Siddharth Shafiq

Siddharth Shafiq চিকিৎসা করা পেশা, বই পড়া নেশা, সুফিজমে দুর্বার আকর্ষণ।

20/08/2025

10 Habits for Financial Success

20/08/2025

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে....

20/08/2025

ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা....

15/08/2025

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুৃর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী।
কোনো বাংলাদেশী দেশ প্রেমিক তাঁকে ঘৃণা করতে পারে না।
এবং কোন পাকিস্তানী দেশদ্রোহী তাঁকে কখনোই ভালোবাসতে পারে না।
তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

15/08/2025
15/08/2025

সাপ কামড়ালেই সবসময় বিপক্ষ পরাস্ত হয় না। কখনো কখনো নিজেই পরাস্ত হয়।

12/08/2025

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !
ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টি নীলপদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে কোন নারী !

- সুনীল গঙ্গোপাধ্যায়
[কেউ কথা রাখে নি]

12/08/2025

“নদী এবং প্রেম: উভয়ই নিরন্তর, উভয়ই সীমাহীন, উভয়ই আমাদের জীবন গঠন করে।”

10/08/2025

শুভলং, রাঙ্গামাটি

আগেই বলে রাখছি-“যতই বকা দাও, এই পোস্ট আমি ডিলিট করবো না”-এই প্রজন্মের বাচ্চারা নেটফ্লিক্স, ইউটিউব বা অন্যান্য অনলাইন প্ল...
09/08/2025

আগেই বলে রাখছি-“যতই বকা দাও, এই পোস্ট আমি ডিলিট করবো না”-
এই প্রজন্মের বাচ্চারা নেটফ্লিক্স, ইউটিউব বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম দেখে এমন সব সিম্বল বা অঙ্গভঙ্গি করে( সহজ ভাষায় টুপকি মারা), যা প্রাপ্তবয়স্কদের জন্য ইঙ্গিতপূর্ণ। তারা হয়তো এর অর্থ বোঝে, হয়তো বোঝে না—তবুও ব্যবহার করছে। প্রশ্ন হচ্ছে, এটা কি তাদের স্বাভাবিক বিকাশের অংশ, নাকি আমাদের প্যারেন্টিং-এ কোথাও ভুল আছে?

ইনস্টাগ্রাম বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় তারা ভুয়া নামে অ্যাকাউন্ট খুলছে—যার খবর অনেক বাবা-মারই জানা নেই, কিংবা জানলেও গুরুত্ব দিচ্ছেন না। অনেক অভিভাবক মনে করেন, “আমার সন্তান খুব ভালো, কিছুই বোঝে না।” কিন্তু অন্ধভাবে এতটা বিশ্বাস করা আসলে বোকামি।

আজকের অনলাইন দুনিয়ায় শিশুদের কৌতূহল, দ্রুত শেখার ক্ষমতা আর সহজ অ্যাক্সেস—তাদের এমন সব জগতে নিয়ে যাচ্ছে, যা তারা মানসিকভাবে বুঝতে বা সামলাতে পারে না। অথচ অনেক অভিভাবক এ বিষয়ে উদাসীন বা অনভিজ্ঞ।

আমি সত্যিই খুব আতঙ্কিত—কারণ এই অবহেলা ও অজ্ঞানতা একদিন বড় সমস্যায় রূপ নিতে পারে। এখনই যদি সচেতন না হই, তাহলে সন্তানদের সুরক্ষা, মানসিক স্বাস্থ্য ও নৈতিকতা—সবকিছুই ঝুঁকির মুখে পড়বে।

(ছবিটি আমার সেন্সর অতিক্রম করে দিতে বাধ্য হয়েছি , কারণ এটি আমারই পরিচিত জনের এক ভদ্রলোকের মেয়ে । বাবা মা এই সম্পর্কে জানেই না অথচ মেয়ে নেট দুনিয়ায় টুপকি মেরে বেড়াচ্ছে) ।আমি নিজেও তার অভিভাবককে বলতে লজ্জিত হয়তো আমার আপনারটাও এমন করে বেড়াচ্ছে । আমরা শুধুই লুকিয়ে যাচ্ছি, দেখেও না দেখার ভ্যান করছি । একে অন্যের সন্তানের বিষয়ে অভিভাবককে সচেতন করতে কুণ্ঠাবোধ করি ।এখনই সময় সাবধানতা অবলম্বন করার ।

Basu দাদার ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

Address

Katasur, Sher-E-Bangla Road
Sadaki Mohammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddharth Shafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share