Jannatul Ferdous Suruchi

Jannatul Ferdous Suruchi I love myself more than anybody❤️. I love to Travel and Food. I’m also a Makeup Artist. Stay with me.
(1)

23/08/2025
২৬ বছর সংসার করা স্বামী তাকে এই ভাবে ICU তে রেখে চলে গেছে!হায়রে মেয়ে মানুষের কপাল 😁বেডার কি হবে,আরেকটা বিয়ে করবে।সেই ...
23/08/2025

২৬ বছর সংসার করা স্বামী তাকে এই ভাবে ICU তে রেখে চলে গেছে!
হায়রে মেয়ে মানুষের কপাল 😁
বেডার কি হবে,আরেকটা বিয়ে করবে।সেই বউ মা!রা গেলে আবার আরেকটা।মরার আগে পর্যন্ত চলতেই থাকবে ।
কিছুদিন আগে সবাই বলছিলো পুরুষ কিসে আটকায়-পুরুষ একমাত্র তার পৌরুস্বত্ব এ আটকায় ,অন্য কিছুতেই সে আটকাবে না । সুস্থ থেকে মানুষ চেনার থেকে অসুস্থ অবস্থায় মানুষকে সবচেয়ে ভালো চেনা যায়।
তবে কিছু পুরুষ আলাদাও হয়।তাদের আমি মানুষ বলি।পুরুষ হলেই সবাই মানুষ হয় না।

এমন লেজেন্ডারি এন্ডিং তো নেটফ্লিক্সও দিতে পারবে না! 😎🔥মানুষটা তো দেখি পাকিস্তান-ভারত ভাগেরও আগে জন্মাইছে! 😳বিশ্বযুদ্ধ দে...
22/08/2025

এমন লেজেন্ডারি এন্ডিং তো নেটফ্লিক্সও দিতে পারবে না! 😎🔥

মানুষটা তো দেখি পাকিস্তান-ভারত ভাগেরও আগে জন্মাইছে! 😳
বিশ্বযুদ্ধ দেখে ফেলছে 🌍…
তারপর ভারতের ভাগাভাগি লাইভ টেলিকাস্ট দেখছে ✂️
ভাষা আন্দোলন দেখছে, ’৭১ দেখছে, ’৭৫ এর ট্র্যাজেডি পার করছে 🇧🇩…
এরশাদের আমলেও বেঁচে গেছে 😅
করোনা সামলাইছে মাস্ক পরে 😷
হাসিনার ফেরা দেখছে ➡️
হাসিনার উড়ালও দেখলো ✈️

মানে ভাই, Netflix কিসের লাগে, এই মানুষটার জীবনই পুরো ওয়েব সিরিজ! 🎬🤣

কিন্তু আসল টুইস্ট জানেন?
১১৫ বছর বয়সে গাঁজা বিক্রি করতে গিয়ে ধরা! 🌿

এমন লেজেন্ডারি এন্ডিং তো নেটফ্লিক্সও দিতে পারবে না! 😎🔥

22/08/2025

এইসব মুড সুইং টুইং বলতে আমার জীবনে আসলে কিছু নাই।আমার হাতে যদি টাকা না থাকে আর আমার সখের বেটা যদি সোজা না থাকে ,তাহলে ভালো কথা খারাপ কথা সব আমার কাছে বিষের মতো লাগে।🫢

😌❤️
21/08/2025

😌❤️

ভ্লগিং এবং ব্র্যান্ড প্রমোশনে অল্প কয়েক দিনে বেশ সাড়া ফেলেছেন জান্নাতুল ফেরদৌস সুরুচি

Follow: News Of Future Star

বাংলাদেশের কোথাও ঘুরতে গেলে সহ্য করতে পারেন না। কই গেলাম কই গেলাম ঐ চিন্তা করেই মাথা খারাপ করেন। আল্লাহ বাচিয়ে রাখলে যখন...
21/08/2025

বাংলাদেশের কোথাও ঘুরতে গেলে সহ্য করতে পারেন না। কই গেলাম কই গেলাম ঐ চিন্তা করেই মাথা খারাপ করেন।
আল্লাহ বাচিয়ে রাখলে যখন বিদেশে ঘুরতে যাবো তখন তো স্ট্রোক করে মরে যাবেন।

প্রিয়তমা মিলি,একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেলো, সকালে প্যারেডে যাবার আগে তোমাকে চুমু খেয়ে বের না হলে আমার দিন ভালো যায় ন...
21/08/2025

প্রিয়তমা মিলি,
একটা চুম্বন তোমার পাওনা রয়ে গেলো,
সকালে প্যারেডে যাবার আগে
তোমাকে চুমু খেয়ে বের না হলে
আমার দিন ভালো যায় না।
আজ তোমাকে চুমু খাওয়া হয় নি।
আজকের দিনটা কেমন যাবে জানিনা,
এই চিঠি যখন তুমি পড়ছো, আমি তখন
তোমাদের কাছ থেকে অনেক দূরে।
ঠিক কতটা দূরে আমি জানিনা।

মিলি, তোমার কি আমাদের বাসর রাতের কথা মনে আছে?
কিছুই বুঝে উঠার আগে বিয়েটা হয়ে গেলো।
বাসর রাতে তুমি ফুঁপিয়ে ফুঁপিয়ে যখন কাঁদছিলে,
আমি তখন তোমার হাতে
একটা কাঠের বাক্স ধরিয়ে দিলাম।
তুমি বাক্সটা খুললে, সাথে সাথে বাক্স থেকে
ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হয়ে
সারা ঘরময় ছড়িয়ে গেলো।
মনে হচ্ছিলো আমাদের ঘরটা একটা আকাশ,
আর জোনাকিরা তারার ফুল ফুটিয়েছে!
কান্না থামিয়ে তুমি নির্বাক হয়ে আমাকে জিজ্ঞেস করলে,
"আপনি এত পাগল কেনো!?"

মিলি, আমি আসলেই পাগল,
নইলে তোমাদের এভাবে রেখে যেতে পারতাম না।
মিলি, আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন
প্রিয় কন্যা মাহিনের জন্মের দিনটা।
তুমি যন্ত্রনায় কাতরাচ্ছিলে। বাইরে আকাশ ভাঙা বৃষ্টি,
আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কষ্টে পুড়ে যাচ্ছি। অনেকক্ষন পরে প্রিয় কন্যার আরাধ্য কান্নার শব্দ। আমার হাতের মুঠোয় প্রিয় কন্যার হাত!
এরপর আমাদের সংসারে এলো
আরেকটি ছোট্ট পরী তুহিন।
মিলি, তুমি কি জানো, আমি যখন আমার প্রিয়
কলিজার টুকরো দুই কন্যাকে এক সাথে
দোলনায় দোল খেতে দেখি,
আমার সমস্ত কষ্ট -সমস্ত যন্ত্রণা উবে যায়।
তুমি কি কখনো খেয়াল করেছো,
আমার কন্যাদের শরীরে আমার শরীরের
সূক্ষ্ম একটা ঘ্রাণ পাওয়া যায়?

মিলি, আমাকে ক্ষমা করে দিয়ো।
আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে,
"বাবা কেন আমাদের ফেলে চলে গেছে?"
তুমি তাদের বলবে, "তোমাদের বাবা
তোমাদের অন্য এক মা'র টানে চলে গেছে,
যে মা'কে তোমরা কখনো দেখো নি।
সে মার নাম "বাংলাদেশ"।

মিলি, আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারি নি।
আমি দেশের জন্য আজকে ছুটে না গেলে
আমার মানব জন্মের জন্য সত্যিই কলঙ্ক হবে।
আমি তোমাদের যেমন ভালোবাসি,
তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটিকে।
যে দেশের প্রতিটা ধুলিকনা আমার চেনা।
আমি জানি, সে দেশের নদীর স্রোত কেমন।
একটি পুটি মাছের হৃদপিন্ড কতটা লাল।
ধানক্ষেতে বাতাস কিভাবে দোল খেয়ে যায়!

এই দেশটাকে হানাদাররা গিলে খাবে,
এটা আমি কি করে মেনে নিই?
আমার মায়ের আচল শত্রুরা ছিড়ে নেবে,
এটা আমি সহ্য করি কিভাবে মিলি?
আমি আবার ফিরবো মিলি।
আমাদের স্বাধীনতার পতাকা বুক পকেটে নিয়ে ফিরবো।

আমি, তুমি, মাহিন ও তুহিন,
বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই।
তোমাদের ছেড়ে যেতে বুকের বামপাশে
প্রচন্ড ব্যথা হচ্ছে।
আমার মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা
উজ্জ্বল আছে। বেশি কষ্ট হলে খুলে দেখবো বারবার।

ভালো থেকো মিলি। ফের দেখা হবে।
আমার দুই নয়ণের মণিকে অনেক অনেক আদর।
ইতি,
মতিউর।
(স্ত্রীকে লেখা মতিউর রহমানের চিঠি)

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ২০ই আগস্ট,১৯৭১ বিমান বাহিনীর একটি বিমান নিয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে! পরে চারটি জঙ্গি বিমান তাঁর বিমানটিকে ধাওয়া করলে সেটি মাঝ আকাশে বিধ্বস্ত হয!

আজ বীরশ্রেষ্ঠ শহিদ মতিউর রহমানের শাহাদতবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও স্যালুট ৷

আরিখান খান, শাহরুখ খানের ছেলে। এতোদিন শুনেছি আরিয়ানের অভিনয়ে আসার ব্যাপারে ইন্টারেস্ট নেই। হুট করে পরশু একটা সিনেমার ট্র...
21/08/2025

আরিখান খান, শাহরুখ খানের ছেলে। এতোদিন শুনেছি আরিয়ানের অভিনয়ে আসার ব্যাপারে ইন্টারেস্ট নেই। হুট করে পরশু একটা সিনেমার ট্রেলার দেখলাম। ট্রেলারে আরিয়ানকে দেখলাম। বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা দেখে মনে হলো ঠিক যেন শাহরুখের যুবকবেলা!

যাক সে কথা, একটু আগেই আরিয়ানের একটা মঞ্চে কথা বলার ক্লিপ দেখলাম। ওই মঞ্চে শাহরুখও ছিলো। তো, আরিয়ান এসে বলছিলো এটা ওর প্রথমবার মঞ্চে এসে সবার সামনে স্পিচ দেয়া। ভুল যেন না হয় সেজন্য অনেক প্র্যাক্টিস করে এসেছে। আরো সর্তকতায় মঞ্চের বিপরীত দিকের পর্দায় স্পিচটা সেট করে রেখেছে। আর যদি লোডশেডিং হয় সেজন্য পকেটে করে লিখেও নিয়ে এসেছে, সাথে এনেছে টর্চ!

তারপরেও যদি ভুল হয়ে যায় তাহলে বলেছে "পাপা হ্যায় না!"
বলার পরেই শাহরুখ ঘুরে দাঁড়িয়েছে। তখন দেখা যায় শাহরুখের পিঠে কোটের সাথে একটা কাগজ সেঁটে রাখা, যেখানে আরিয়ানের স্পিচ লেখা!

ব্যাপারটা একদমই মজার ছলে করা, শো জমানোর কৌশলই বোধহয়। কিন্তু, আমার কান আটকে গেলো একটা কথাতেই "পাপা হ্যায় না!"
শাহরুখের ছেলে স্টার না হলেও স্টার। সারা বিশ্ব থেকে নানান মানুষ এই স্পিচ শুনবে। বলা যায় সারা পৃথিবীই শুনবে। এইযে একটা সন্তানের সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলা, কোথাও আটকে গেলে বাবা তো আছেই! এটা শুনে আমরা যারা এই কথা বলতে পারিনা, আমাদের গ! লায় বোধহয় দলা পাঁকাবেই...

লেখাঃ Taslima Bably

21/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Rejba Kaabir Tushar

হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল। কি...
20/08/2025

হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল। কিন্তু ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ূন ফরীদি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা।

পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ূন ফরীদি তাঁর প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তাঁর।
২০০৮ সালে ফরীদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চৌদ্দ বছরের ছোটো বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরীদিকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিনু।

বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম। বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা করার সময় সে ছিল মাতাল। এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে। পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য। যে বাবাকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়ায়-গণ্ডায়। একটুও কৃপণতা করেনি।

হুমায়ূন আহমেদের একটি খুব জনপ্রিয় ছোটোগল্পের নাম 'পিঁপড়া'। এই গল্পে দেখা যায়-মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তাড়া করে। এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই, যা সে করে না। রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষত্ব। খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে, যেন পিঁপড়া না ওঠে। কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত। তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে। তার লাশে ওঠা পিঁপড়াই প্রথম পিছু নেয়।

মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন। আধুনিক সমাজ যেটাকে 'Revenge of nature' বলে থাকে। এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়।

আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশন করে। কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি।

* আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালাকারী"

20/08/2025

সবাই নিজেকে বড় মনে করে তবে বয়সের দিক দিয়ে খুকি সেজে থাকে 🤣

Address

Sahar Khilgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Ferdous Suruchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatul Ferdous Suruchi:

Share