Siddharth Shafiq

Siddharth Shafiq চিকিৎসা করা পেশা, বই পড়া নেশা, সুফিজমে দুর্বার আকর্ষণ।

06/07/2025

বর্ষার কদম, কদমের বর্ষা.....

ভালো থাকতে চাইলে ইগনোর করতে শিখুন।ছেড়ে যাওয়া 'প্রিয়' নামক মানুষটিকে, এমন কি তার দেওয়া ডিপ্রেশনকে ইগনোর করার কোনো বিকল্প ...
04/07/2025

ভালো থাকতে চাইলে ইগনোর করতে শিখুন।

ছেড়ে যাওয়া 'প্রিয়' নামক মানুষটিকে, এমন কি তার দেওয়া ডিপ্রেশনকে ইগনোর করার কোনো বিকল্প হয় না। ভালো থাকতে হলে ইগনোর করাটাই জরুরি।

খারাপ সময়কে ইগনোর করুন, খারাপ মানুষজনকে ইগনোর করুন, ডিপ্রেশনকে ইগনোর করুন, যে আপনাকে এড়িয়ে চলছে তাকে ইগনোর করুন, যে অবহেলা করছে তাকে ইগনোর করুন, যে আপনার মেসেজ গুলো সিন করেও রিপ্লাই দিচ্ছে না আর যে আপনার একের পর এক একটি মেসেজ সিন করার প্রয়োজনই বোধ করছে না তাদের সবাইকেই ইগনোর করুন।

এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটির দৃষ্টি অন্য কারো দিকে আটকে যায় তাকে ইগনোর করুন। যে মানুষটি আপনার সবটা জেনেও ছেড়ে যেতে চায় তাকে ইগনোর করুন।

যে মানুষটি আপনার ভালোটাকে গ্রহণ করে মন্দটার জন্য সবার সামনে ছোট করে, সুযোগ পেলেই কথা শোনায়, বদলানোর জন্য সম্পর্ক ছেদের হুমকি দেয় তাকে ইগনোর করুন।

এক সাথে কয়েক বছর সংসার করার পরও যে মানুষটি কোনো দিন আপনাকে বুঝেনি তাকে ইগনোর করুন।

যে মানুষটি কখনো আপনার আত্মত্যাগ অনুভব করেনি তাকে ইগনোর করুন।
যে মানুষটি দিনের পর দিন মানসিক অশান্তিতে তিলে তিলে আপনাকে নিঃশেষ করছে তাকে ইগনোর করুন।

দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে।
এতোদিন যা কিছুর জন্য আপনি ভালো থাকতে পারছিলেন না, সে সব আজ যখন আপনার ভাবনাতেই নেই তখন বুঝতে পারবেন ইগনোর জিনিসটা জীবনে কত বড় ভূমিকা রাখে। জীবনের যাঁতাকল থেকে অনায়াসেই মুক্তি মিলবে আপনার। তাই ভালো থাকতে চাইলে ইগনোর করাটা ভীষণ ভাবে প্রয়োজন।

"ভালো থাকতে চাইলে ইগনোর করতে পারাটা ভীষণভাবে জরুরি"

30/06/2025

বৃষ্টির নরম পরশে কদমের কোমলতা আরও মায়াবী হয়ে ওঠে।

30/06/2025

কদমের কোমলতা আর বৃষ্টির ছোঁয়া—সময়ের থেমে থাকা এক নিখুঁত মুহূর্ত।

06/06/2025
02/06/2025

বৃষ্টির প্রতিটি ফোঁটা অব্যক্ত ভাষার বাহন. 🍃

02/06/2025

ভিজে যাওয়া পাতার মতো কিছু অনুভূতি ফিরে আসে বৃষ্টির দিনে…🌸🌧️

02/06/2025

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ

02/06/2025

এতো বৃষ্টি ঝরে, তবু মনের কষ্টগুলো কেন ধুয়ে যায় না?

13/05/2025

মাঝে মাঝে নিজের জন্য বড্ড মায়া হয়!
নিজের মধ্যে আর আগের আমি কে খুঁজে পাই না।

Address

Katasur, Sher-E-Bangla Road
Sadaki Mohammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddharth Shafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share