Raipur viral public 2.0

Raipur viral public 2.0 অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও।🤝🤝

30/12/2024
23/08/2024

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। এ সময় তিনি আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

07/05/2024

যার কথায় কথায় প্যাঁচ লাগানোর অভ্যাস
তার কাছে সমাধান খুঁজতে যেওনা
তার কাছে সমাধান মানে নতুন সমস্যার জন্ম।

07/05/2024

Forever you will not be loved by anyone and this is the fact! Peoples likes change with time thoughts change loved ones also change!❤️‍🩹

07/05/2024

আয়াত টা কতটা ভয়ংকর!!

"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!🖤

[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]

28/12/2023

আমার আম্মু সব সময় আমাকে বলে কারো ভালো সময় তাকে এড়িয়ে চলবি তিনদিন দাওয়াত দিলে একদিন যাবি।
কিন্তু খারাপ সময় না ডাকলেও গিয়ে হাজির হবি
টাকা পয়সা ক্ষমতা কোন কিছু দিয়ে হেল্প না করতে পারলেও যাবি অন্তত হাতটা ধরে বলবি ভাই আমি আছি তোর সাথে।🖤🫶❤️

23/12/2023

ক্ষমতায় যাওয়া বা থাকার জন্য দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেশকে অকল্পনীয় বিপদজ্জনক স্থানে নিয়ে এসেছেন।

16/12/2023

Practice being cheerful a lot.
So that the smile never leaves the face even in times of trouble!

13/12/2023

জীবনের যত্ন নিবা বুঝতে পারছো
না হলে আমার Facebook রিয়েক্ট কমে যাবে! 🐸

Address

Raypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raipur viral public 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share