24/10/2025
ঢুকাই অযোগ্য ক্যাপ্টেন😐
মিরাজের Intention কি জানেন??
অল-রাউন্ডার Rangking এ বাংলাদেশ থেকে নিজেকে ধরে রাখা।
যাতে সেই কোটায় দলে থাকতে পারে। এবং অন্য কেউ এখানে আসুক সে সেটা চায়না৷
যার কারনে প্রতি ম্যাচে ধরে খেলে ধরেন ২০-২৫ রানের একটা ইনিংস, বা ভাগ্যে থাকলে একটা হাফ সেঞ্চুরি। সাথে বোলিং এর সময় কোনো এক বোলার উইকেট পাইলেই পরের ওভারে চলে আসবে বোলিং এ। যাতে নতুন ব্যাটার চাপে থাকবে, সেই সুযোগে যদি তার উইকেট নেয়া যায়, বা ইকোনোমিকাল বোলিং করা যায়। তাহলেই ত্ব অল-রান্ডার Rangking এ উন্যতি হবে।
এখন সাইফ ভালো ব্যাটিং করছে, সেই সাথে যদি ভালো বোলিং করে তাহলে ত্ব সেই ও ভালো অলরাউন্ডার এ পরিনত হবে। তাহলে ত্ব তার বিপদ, সে নিজের জায়গা হারাবে৷ এই ভয় টা তার ভেতরে আছে। সে দলের চিন্তা করেনা, দল যা পারে করুক, নিজে নাম কামানোর ট্রাই করে।
এমন ক্যাপ্টেন দূরে থাক এমন প্লেয়ারই আর কেউ আছে নাকি আমার জানা নেই।
ম্যানেজমেন্ট কেনো এগুলো দেখেনা বা বুঝেনা বুঝিনা৷ নাকি বুঝেও কোনো Action নাইনা। কারন সে ত্ব আমাদের সাড় সালা উদ্দিন এর প্রিয়ো ছাত্র।
২ জনে মিলে দেশের ক্রিকেট খেয়ে দিচ্ছে।
Banglawash Cricket Rubel Hossain fans ゚viralシviralシfypシ゚viralシalシ