03/11/2025
কোনো কারণ নেই। কোনো তর্ক নেই। কোনো টানাপোড়েন নেই। অথচ কোনো রকম দোষারোপ পর্ব ছাড়াই কিছু কিছু কাছের মানুষের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক দিন পর হুট করে সেসব কাছের মানুষের কথা মনে পড়লেও, কোনো এক অজানা কারণে আর যোগাযোগ করতে ইচ্ছে হয় না। সময় যে দূরত্ব একবার তৈরি করে দেয়, কোনো কিছু দিয়েই তাকে আর নৈকট্যে আনা যায় না। সময়ের সৃষ্টি করে দেওয়া শূন্যস্থান বড্ড ভয়ংকর.....🙂🤍