31/01/2024
প্রকাশিত বর্ষ: ০৫ || সংখ্যা: ০২ || ১৮ মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ || ০১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ || বৃহস্পতিবার
পাতা ঝরে গেছে। কংকাল শরীরে দাঁড়িয়ে আছে নিঃস্ব বৃক্ষরাজি। প্রকৃতি খা খা শূন্যতা। ফাগুনের অপেক্ষায় দিনগুলো উদ্ভিদ লতাপাতা। তবুও হলদে জমিনে সরিষা ফুলের উন্মাদনা বাড়ে। ভোমরার গুঞ্জন আছে। মৌমাছিদের ব্যস্ততা রয়ে যায়। আহা- এই আমার চিরায়ত বাংলার শীতকালের বিদায় লগ্ন! দূর্বাঘাসের ওপর শিশির বিন্দু হীরার মত হাসে। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। শীতের সকালে মিঠে প্রকৃতি নানা রঙে সাজে। সোঁদা মাটির গন্ধ শেকড়ের গল্পই বলে। শৈশবের ছবি এঁকে যায় গোপনে। তখন অলস সময় কাটে ঘরে। ঘরে ঘরে বসে গালগপ্পের আসর। পল্লী বালার সুনিপুণ হাতে চলে পিঠাপুলির আয়োজন। মায়া আর ভালোবাসায় রচিত হয় অব্যক্ত পঙক্তিমালা।
সম্মানিত কবি ও লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে পাক্ষিক আমাদের গল্পকথা দিন দিন সমৃদ্ধ হচ্ছে। দেশ বিদেশ থেকে প্রচুর লেখা আসছে। লেখা নির্বাচনে সম্পাদকীয় মণ্ডলীকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। মধুর এই আনন্দকে আমরা সবসময় উপভোগ করতে চাই। পাক্ষিক আমাদের গল্পকথা'য় যাঁরা নিয়মিত লিখে যাচ্ছেন, তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
এই সংখ্যায় যাঁদের লেখা প্রকাশিত হয়েছে- সবাইকে অভিনন্দন ও অনিঃশেষ ফুলেল শুভেচ্ছা। যাঁদের লেখা প্রকাশিত হয়নি, তাঁদের জন্যও শুভকামনা। আপনাদের প্রেরিত লেখা আমাদের সংরক্ষণে জমা আছে। পরবর্তী সংখ্যাগুলোতে পর্যায়ক্রমে নির্বাচিত লেখাগুলো প্রকাশিত হবে। আমাদের গল্পকথা পরিবারের সাথে থাকুন, নিয়মিত লিখুন।
ইপেপারের ভালো ইমেজ পেতে গুগলে 'আমাদের গল্পকথা' লিখে সার্চ করুন অথবা নিচের লিংকে ক্লিক করে ইপেপার ডাউনলোড করে নিতে পারেন।
েপার_লিংকঃ https://amadergolpokothamagazine.blogspot.com/2024/02/blog-post.html
েইলঃ [email protected]