের প্রচুর মুস‌লিমরাও নেতৃত্ব ‌দি‌চ্ছে। তাই এটা‌কে সাম্প্র/ দা‌য়িক রূপ দেয়ার কোন সু‌যোগ নাই। পা‌হেলগাঁও‌য়ে হা@মলাটা প্রথ‌মে পা‌কিস্তা‌নের জ*ীরাই ক‌রে‌ছে এবং বে‌ছে বে‌ছে হিন্দু‌দের উপ‌রেই। তথা‌পি ভার‌তের হিন্দুরা একজন মুসলমান‌কেও কটাক্ষ ক‌রে‌নি, কা‌রো ক্ষ‌তি ক‌রে‌নি। ভার‌তের ১৩০ কো‌টি হিন্দুর নিকট ২৫ কো‌টি মুস‌লিম যেমন নিরাপদ, তেম‌নি বাংলা‌দে‌শেও ১৩ কো‌টি মুস‌লি‌মের নিকট ৩ কো‌টি হিন্দু নিরাপদ থাকা উচিত।

প্রশাসন‌কে ধন‌্যবাদ এমন নি‌র্দেশনার জন‌্য। সবাইকে সতর্কতার সা‌থে নজরদারী করার অনু‌রোধ কর‌ছি। পা‌কিস্তা‌নের সমর্থনকারী হিন্দ‌ু বি‌দ্বেষী উস্কানীদাতা‌দের ‌চি‌হ্নিত ক‌রে প্রশাস‌নের নিকট সোপর্দ করুন। ফেসবু‌কে হিন্দু বি‌রোধী পোস্ট, ক‌মেন্ট নজ‌রে পড়‌লেই সেটার ক্রীণশট, পেস্টদাতা বা ক‌মেন্টকারীর ID এর স্ক্রীণশট এবং ID লিংক সংরক্ষণ করুন এবং নিকটস্থ থানায় জমা‌ দিন বা অনলাইনের মাধ‌্যমে প্রশাসন‌কে অব‌হিত করুন।।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Hare krishna - কৃষ্ণ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare krishna - কৃষ্ণ কথা:

Share