Sohan ahmed

Sohan ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohan ahmed, Digital creator, Sabhar.

08/01/2025
01/08/2024

রফিকুল ইসলাম মাদানীর পোস্ট
কী ভয়ংকর ব্যাপার। 👇

হারুন নামা এক হৃদয়বিদারক রাত(২)
আমাকে গাড়ী থেকে ধরে ধরে নামানো হল,চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরহিত মেয়ের কাছে দেখে আমার অন্তরাত্মা কাঁপার অবস্থা
হায় আল্লাহ না জানি আমার সাথে কি হতে যাচ্ছে আজ.?
আয়হায় চারদিকে অসংখ্য ক্যামেরা নিয়ে বসে আছে লোকজন, সামনে একটা নদীর মতো খাল, বসার জন্য সিড়ি করা সুন্দর যায়গা উপরে সুন্দর সুন্দর গাছ একবার ঢাকার হাতিরঝিল লেকে যাওয়া যে কেউ চিনতে পারবে জায়গাটা!
চারদিকে শুনশান নীরবতা আসার সময় একবার হাত দিয়ে চোখের কাপরটা সরিয়ে দেখেছিলাম রাস্তার প্রবেশপথে অনেক গুলো পুলিশের গাড়ি বুঝতে বাকি রইলো না ২ পাশে রাস্তা পুলিশ দিয়ে বন্ধ করা!
ভেবেছিলাম চিৎকার দিব তখনই মনে হলো রাস্তা তো বন্ধ আমার আওয়াজ কেউ শুনবে না হঠাৎ একটা ইনডিপেনডেন্ট চ্যানেলের গাড়ি রাস্তায় এসে গেল মনে একটু আসা জেগেছিল সাংবাদিকদের গাড়ি চলে এসেছে হয়তো আমাকে আর কিছু করতে পারবে না!
কিন্তু ওরা সবাই রাগে ফায়ার হু ম কি ধা মকি দিয়ে সরিয়ে দিল গাড়িটাকে!!

এবার মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে আমি হাত সরিয়ে নিব ঠিক তখনই জোর করে আমাকে আরেকজন মেয়েটার হাতে হাত তুলে দিচ্ছে ধমক দিচ্ছে গা লি দিচ্ছে জোরে একটা চাপ দিয়ে বসিয়ে ফেলছে আর চারদিকে ছবি তুলছে! 😢
আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিল উপর দিকে তাকিয়ে আল্লাহ কে বলছিলাম মালিক তুমি ত সব দেখছ 😭😭
তারপর আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিল আমি ফেলে দিলাম গা লি দিয়ে ধমক দিয়ে হাতে চাপ দিয়ে আবার সিগারেট ধরিয়ে দিল এসবকিছু হচ্ছে অনেকগুলো ক্যামেরা অন অবস্থায়!!
নিজেকে কতটা অসহায় মনে হয়েছিল বলতে পারব না শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া কেউ নাই আর আমার চেয়ে অসহায়ও কেউ নাই!

কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছিল গাড়িতে উঠানো হল,আমার অতিরিক্ত কান্না দেখে ওসি তদন্ত শাহ আলম বাড়ি নেত্রকোনা ও এসআই শোয়েব ওদের খুব কষ্ট হচ্ছিল ওরা বলল হুজুর আমাদের কোন দোষ নেই আমাদের জন্য বদদোয়া কইরেন না, ঘটনাটা ২০২১ সালের এপ্রিলে রমজানের মাঝামাঝি সময়ে!

তখন তেজগাঁও জুনের ডিসি হারুনুর রসিদ বর্তমান ডিবি প্রধান আমি তখন ওদেরকে বললাম আচ্ছা আপানারা
যে আমার সাথে এইরকম করলেন সেটা কি হারুন সাহেব জানে তখন উভয়ই বলল হুজুর এই নাটকের পরিচালক হারুন স্যার!
সেদিন তেজগাঁও থানায় তাহাজ্জুদ পরে সারারাত হাটুর উপর ভর করে গলা উচু করে ২হাত উপরে তুলে এত কান্না করেছি শুধু একটাই দোয়া করেছিলাম মালিক আপনি ছাড়া কেউ নাই আমাকে যারা লাঞ্চিত অপমানিত করেছে তাদের বিচার আপনি করবেন!

~শেষ কথা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

বিঃ দ্রঃ আমার এই বিষয়টা কারাগারে থাকা দেশের বড় বড় সমস্ত আলেমগনই জানেন আমি সবাইকে বলেছি এমনকি আমি চিৎকার করে আদালতে বিচারকের সামনেও বলেছি!

Address

Sabhar

Telephone

+8801906430054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohan ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohan ahmed:

Share