Islamic Motivational Waz

Islamic Motivational Waz ইসলামিক ভিডিও পেতে চাইলে লাইক দিয়ে ফলো

10/08/2023

#ব্রেকিং_নিউজ
ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন কংগ্রেসে।
আলহামদুলিল্লাহ্ 🌹

অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম, হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এ...
09/08/2023

অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম, হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে🌸

কিন্তু কাছে গিয়ে দেখি সে ওযু করছে! হাত ধোয়ার সময় বলছে, এক... দুই... তিন...। এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত-পা ধৌত করছে।

তাকে বললাম, মাশা আল্লাহ, তুমি তো ভালোই ওযু করতে জানো দেখি!

আমার কথা শুনে ভাঙা ভাঙা বুলিতে সে যা বলল তা ছিল এমন—'ওযু করা এক্কেবারে সহজ। এতে আমার অসুবিধা হয় না কখনও। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমতো।'

বললাম, 'তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।' বলল, 'আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে নামাজ পড়ে তার জন্য দুআ করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে। #কপি #পোষ্ট

09/08/2023

ছোটবেলা থেকেই যখনই কোথাও যেতাম/যাই সবসময়ই কবরবাসীকে সালাম দিয়ে যাই। এই সালামের এতো ফজিলত জানতাম না। আল্লাহ পাক কবুল করুক।

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের একটি কবর দেখে।মুখ থেকে বেরিয়ে গেলো_

"আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর"
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের দখলে।যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো।

প্রায় ২০/৩০ বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলো।

আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি।অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দুয়া করুন, যতক্ষণ আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।

আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।

09/05/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।-সংগৃহীত

19/04/2023

রাত তিন টায় উঠবেন। উত্তম রূপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন, চুলটা আঁচড়ে নিবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য।

এরপর জায়নামাজ বিছিয়ে চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মনের সব কথা ওনাকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত।

বিশ্বাস করুন, সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন। 💚🌸

পরিবর্তন টা হোক একমাত্র আল্লাহ তায়ালার জন্য।🌸

জীবনের সৌন্দর্য এইখানেই।🥰🌼

14/04/2023

আমাকে ইনবক্সে এক আপু বলেছিল, "জানেন ভাই! পরিবারের অমতে দীর্ঘ সাত বছরের রিলেশনের পর তাকে বিয়ে করতে গিয়ে ছিলাম৷ তার বন্ধুরা ছিলো সবাই৷ আমার দিক থেকে কেউই ছিলো না৷ আমি তাকে এতটা ভরসা করতাম বাপ মায়ের কথাও পাত্তা দি নাই৷ আমাদের বিয়েও হলো৷ কিন্তু বাসর রাতটা ছিলো তার বন্ধুদের সাথে 😅

মাঝেমাঝে ভাবি! সাত বছরেও বুঝি একটা মানুষের ভেতর পড়া যায় নাই? আপুটিকে স্বান্তনা দেওয়ার ভাষা ছিলো না আমার৷ উনি বারবার একটা কথাই বললো "না পেলাম বাবা মা, না পেলাম তাকে! কি লাভ বেঁচে থেকে :)

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনিএকটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্...
12/04/2023

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি
একটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে

09/04/2023

বিশ্বজয়ী হাফেজ তাকরিম১ম পুরস্কারের ৭১ লক্ষ টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের মাঝে উৎসর্গ করলেন।

08/04/2023

এক অসহায় ভাইয়ের গল্প😔

সিলেট থেকে কোটি টাকার পাথরের ব্যবসায় লস করে পাড়ি জমাই ঢাকা।নতুন করে সংসার শুরু করি।এইতো ১৫ বছর আগের কথা।মা বাবার দিন রাত পরিশ্রমে সবার ঋণ শোধ করি এই বঙ্গবাজার দিয়েই।ঠিক ১৫ বছর পর এই বঙ্গবাজার আবারো রাস্তায় নামালো আমাদের🙂আল্লাহ আমাদের সহায় হউক।

08/04/2023

ইয়া আল্লাহ!!নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করুন, আমার বাবা মা সহ পৃথিবীর সকলের বাবা মা কে সুস্থ ও হেফাজতে রাখুন,কাছের মানুষদের সবসময় হাসিখুশি ও সুস্থ রাখুন, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।সকলের মনের নেক আশা পূরণ করুন।

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!'🖤

08/04/2023

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
নিশ্চয় আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন,
যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে
এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে।
অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ে।

-------[তিরমিজি, হাদিস-১৮১৬]------

06/04/2023

শুক্রবারে বিকট আওয়াজের বার্তা!
_____________________________________

কিছুক্ষণের জন্য ধরে নিলাম,
শুক্রবারে বিকট আওয়াজের মাধ্যমে
মানুষ বদির হয়ে যাওয়ার হাদিসটি
সহিহ এবং সঠিক।
কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যায়,
যেমন হাদীস শরীফে উল্লেখ হয়েছে ,
নবীজি সাঃ বলেছেন,
যে বছর এমন বিকট আওয়াজ হবে,
সে বছরের রমজানের রোজা শুরু হবে
শুক্রবার দিন,
আর অর্ধ রমজান অর্থাৎ রমজানের ১৫তারিখ সেদিনও হবে শুক্রবার‌।
এবার আসুন তো দেখি এবারের রমজানের
রোজা কি বারে শুরু হয়েছে!
বাংলাদেশের হিসাব অনুযায়ী এবছরের রমজানের রোজা , শুক্রবার দিন শুরু হয়েছে,
এবং ১৫ ই রমজান সেদিনও শুক্রবার হবে।
তারমানে হাদিস কি মিলে গেল?
কখনোই না কারণ নবীজি কি একথা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করে গিয়েছেন যে ,
বাংলাদেশের হিসাব অনুযায়ী সেদিন
শুক্রবার হবে?
আমাদের মাঝে আর সৌদি আরবের
মাঝে একদিনের তফাৎ রয়েছে,
সৌদি আরবে রোজা শুরু হয়েছে বৃহস্পতিবারে,
আর বাংলাদেশের শুক্রবারে,
সৌদি আরবে ১৫ই রমজান হবে বৃহস্পতিবারে,
আর বাংলাদেশ হবে শুক্রবারে,
যেহেতু নবীজি( সাঃ) নিজ দেশে বসে হাদিস বর্ণনা করেছিলেন,সেহেতু সৌদি আরবে যেদিন শুক্রবার দ্বারা রোজা শুরু হবে এবং ১৫ ই রমজান যেদিন শুক্রবারে সংঘটিত হবে, সেদিন বিকট আওয়াজ হবে, কিন্তু এবারের রমজান তো সৌদি আরবে বৃহস্পতিবারে শুরু হয়েছে,
এবং ১৫ ই রমজান বৃহস্পতিবারই
সংঘটিত হবে।
তাহলে আপনার হাদিস দ্বারা আপনি ধরা খেলেন!
সর্বোপরি কথা হলো এ হাদিসটি দুর্বল,
সুতরাং হাদিসের উপর ভিত্তি করে জনগণকে হয়রানি করা বন্ধ করুন, আপনার এই প্রচারের দ্বারা, ইসলামের ক্ষতি হবে লাভ নয়!
কারণ আপনার বর্ণনা কৃত হাদীসটি যদি ,
শুক্রবারে বাস্তবায়িত না হয়,
তাহলে মানুষ কোরআন হাদিস থেকে
বিশ্বাস হারিয়ে ফেলবে, এবং ইসলাম ধর্মকে নিয়ে ট্রল হুজুরদের নিয়ে ঠাট্টা করবে,
আপনি ইসলামকে প্রেজেন্ট করতে না পারেন,
কোন আফসোস নাই, তবে অতি পাকনামি করতে গিয়ে, সাধারণ মানুষকে কোরআন হাদিসের প্রতি অবিশ্বাসী বানিয়ে তুলবেন না,
আল্লাহ আমাদের হেফাজত করুন..... আমিন 🤲

Address

Rohanpur

Telephone

+8801710671881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Motivational Waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Motivational Waz:

Share