পাগলের প্রলাপ

পাগলের প্রলাপ পাগল এর পাগলামির দুনিয়ায় সবাইকে স্বাগতম। সব সুস্থ মানুষ এর ভিতরে ই একজন পাগল লুকাইয়িত থাকে।।।।

03/12/2024

জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এর।রাজনৈতিক দল,ছাত্র নেতা,সকল ধর্মীয় নেতাদের সাথে যমুনায় বৈঠক চলছে। ভারতের বিপক্ষে দল,মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক।।।

03/12/2024

পলাতক প্রাক্তন পর পর তিন বার বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনা আপা নিউইয়র্ক এ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেছেন।।। ধীরে ধীরে ওনার ভার্চুয়াল উপস্থিতি বাড়বে বলে ই মনে হচ্ছে। দেশ কে নানা ভাবে অস্থির করে সর্বশেষ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা তো স্বার্থকই।আর ৭০ এর বেশি বয়সের কিছু অপদার্থ উপদেষ্টা দিয়ে চলছে সরকার।প্রতিটি ক্ষেত্রেই তারা সাফল্যতার সহিত অসফলতার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে ই যাচ্ছে।।। বুড়া মানুষ রে নিয়ে এই এক জ্বালা সিদ্ধান্ত নেয়ার আগে এত ভাবে যে অতো দিনে ওই সমস্যা এমনে ই সমাধান হয়ে যায়। প্রধান উপদেষ্টা ইউনুস স্যার আর রক্ত চাই না।পারলে দেশ ঠিক ভাবে চালান নাহয় নির্বাচন দিয়ে সন্মান এর সহিত আপনার মেয়াদ উত্তীর্ণ উপদেষ্টাদের নিয়ে নিজের অবস্থানে ফিরে যান। মাহফুজ ,আসিফ,নাহিদ উপদেষ্টা পরিষদের সদস্য নাহলে আপনাদের যে কি হইতো।।।।

03/12/2024

কেউ যদি আমার সাথে তর্ক করে আগে আমিও তার সাথে উল্টা তর্ক করতাম ।কিন্তু এতদিন পরে বুঝতে পারলাম কেউ যদি আমার সাথে তর্ক করে এবং এটাও যদি বলে হাতি উড়তেছে ,আমি বলব হ্যাঁ একটু আগেই তো উইড়া আমার জানালা এসে বসলো।।।। সে তর্কে জিতা খুশি ,আমি তাকে জিতায় খুশি।।।

01/12/2024

আমরা আসলে ততটাই মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী যতটা না আমার পর্যন্ত আসবে।।

জিটিভির নিউজ রুম এডিটর সারার মৃত দেহ হাতিরঝিল থেকে উদ্ধার।ধারণা করা হচ্চে আত্মহত্যার ঘটনা ঘটেছিল।।।
28/08/2024

জিটিভির নিউজ রুম এডিটর সারার মৃত দেহ হাতিরঝিল থেকে উদ্ধার।ধারণা করা হচ্চে আত্মহত্যার ঘটনা ঘটেছিল।।।

28/08/2024

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এই গরমে গাদাগাদি করে বের করে ট্রাকের সামনের সিটে বসে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্চেন!

মানুষের টাকার প্রতি দায়বদ্ধতা...এটাই আল্লাহকে জবাবদিহিতার ভয় একেই বলে।
আস সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমাদুল্লাহ ও রকমারী ডট কমের সোহাগ ভাই।🥰🥰

আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা প্রিয় ভাই।

Address

Dhaka

Opening Hours

Monday 14:00 - 22:00
Tuesday 14:00 - 22:00
Wednesday 14:00 - 22:00
Thursday 14:00 - 22:00
Friday 14:00 - 22:00
Saturday 14:00 - 22:00
Sunday 14:00 - 22:00

Telephone

+8801884716575

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাগলের প্রলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share