
22/09/2025
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃ*ত্যু হয়েছে!
আজ (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় গোমস্তাপুর ইউনিয়নের তাহলেমুন কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা ৮/১০ জন পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে (১৩) বছর বয়সী তাসকিন নামের এক শিশুর মৃ*ত্যু হয়েছে।
নিহত তাসকিন গোমস্তাপুর বাজার পাড়ার মিথন আলীর ছেলে।
#মৃত্যু #মাদ্রাসা #শিক্ষার্থী #চাঁপাইনবাবগঞ্জ