আখিরা নিউজ

আখিরা নিউজ আখিরা নিউজ সদা সত্যর পথে চলবে

21/06/2025

দেশীয় বাদ্য যন্ত্রে দেশী গান,
দীপ শিখা সংগীত নিকেতন।

17/06/2025

পুর্ব শত্রুতার জেরে বসত বাড়ী পুড়ে দিয়েছে এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

17/06/2025

অক্ষত আল কোরআন, আলহামদুলিল্লাহ।
হিংগারপাড়া একটি বসতবাড়ীর সব কিছু পু*ড়ে ছাই,কিন্ত আল কোরআনের হরফগুলি অক্ষত দেখা গেছে। বেশী বেশী শেয়ার করে সবাই কে জানিয়ে দিন। #ধর্মগ্রন্হ #আলকোরআন

16/06/2025

শেষমেশ মাছের সাথে শ*ত্রু* #আখিরানিউজ তা।

11/06/2025

রোহানের বাড়ী শেরপুর,চাষ করেছে মিষ্টি #আখিরানিউজ আঙ্গুর

06/06/2025

আখিরা নিউজের মাধ্যমে দেশ বিদেশ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন যারা, আপনাদের সহযোগিতায় আখিরা নিউজের ফলোয়ার এখন ৫০ হাজার পেরিয়ে গেছে, আখিরার সাথে থাকুন ঈদ মোবারক। #ঈদুলআযহা #আখিরানিউজ

05/06/2025

ঈদ যাত্রায় মলম পাটির খপ্পরের শিকার ৬ জন, বুধবার এলেংগা থেকে ট্রাক যোগে আসছিলেন,জ্ঞান ফিরলে তাদের নিকট যা জানাগেল। #ঈদুলআজহা #অজ্ঞান পার্টি #সর্বস্ব লুট #া

03/06/2025

সাদুল্যাপুরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট,ক্রেতা ও দাম কম,টোল আদায় হচ্ছে বিধি মোতাবেক,শুধু ক্রেতার নিকট। #আমাদের

01/06/2025

পরকীয়ার টানে দাদন ব্যাবসায়ীর সাথে চলে গেছে স্ত্রী, লজ্জায় ক্ষোভে চাকুরীজিবী স্বামীর আ*ত্ন*হ*ত্যা।

31/05/2025

৬ নং ধাপেরহাট ইউনিয়নে ঈদ -ঊল আযহা উপলক্ষে, ৪ হাজার ৩শ ৮৯ জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল সুষ্ঠ ভাবে বিতরন করেন চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন। #আখিরানিউজ

আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-...
31/05/2025

আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

উল্লেখ্য যে, আসন্ন ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে বিভিন্ন অজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুরহাটে গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেতনানাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বশান্ত করে । এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০/০৫/২০২৫ ইং তারিখ রাত ০১:৩০ হতে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩ এর একাধিক বিশেষ অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ
১। মোঃ ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, ২। আব্দুল সাদেক সেখ (২৫), পিতা-আব্দুল জলিল শেখ, সাং-পূর্ব বাগদুলী, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী ৩। আঃ লতিফ (৫৬), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-আথাইল শিমুল, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, ৪। মোঃ খসরু আহমেদ (৪৬), পিতা-মৃত হাফেজ লোকমান হোসেন, সাং-বারপুর, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ, ৫। মোঃ জয়নাল আবেদীন (৪৫), পিতা-মৃত নান্নু, সাং-উত্তর ঘাগোয়া, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ৬। মোঃ মহিবুল (৪৫), পিতা-মৃত মোসলেম আলী, সাং-চরবিশ্বনাথ, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, ৭। মোঃ আঃ সালাম (৪০), পিতা-মৃত বাহাদুর শেখ, সাং-সমেতপুর, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, ৮। মোঃ চাঁন শরীফ ব্যাপারী (৬২), পিতা-মৃত উজির আলী, সাং-পুররা, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, ৯। মোঃ রিপন (৫৫), পিতা-নুরুল ইসলাম, সাং-কামারখোলা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ১০। মোঃ আজাহার উদ্দিন (৬২), পিতা-মৃত কলিম উদ্দিন, সাং-ঘাসির পাড়া, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর এবং ১১। রেজাউল ইসলাম (৫৫), পিতা-মৃত আহমদ আলী, সাং-হরিপুর নদীরকূল ফুলতলা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া। এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

এসময় আসামীদের নিকট হতে বিভিন্ন কোম্পানীর ৪৫ পাতা (৪৫০ পিস) চেতনানাশক ঔষধ, ছোট বড় বিভিন্ন সাইজের প্রায় ১০ কৌটা চেতনানাশক মিশ্রিত হালুয়া এবং ০১ টি পলিথিন ব্যাগে রক্ষিত চেতনানাশক মিশ্রিত হালুয়া উদ্ধার করা হয়।

গ্রেফাতরকৃত আসামীদের মধ্যে মোঃ ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এই অজ্ঞান পার্টির মূলহোতা। তার দিক নির্দেশনায় বাকি অন্যান্য আসামীরা বিভিন্ন গরুর হাটে কার্যক্রম চালিয়ে আসছে। অদ্য ৩০/০৫/২০২৫ ইং শুক্রবার দিনাজপুর জেলার আমবাড়ী গরুর হাটে তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল বলে গ্রেফতারকৃত আসামীরা জানায়।

ধাপেরহাটে পথ সভায় বক্তব্য দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।      আখিরা নিউজ
30/05/2025

ধাপেরহাটে পথ সভায় বক্তব্য দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
আখিরা নিউজ

Address

Dhaperhat
Sadullahpur

Alerts

Be the first to know and let us send you an email when আখিরা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share