শান্তির নীড়

শান্তির নীড় আল্লাহ এমনই এক সত্তা যে, তিনি ছাড়া কোন ইলাহ নেই। মুমিনরা যেন আল্লাহর ওপরই তাওয়াক্কুল করে।

[ সুরা আত-তাগাবুন, ৬৪ : ১৩ ]
(1)

অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন,অহংকার কমে যাবে। ওখানে ধনী গরীব জেলে তাতী সব একই মাটির বিছানায় শুয়ে আছে। আপনিও ...
10/08/2025

অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন,অহংকার কমে যাবে। ওখানে ধনী গরীব জেলে তাতী সব একই মাটির বিছানায় শুয়ে আছে। আপনিও এভাবে একদিন শুয়ে যাবেন।

রাসূল পাক(ﷺ) বলেন,"কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।"[তিরমিজি শরীফ : ৪১৩]
09/08/2025

রাসূল পাক(ﷺ) বলেন,
"কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।"
[তিরমিজি শরীফ : ৪১৩]

দুনিয়া ও আখিরাতে সফল হতে চাও?তাহলে তোমার মায়ের মন জয় করো। তার দুআ যেকোনো পরিকল্পনার চেয়েও শক্তিশালী —এটা তোমার তাকদির বদ...
05/08/2025

দুনিয়া ও আখিরাতে সফল হতে চাও?

তাহলে তোমার মায়ের মন জয় করো। তার দুআ যেকোনো পরিকল্পনার চেয়েও শক্তিশালী —এটা তোমার তাকদির বদলে দিতে পারে, কষ্ট সহজ করে দিতে পারে,
আর আল্লাহর এমন সব বরকতের দরজা খুলে দিতে পারে — যা তুমি কল্পনাও করোনি। ✨

দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা(আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন ...
04/08/2025

দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা(আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
Keep faith on Allah Swt.♥️

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেইকারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না!
29/07/2025

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই
কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না!

বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এর মানুষ বেশি লাকি!তারা ৫০ টাকা' খরচ করে পাহাড় দেখতে পারে। আসলেই কিন্তু চট্টগ্রামের মানুষেরা...
25/07/2025

বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এর মানুষ বেশি লাকি!

তারা ৫০ টাকা' খরচ করে পাহাড় দেখতে পারে। আসলেই কিন্তু চট্টগ্রামের মানুষেরা ভাগ্যবান। এদের সমুদ্র সৈকত দেখতেও বেশি টাকা খরচ করতে হয় না, পাহাড় দেখতেও বেশি টাকা খরচ করা লাগেনা। এক সাইডে গেলে পাহাড় আর এক সাইডে গেলে সমুদ্র! আহা, চট্টগ্রামের মানুষ সুখী না হয়ে যাবে কই বলেন? ❤️

ছবি কৃতজ্ঞতাঃ Rakib reza 📸

একজন সুন্দর মনের মানুষ respect ❤️
22/07/2025

একজন সুন্দর মনের মানুষ respect ❤️

21/07/2025

একটা বাচ্চা ঝলসানো শরীর নিয়ে রিকশা, সিএনজি খুঁজতেসে! অথচ কেউ আগায়ে আসতেসে না, বাচ্চাটা তাও হেঁটে হেঁটে ধৈর্য্য নিয়ে পোড়া শরীর নিয়ে সিএনজি খুঁজতেসে, কেউ যাবে না হসপিটালে!
এমন দৃশ্য মানুষ ভিডিও করে ফেসবুকে ছাড়ে অথচ বাচ্চাটার সাহায্যের জন্য কেউ আগায় না, এরা নাকি আবার মানুষ!

যত কম কথা বলবেন, ততই বিপদমুক্ত থাকবেন।
20/07/2025

যত কম কথা বলবেন, ততই বিপদমুক্ত থাকবেন।

বিড়াল একটি পবিত্র প্রাণী! কেননা নবী কারীম (সাঃ) নিজেও বিড়াল পছন্দ করতেন 🖤
17/07/2025

বিড়াল একটি পবিত্র প্রাণী!
কেননা নবী কারীম (সাঃ) নিজেও বিড়াল পছন্দ করতেন 🖤

মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন...
12/07/2025

মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন বলে অপমান কারণে এই কাজ করেছেন।

ইমাম সাহেব বলেছেন— নবিজি হলেন পিয়ন। পিয়নের কাছে দরখাস্ত করলে দুআ কবুল হয় না। তাই নবিজির কাছে দুআ করা যাবে না৷ ইমাম সাহেব মিলাদকেও অবজ্ঞা করেন৷ তাই নবি প্রেমিক মুহাম্মদ বিলাল হোসেন শাতিমকে শাস্তি দিয়েছেন।

ভালো বিষয় কি জানেন? আমার দেখা অন্যতম সাহসী পুরুষ বিলাল হোসেন৷ যিনি দয়াল নবির উপর অপমান সহ্য করতে পারেননি। তিনি তাঁর আইনি ভুল স্বীকারও করেছেন৷ একদম সরল উক্তিতে। শাস্তি মাথা পেতে রাজি। আল্লাহু আকবার।

বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে। কিন্তু আল্লাহর আইনে মাকবুল হয়ে গেছেন। দয়াল নবির সাথে আল্লাহ তাকে জান্নাতে কবুল করুন। আশেকে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জয় হোক।

কে কতো সালের SSC পরীক্ষার্থী?
11/07/2025

কে কতো সালের SSC
পরীক্ষার্থী?

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির নীড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share