
22/07/2025
আমি ভীত......আমি আতঙ্কিত.....সত্যি বলতে এই মুহূর্তে আমার চাকরি গাড়ি বাড়ি সেভিংস এসব সব কিছুই অর্থহীন মনে হচ্ছে। আমার শুধু এখন মনে হচ্ছে জীবনের বাকি কটা দিন আমি আমার সন্তানকে জড়িয়ে ধরে রাখি। বিশ্বাস করেন আমার খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে.....এমন কোথায় যেখানে আমার সন্তানকে নিরাপদে রাখতে পারি...আমি সত্যি নিতে পারছিনা। সম্ভবত আমি নিজেকে যতটা সাহসী ভাবতাম আমি অতটা সাহসী নয়। এই মুহুর্তে আমি ভ য়া নক রকমের ভীত বাবা।