Bithi dey

Bithi dey Hi,my name is bithi.i'm a professional
Digital Marketer.

ফ্রিল্যান্সিং এর সুবিধা✌️✌️👉সময়ের স্বাধীনতা👉কাজের স্বাধীনতা👉নিজের বেতন নিজে ঠিক করা👉বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা স...
28/10/2024

ফ্রিল্যান্সিং এর সুবিধা✌️✌️
👉সময়ের স্বাধীনতা
👉কাজের স্বাধীনতা
👉নিজের বেতন নিজে ঠিক করা
👉বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা সুযোগ
👉দলগত কাজের সুযোগ
👉পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ
👉 নিজের মন মতো কাজের পরিবেশ🥰

এক কথায় আপনি যদি দৈনিক দুই থেকে তিন ঘন্টা সময় দেন এই সেক্টরে, আপনি অনায়াসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিমাসে।😍

আর যদি সময় বাড়িয়ে ছয় থেকে সাত ঘণ্টা সময় দেওয়া যায় তবে লাখ টাকা ইনকাম করাও কোন ব্যাপার না 🤩

প্রতিদিন সকালে হাজারো তরুণ-তরুণী ঘুম থেকে জেগে ওঠে একই প্রশ্ন নিয়ে - "আজ কি আমার চাকরির খোঁজ মিলবে?" এই অনিশ্চয়তার মাঝ...
28/10/2024

প্রতিদিন সকালে হাজারো তরুণ-তরুণী ঘুম থেকে জেগে ওঠে একই প্রশ্ন নিয়ে - "আজ কি আমার চাকরির খোঁজ মিলবে?"

এই অনিশ্চয়তার মাঝেও জ্বলে উঠছে আশার আলো। ডিজিটাল বাংলাদেশের এই নতুন দিনে , অনলাইন ফ্রিল্যান্সিং হয়ে উঠেছে স্বপ্ন বাস্তবায়নের নতুন পথ।✨🚀

ফ্রিল্যান্সিং হলো সেই সুযোগ যা আপনাকে দেয় কাজের স্বাধীনতা এবং নিজের লক্ষ্যপূরণ করার নিশ্চয়তা।

Udemy...Udemy is an online learning and teaching marketplace with over 213000 courses and 62 million students. Learn pro...
09/04/2024

Udemy...

Udemy is an online learning and teaching marketplace with over 213000 courses and 62 million students. Learn programming, marketing, data science and more.
Udemy কি ভাবে কাজ করে?

সংক্ষিপ্ত বিবরণ উদেমি এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিতে অনলাইন কোর্স তৈরি করতে দেয়। ইউডেমির কোর্স বিকাশের সরঞ্জামগুলি ব্যবহার করে তারা ভিডিও, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পিডিএফ, অডিও, জিপ ফাইল এবং কোর্স তৈরি করতে লাইভ ক্লাস আপলোড করতে পারে।
অনলাইনে যতোগুলো শিক্ষা প্লাটফর্ম রয়েছে তার মধ্যে Udemy হলো সর্বত্তম, কারণ udemyতে রয়েছে হাজার হাজার এক্সপার্ট শিক্ষক, যারা এ টু জেট শিখিয়ে দেয় শিক্ষার্থীকে।
উডেমি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল।
জানুয়ারী ২০২০ সাল পর্যন্ত এ প্ল্যাটফর্মের ৬৫ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এবং ৫৭,০০০ প্রশিক্ষক রয়েছে ।
৬৫টি ভাষায় সেখানে ২৯৫ মিলিয়ন কোর্সের উপর নথিভুক্ত রয়েছে।
Udemy ওয়েবসাইটে ১৫০,০০০ এরও বেশি কোর্স রয়েছে।
শিক্ষার্থী ও প্রশিক্ষকগণ ১৯০+ দেশের রয়েছে এ পর্যন্ত।
১১ মে ২০১০ সালে উডেমি প্লাটফর্মটি প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় ১০ ৩মাস বছর আগে।

প্লাটফর্মটি তৈরী করেছেনঃ
(1) Eren Bali
(2) Gagan Biyani
(3) Oktay Caglar
(4) Gregg Coccari (CEO)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে প...
06/04/2024

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

Address

Raozan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bithi dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share