Sheak Forid

Sheak Forid Md. Sheak Forid. Born on 1988. I am in Bangladesh. I am Muslim . I need trusted friends.

24/05/2025
19/05/2025

ফেসবুকে লাইক বাটনের বিপরীতে একটি ডিস্- লাইক বাটনেরও বিশেষ প্রয়োজন ছিল!

কি সুন্দর তাদের ভালোবাসা
08/05/2025

কি সুন্দর তাদের ভালোবাসা

07/05/2025

ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব বাংলাদেশ কতটাপড়তে পারে, মন্তব্য।

05/05/2025

এক নিঃশ্বাসে সূরা ফাতিহা তিলাওয়াত।

05/05/2025

ভালো বাসা যতই মূল্যবান হোক, ভালোবাসার কাছে তা মূল্যহীন, বিশ্বাস হীন ভালোবাসা মূল্যবান বাসার চেয়ে বেশি মূল্যহীন।

02/05/2025

অসাধারণ ভালোলাগা একটি গান

17/04/2025

ইজরায়েল ও ভারতীয় উগ্রবাদী হিন্দুদের প্রসঙ্গে -
"পিপিলিকার পাখা গজায় মরিবার তরে "
ঠিক তেমনি অত্যাচারীর অত্যাচার বাড়ে নিজে ধ্বংস হওয়ার জন্য। ইজরায়েল ও ভারত ঠিক এই কাতারেই দাঁড়িয়ে আছে। আমারা অতীতে অনেক অনেক ঘটনা থেকে জানি মানুষ যখন অত্যাচারী হয়ে যায় তখন তার ধ্বংস বিধাতা নির্বাচন করে ফেলেন। হয়তো ধ্বংস হওয়া পর্যন্ত কেউ কিছু দিন সময় পায় আর কেউ খুব বেশি একটা সময় পায় না। এখানে ধর্ম কোন বিষয় না, বিষয় হলো অত্যাচার। অত্যাচারী হলেই তার ধ্বংস অতি নিকটে। ইজরায়েলের ইহুদিরা আর ভারতীয় হিন্দুরা মুসলমানদের উপর যে অত্যাচার চালাচ্ছে তাতে তাদের ধ্বংস সন্নিকটে তা না হলে বিধান মিথ্যা হয়ে যাবে। কখনো মুসলমানরা যদি অত্যাচারী হয় তাদেরও একই অবস্থা হবে, এটাই বিধান ও বাস্তবতা। কোন ধর্মেই মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার বা ধর্মীয় জবরদস্তি সমর্থন করে না। যদি করে তো সেটা ধর্ম হতে পারে না। ইহুদিরা যেমন বিধর্মী ঠিক তেমনি ভারতীয় উগ্রবাদী হিন্দুরা কখনো হিন্দু ধর্মের হতে পারে না, তারাও বিধর্মী । সত্যিকারের ধর্ম যারা মেনে চলে তারা কখনো ভিন্ন যে কোন ধর্মের উপর বা মানুষের উপর আঘাত করে না।
পরিশেষে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি, ইয়া আল্লাহ আপনি অত্যাচারীত মানুষগুলোর উপর তোমার খাস রহমত নাজিল করুন, সকল মজলুমের দোয়া কবুল করুন। মুসলিম বিশ্বের চেতনা ফিরিয়ে দিন, এ জাগ্রত ঘুম থেকে জাগিয়ে দিন, ঈমানী শক্তি দান করুন। আমীন! আল্লাহুম্মা আমীন!!

Address

Vill: Kasua (Baliabosti), Thana : Baliadungi, Dist: Thakurgaon
Ranisankail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheak Forid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share