27/08/2025
কদলপুরে গাউসিয়া কমিটির বর্নাঢ্য স্বাগত জুলুস ও রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স সম্পন্ন:
গাউসিয়া কমিটি বাংলাদেশ ৮নং কদলপুর ইউনিয়ন শাখার ব্যবস্তাপনায় পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ২৬ আগষ্ট'২৫, মঙ্গলবার, বিকাল ৩ টায় বর্নাঢ্য স্বাগত জুলুস অনুষ্টিত হয়।
কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরীর নেতৃত্বে তিনসহস্রাধিক আশেকে রাসুলের উপস্তিতিতে স্বাগত জুলুস কদলপুরে উত্তর প্রান্ত লস্কর উজির দিঘির পাড় থেকে শুরু হয়ে কদলপুরের দক্ষিণ প্রান্ত হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর মাজার প্রদক্ষিন করে পুনরায় কদলপুর খানকা শরিফে এসে শেষ হয়।
সংগঠনের সভাপতির সভাপতিত্ত্বে জুলুস পরবর্তী কনফারেন্সে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আব্দুল আজিজ রেজবী।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী খোরশেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন সুমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা ছৈয়্যদ মফিজুল হক আলকাদেরী, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, আল্লামা রফিক উদ্দিন ফারুকী, মাওলানা জালাল উদ্দিন আলকাদেরী।
রাখেন আমান উল্লাহ আমান, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, কাজী মোয়াজ্জেম হোসাইন, মাওলানা এমরান হোসেন মাসুম, মাওলানা জিয়াউল হক, মুহাম্মদ আব্দুস সবুর,মাওলানা মারুফ উদ্দীন ,মাওলানা আবু ছৈয়দ,আব্দুল জলিল,মাওলানা রফিকুল ইসলাম,কাজী আবুল হাসান হারকানি,মোহাম্মদ আব্দুছ ছাত্তার,রবিউল হোসেন শাহ, হামিদুল ইসলাম,ইয়াসিন আরফাত,আরমান উদ্দীন শাহ,কাইসার পারভেজ পিপুল,মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস,মোহাম্মদ জুবাইদুল হক শাহ বাপ্পি শাহ,মাওলানা হোসেন,আরিফুল ইসলাম টিপু,কাজী কায়েস, মোহাম্মদ আরেফিন,জাহেদুল ইসলাম,আলমগীর শাহ,হিরাম উদ্দিন বাবলু,ফারহান উদ্দিন, ফরহাদ ফাহিম প্রমুখ।