13/10/2025
*এসো জাহান্নামের বর্ণনা শুনি । (পর্ব–১)*
*জাহান্নামের গভীরতাঃ*
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: আমরা একদা রাসূল (সা.) এর সাথে ছিলাম। *এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল।* রাসূল (সা.) বললেন, *তোমরা কি জান এটা কিসের শব্দ?* আমরা বললাম, আল্লাহ্ ও তাঁর রাসূলই এ ব্যাপারে ভাল জানেন। তিনি বললেন, *এটি একটি পাথর, যা আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যেতে ছিল এবং এত দিনে সেখানে গিয়ে পৌঁছেছে।* (সহীহ মুসলিম)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি রাসূল (সা.) কে বলতে শুনেছেন, তিনি বলেন, *বান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে, যার ফলে সে জাহান্নামে আকাশ ও যমিনের দূরত্বের চেয়েও গভীরে চলে যায়।* (সহীহ মুসলিম-কিতাবুয যুহদ)
*জাহান্নাম একটি কিন্তু তার দরজা সাতটিঃ*
*দলীল*
আল্লাহ বলেন:
وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ – لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِّكُلِّ بَاب مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ
*তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে।* (সূরা হিজর ৪৩ ও ৪৪ নং আয়াত)
মুফাসসিরগণ বলেন: *উপর নিচ করে সাতটি স্তরে জাহান্নামের দরজাগুলো অবস্থিত। ইবলিস শয়তানের অনুসারীরা তাদের আমল অনুযায়ী উক্ত দরজাগুলো দিয়ে জাহান্নামে প্রবেশ করবে।*
نعوذ بالله من ذلك
*আমরা আল্লাহ নিকট উহা হতে আশ্রয় চাই।*
اللهم اجرنا من النار
*আল্লাহুম্মা আজিরনা মিনান নার।*
হে রব !! আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করিও। (আমিন)