04/07/2025
ভালো থাকতে চাইলে ইগনোর করতে শিখুন।
ছেড়ে যাওয়া 'প্রিয়' নামক মানুষটিকে, এমন কি তার দেওয়া ডিপ্রেশনকে ইগনোর করার কোনো বিকল্প হয় না। ভালো থাকতে হলে ইগনোর করাটাই জরুরি।
খারাপ সময়কে ইগনোর করুন, খারাপ মানুষজনকে ইগনোর করুন, ডিপ্রেশনকে ইগনোর করুন, যে আপনাকে এড়িয়ে চলছে তাকে ইগনোর করুন, যে অবহেলা করছে তাকে ইগনোর করুন, যে আপনার মেসেজ গুলো সিন করেও রিপ্লাই দিচ্ছে না আর যে আপনার একের পর এক একটি মেসেজ সিন করার প্রয়োজনই বোধ করছে না তাদের সবাইকেই ইগনোর করুন।
এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটির দৃষ্টি অন্য কারো দিকে আটকে যায় তাকে ইগনোর করুন। যে মানুষটি আপনার সবটা জেনেও ছেড়ে যেতে চায় তাকে ইগনোর করুন।
যে মানুষটি আপনার ভালোটাকে গ্রহণ করে মন্দটার জন্য সবার সামনে ছোট করে, সুযোগ পেলেই কথা শোনায়, বদলানোর জন্য সম্পর্ক ছেদের হুমকি দেয় তাকে ইগনোর করুন।
এক সাথে কয়েক বছর সংসার করার পরও যে মানুষটি কোনো দিন আপনাকে বুঝেনি তাকে ইগনোর করুন।
যে মানুষটি কখনো আপনার আত্মত্যাগ অনুভব করেনি তাকে ইগনোর করুন।
যে মানুষটি দিনের পর দিন মানসিক অশান্তিতে তিলে তিলে আপনাকে নিঃশেষ করছে তাকে ইগনোর করুন।
দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে।
এতোদিন যা কিছুর জন্য আপনি ভালো থাকতে পারছিলেন না, সে সব আজ যখন আপনার ভাবনাতেই নেই তখন বুঝতে পারবেন ইগনোর জিনিসটা জীবনে কত বড় ভূমিকা রাখে। জীবনের যাঁতাকল থেকে অনায়াসেই মুক্তি মিলবে আপনার। তাই ভালো থাকতে চাইলে ইগনোর করাটা ভীষণ ভাবে প্রয়োজন।
"ভালো থাকতে চাইলে ইগনোর করতে পারাটা ভীষণভাবে জরুরি"