আখিরা নিউজ

আখিরা নিউজ আখিরা নিউজ সদা সত্যর পথে চলবে

02/09/2025

ধাপেরহাটে বি,এন,পির বি*ক্ষো*ভ মিছিল ও প্রতিবাদ সভা।
--- গাইবান্ধা জেলা বি,এন,পির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে,ধাপেরহাট ইউনিয়ন বি,এন,পি ও অঙ্গ সহযোগী সংগঠন ২ সেপ্টেম্বর বিকালে এ প্রতিবাদ সভা করেছে।

বৈশাখ জ্যৈষ্ঠ আম পাকে,ভাদ্রে পাকে তাল।গত ক"দিনের রোদ আর ভ্যাপসা গরম জানান দিচ্ছে তালপাকা গরম।    #আখিরানিউজ
02/09/2025

বৈশাখ জ্যৈষ্ঠ আম পাকে,ভাদ্রে পাকে তাল।
গত ক"দিনের রোদ আর ভ্যাপসা গরম জানান দিচ্ছে তালপাকা গরম। #আখিরানিউজ

01/09/2025

ধাপেরহাটে একই স্হানে ২ জনকে বেঁ*ধে মটরবাইক ছি*ন*তা*ই ও চু*রি পথচারী আ*তং* কে
যা বললেন ভৃক্তভোগীরা। #আখিরানিউজ

31/08/2025

সাদুল্যাপুরে বি,এন,পির দু" গ্রুপের সং*ঘ*র্ষ ধাওয়া পাল্টা ধাওয়া - বেশ ক"জন আ*হ*ত।

30/08/2025

যুব নিশান ক্লাব। #আখিরানিউজ

ধাপেরহাটে জমে উঠেছে ওয়ার্ড ভিত্তিক জামাতের নির্বাচনী প্রচারনা।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, বাংলাদেশ জামায়া...
30/08/2025

ধাপেরহাটে জমে উঠেছে ওয়ার্ড ভিত্তিক জামাতের নির্বাচনী প্রচারনা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে,
বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন নির্বাচনী প্রচারণা জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন ওয়াড ভিত্তিক পৃথক পৃথক ভাবে প্রচারনায় মাঠে দল বেধে কাজ করে যাচ্ছেন দায়িত্বশীলদের সাথে অনন্য সদস্যরা।
,গ্রামের মানুষের দ্বারপ্রান্তে গিয়ে উঠান বৈঠক করে,নিজ দলের অবস্হান এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দিচ্ছেন।
এ সময় বিভিন্ন শ্রেনী পেশা অন্যন্য ধর্মাবলম্বী মানুষের
পাশে গিয়ে তাদের খোজ খবর নেয়া সহ সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করে যাচ্ছেন নেতৃবৃন্দ।

"বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তি, ভ্রাতৃত্ব ও সাম্যের রাজনীতি করে আসছে। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি উন্নত, সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যায় ব্যাক্ত করছেন বক্তারা।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে গ্রামের খেটে খাওয়া সাধারন জনতা দলীয় নেতাদের সাথে কুশল বিনিময় করে চলছেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কাজ নিয়ে মতবিনিময় করছেন।

নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন কোন কোন দিন নিজেই
গাইবান্ধা -৩ আসনের জামাতের প্রার্থী অধ্যাক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা, কোথাও আবার ইউনিয়নের দায়িত্বশীল নেতাবৃন্দ উপস্হিত হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সবে মিলে ভোটের মহা উৎসব শুরু হয়েছে ধাপেরহাটের আনাচে কানাচে, গ্রাম, ব্লক, এবং ওয়াডে ওয়াডে যা চোখে পড়ার মতো।

জামাতের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সকল ধর্ম ও সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সঙ্গে নিয়ে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধ ধাপেরহাট গড়ে তোলা সম্ভব হবে।

29/08/2025

আল- আরাফা ইসলামী ব্যাংক গাইবান্ধার প্রান্তিক চাষীদের মাঝে আড়াই কোটি টাকার বিনিয়োগ বিতরন। #আখিরানিউজ

28/08/2025

ধাপেরহাটে এন,সিপি নেতার আমের বাগান বিনষ্ট করেছে দু*র্বৃ*ত্ত*রা #আখিরানিউজ

প্রবাসী দু"ভাইয়ের দু' স্ত্রী,দু' বন্ধুর সাথে পরকীয়া করতে ক*ট।-ঘটনাটি ঘটেছে গত সোমবার গাইবান্ধার, সুন্দর গন্জ উপজেলার ৭ ন...
27/08/2025

প্রবাসী দু"ভাইয়ের দু' স্ত্রী,দু' বন্ধুর সাথে পরকীয়া করতে ক*ট।

-ঘটনাটি ঘটেছে গত সোমবার গাইবান্ধার, সুন্দর গন্জ উপজেলার ৭ নং রামজীবন ইউনিয়নের ২ নং ওয়াডের পশ্চিম রামজীবন ভাটিয়া পাড়া গ্রামে।
ঐ গ্রামের আপন দু" সহদর ভাই রহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম দির্ঘদিন থেকে সৌদি আরব প্রবাসী।
দু" ভাই বাড়ীতে দু' স্ত্রী রেখে চলে গেছে, সময়ের ব্যাবধানে দু' জাঁ মিলে প্রতিবেশী দু বন্ধুর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, দু ' বন্ধু গভীর রাতে এক সাথে এসে চুপিসারে দু' জায়ের শয়ন কক্ষে রাত কাটাতো।
বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে, ঘটনার রাতে এলাকাবাসী তাদের দু' বন্ধুকে দু"জায়ের শয়ন কক্ষ হতে আটক করে গন ধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে।
একই সাথে একইরাতে আপন দু' জা আর দু ' বন্ধুর আটক হওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন ফেলেছে।

হায় আপসোস এটা কি অবস্হা!!

একই গাছে ফুটেছে তিন ধরনের সন্ধ্যা মালতি ফুল।
27/08/2025

একই গাছে ফুটেছে তিন ধরনের সন্ধ্যা মালতি ফুল।

27/08/2025

জেল খানার বাস্তব অভিজ্ঞতা নিয়ে গাইলেন,
মেহেরভাই,ওরফে মেহের আলী বাউল,বাড়ী কবিলপুর সোনাতলা বিগত ২০২১ সালে ১০৫ দিন মিথ্যা মামলায় জেলে ছিলেন। #একজনমেহেরআলী #আখিরানিউজ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত-২ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তনের সময় পিকআপ ও অটোভ্যান সংঘর্...
26/08/2025

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত-২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তনের সময় পিকআপ ও অটোভ্যান সংঘর্ষে দুইজন নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি*হ*ত*রা হলেন - দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চম্পাতলী গ্রামের নবাব আলীর ছেলে মোঃ রকি (৩২) এবং একই গ্রামের মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)। আহত ভ্যান চালক আব্দুল বাকীর ছেলে রবিউল ইসলাম (৩৫) আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা কবলিত অটোভ্যানটি ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তনের সময় পান্তাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি পিকআপ এসে স্বজোরে অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা দুই যাত্রী ছিটকে মহাসড়কের উপর পড়লে তাৎক্ষণিক পিকআপের চাকার নিচে পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলে নিহত হন এবং অটোভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী জানান, আহত ভ্যান চালক রবিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Address

Dhaperhat
Sadullahpur

Alerts

Be the first to know and let us send you an email when আখিরা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share