14/09/2025
মহাদেবপুর উপজেলার গাছ প্রেমী হিসেবে পরিচিত মোঃ শামসুদ্দিন মন্ডল, যিনি স্থানীয়দের কাছে “গেছো মামা” নামে সুপরিচিত, নিজ উদ্যোগে পরিবেশ রক্ষায় এক মহৎ পদক্ষেপ নিয়েছেন। তিনি রাস্তার পাশে, নদীর পাড়ে ও পতিত জমিতে প্রায় এক লক্ষ তালগাছের বীজ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতোমধ্যেই তিনি তাল থেকে বীজ আলাদা করার কাজ শুরু করেছেন। তার বিশ্বাস, তালগাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং বজ্রপাত প্রতিরোধে ও গ্রামীণ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ শামসুদ্দিন মন্ডল বলেন,
“আমি চাই, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে। তালগাছ দীর্ঘস্থায়ী, মজবুত এবং উপকারী। তাই নিজ উদ্যোগেই এই কাজ হাতে নিয়েছি।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গেছো মামার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। পরিবেশবিদদের মতে, একসঙ্গে এত বিপুল সংখ্যক তালগাছ রোপণের উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগ হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।
সবুজের এই যুদ্ধে গেছো মামার একক প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। # #
#গ্রামীণজালাল #গেছোমামা #সবুজবাংলা #তালগাছ #প্রকৃতিপ্রেম