Faruq Hossen Milon

Faruq Hossen Milon ইচ্ছে গুলো.....
আল্লাহর হেফাজতে দিলাম !
তিনি, উত্তম প্রতিদানকারী !!

29/07/2025

সতর্কীকরণ বিজ্ঞপ্তি 🚫
আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

ভুলগুলো ফুল হয়ে যাক
11/07/2025

ভুলগুলো ফুল হয়ে যাক

11/07/2025

জুম্মা মোবারক

আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন ।

হে আল্লাহ্,
আজকের এই পবিত্র জুম্মার অসিলায়
তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও......আমীন

25/06/2025

সত্য এমন একটা জিনিস এটা এক সময় না একসময় সামনে চলে আসেই। আমার ফেসবুকের প্রত্যেকটা ফলোয়ার কে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন অথবা আপনি আপলোড করবেন।

গোটা বাংলাদেশের মানুষের এই কথাগুলো শোনা উচিত। তবে মানুষ অনেক কিছু বুঝতে পারবে। সত্য গুলি আসলে কি কি।

আশা করছি সবাই ভিডিওটি প্রচার করবেন।

গোলাম মাওলা রনি ভাইকে ধন্যবাদ সত্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য।

গোলাম মাওলা রনি
Faruq Hossen Milon

21/06/2025
19/06/2025

আর কিভাবে বুঝাই!
তুমি যে আমার আ'ত্মার মধ্যে থাকা মহব্বত

“তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম”আত্ম-সংযম ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন ।আল্লাহ সুব’হানাহুওয়াতা’আলা আপ...
07/06/2025

“তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম”

আত্ম-সংযম ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন ।

আল্লাহ সুব’হানাহুওয়াতা’আলা আপনার এবং আমাদের নেক আমলগুলি কবুল করুন।
আপনাকে ও আপনার পরিবারের
সকলকে জানাই ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা ।

🌙'ঈদ মোবারক'🌙

শিশুর সামনে কখনো চিৎকার করবেন না, শিশুকে চিৎকার করে কখনো বকাবকি করবেন না ।যেখানে চিৎকার আছে সেখানে  ভয় থাকে, ভালোবাসা ন...
19/04/2025

শিশুর সামনে কখনো চিৎকার করবেন না,
শিশুকে চিৎকার করে কখনো বকাবকি করবেন না ।

যেখানে চিৎকার আছে সেখানে
ভয় থাকে, ভালোবাসা নয় ।

আপনার ব্যবহারে গড়ে উঠছে একজন ভবিষ্যৎ মানুষ । তাকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে গড়ে তুলুন।

Address

Bangladesh �
Rohanpur
6320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruq Hossen Milon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share