সংবাদ জগৎ - News World

সংবাদ জগৎ - News World “জানতে চাই, জানাতে চাই”

আজকের স্মার্ট যুগে অ্যান্ড্রয়েড ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে শিক্ষার প্ল্যাটফর্ম, ব্...
07/04/2025

আজকের স্মার্ট যুগে অ্যান্ড্রয়েড ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে শিক্ষার প্ল্যাটফর্ম, ব্যাংকিং, বিনোদন এবং নিরাপত্তা—সবকিছু এক হাতে এনে দিয়েছে। একজন সাধারণ ব্যবহারকারীর জন্য ন্যূনতম যেসব অ্যাপস থাকা দরকার, তা হলো:

1. মেসেজিং ও যোগাযোগ:

WhatsApp / Messenger

Google Meet / Zoom (প্রয়োজনে ভিডিও কল ও মিটিংয়ের জন্য)

2. ব্যাংকিং ও লেনদেন:

Nagad / bKash / Rocket

আপনার ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ

3. নিউজ ও তথ্য জানার জন্য:

Google News / Bdnews24 / Jago News

Facebook (বিশ্ব ও দেশীয় ঘটনার হালনাগাদ পেতে)

4. ইমেইল ও অফিসিয়াল কাজ:

Gmail

Google Drive / Docs / Microsoft Office

5. নিরাপত্তা ও ক্লিনিং:

Google Find My Device

Files by Google (ফোন ক্লিন রাখতে)

6. পড়াশোনা ও শেখার জন্য:

YouTube

Khan Academy / Wikipedia / Google Translate

7. অফলাইন ও অনলাইন ম্যাপিং:

Google Maps

Pathao / Uber (যাতায়াতের জন্য)

8. ছবি ও ভিডিও এডিটিং (সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য):

Canva

CapCut / InShot

এই অ্যাপগুলো না থাকলে আপনি হয়তো অনেক দরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন!
আপনার ফোনে কোন কোন অ্যাপস রয়েছে? আপনার মতে আর কী কী থাকা উচিত? কমেন্টে জানান!

#সংবাদ_জগৎ
#অ্যান্ড্রয়েড
#অ্যাপস
#তথ্যপ্রযুক্তি

আলহামদুলিল্লাহ! এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবার ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ ...
30/03/2025

আলহামদুলিল্লাহ! এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবার ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে সাম্যের বন্ধন।

সংবাদ জগৎ পরিবার সবাইকে জানায় পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ আনন্দময় দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সকলের রোজা, ইবাদত-বন্দেগি কবুল করেন এবং জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন।

আসুন, এই ঈদে বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, সুখ-দুঃখ ভাগাভাগি করি এবং মানবতার জয়গান গাই।

ঈদ মোবারক!

সংবাদ জগৎ

তরমুজের বাজারে নৈরাজ্য বন্ধ হোক!এই গরমে স্বস্তির ফল তরমুজ। কিন্তু বাজারে যা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না! 😡🔴 কেজি দরে তরম...
21/03/2025

তরমুজের বাজারে নৈরাজ্য বন্ধ হোক!

এই গরমে স্বস্তির ফল তরমুজ। কিন্তু বাজারে যা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না! 😡

🔴 কেজি দরে তরমুজ বিক্রি—কেন এই অন্যায়?
কৃষকরা পিস হিসেবে বিক্রি করেন, অথচ ব্যবসায়ীরা কেজি ধরে বিক্রি করে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে! ১০ কেজির তরমুজের দাম যেখানে ৩০০-৪০০ টাকা হওয়ার কথা, সেখানে কেজি দরে সেটি ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে!

🔴 অপরিপক্ব তরমুজে বাজার সয়লাব
কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা ও ফিকে তরমুজ আমাদের কাছে গছিয়ে দিচ্ছে! এতে করে আমরা প্রতারিত হচ্ছি, আর তরমুজ খাওয়ার স্বাদও পাচ্ছি না! 😠

🔴 ভোক্তা অধিকার সংস্থা ও প্রশাসন কি ঘুমিয়ে আছে?
বাজার নিয়ন্ত্রণের কেউ নেই! নাকি কিছু লোভী ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য প্রশাসন চুপ করে আছে? 🤔

❌ এই অবস্থা চলতে দেওয়া যায় না!
✅ আমরা চাই ন্যায্য দাম ও স্বচ্ছ বাজার ব্যবস্থা!
✅ আমরা চাই পিস হিসেবে বিক্রির নিয়ম নিশ্চিত করা হোক!
✅ আমরা চাই অপরিপক্ব তরমুজ বাজারজাতকরণ বন্ধ হোক!

📢 আওয়াজ তুলুন! প্রতিবাদ করুন! অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান!
#তরমুজ_বাজারে_নৈরাজ্য_বন্ধ_করুন #ভোক্তার_অধিকার #ন্যায্য_দাম_চাই

Address

Sahar Khilgaon

Telephone

+8801734444393

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ জগৎ - News World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংবাদ জগৎ - News World:

Share