19/08/2025
আজকে জানবো এশিয়া মহাদেশ সম্পর্কে,
এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ। এর আয়তন ৪৪,৬১৪,০০০ বর্গ কিলোমিটার। এই মহাদেশ মোট দেশ রয়েছে ৪৯ টি, এর মধ্যে
√সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, যার ৩০% শতাংশ রয়েছে ইউরোপ মহাদেশে।
√এশিয়াতে রাশিয়ার ভূমির পরিমাণ ১৩,০৮৩,১০০ বর্গ কিলোমিটার।
√এশিয়ার সবথেকে ছোট দেশ মালদ্বীপ যার আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার।
✓এশিয়া মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, উচ্চতা ২৯,০৩৫ ফুট।
✓দীর্ঘতম নদী হচ্ছে চীনের ইয়াং চি নদী, এর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার।
✓এর সবচেয়ে বড় লেক কাসপিয়ান সাগর, যার আয়তন ৩৭১,০০০ বর্গ কিলোমিটার।
✓এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে BORNEO দ্বীপ, আয়তন ৭৪৮,১৬৮ বর্গ কিলোমিটার। এই দ্বীপে মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার ভূমি রয়েছে।
Please Like, Comment & Share