Bigboss Harun

Bigboss Harun Historical page

Please Like
Comments &
Follow my page

Harun Ur Rashid
(1)

আজ বীরশ্রেষ্ঠ কর্নেল মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের জন্য যে সাহসিকতা ও আত্মত্যাগ...
20/08/2025

আজ বীরশ্রেষ্ঠ কর্নেল মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের জন্য যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছিলেন, তা আমাদের জন্য চিরস্মরণীয়। তার ত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা সহজে আসে না; তা রক্ষা করতে হবে দৃঢ় সংকল্প ও সাহস দিয়ে। মহান মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

সৈয়দপুরবাসীর ঘুম ভাঙল তবে
19/08/2025

সৈয়দপুরবাসীর ঘুম ভাঙল তবে

আজকে জানবো এশিয়া মহাদেশ সম্পর্কে,এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ। এর আয়তন ৪৪,৬১৪,০০০ বর্গ কিলোমিটার। এই মহাদেশ ...
19/08/2025

আজকে জানবো এশিয়া মহাদেশ সম্পর্কে,

এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ। এর আয়তন ৪৪,৬১৪,০০০ বর্গ কিলোমিটার। এই মহাদেশ মোট দেশ রয়েছে ৪৯ টি, এর মধ্যে
√সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, যার ৩০% শতাংশ রয়েছে ইউরোপ মহাদেশে।
√এশিয়াতে রাশিয়ার ভূমির পরিমাণ ১৩,০৮৩,১০০ বর্গ কিলোমিটার।
√এশিয়ার সবথেকে ছোট দেশ মালদ্বীপ যার আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার।
✓এশিয়া মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, উচ্চতা ২৯,০৩৫ ফুট।
✓দীর্ঘতম নদী হচ্ছে চীনের ইয়াং চি নদী, এর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার।
✓এর সবচেয়ে বড় লেক কাসপিয়ান সাগর, যার আয়তন ৩৭১,০০০ বর্গ কিলোমিটার।
✓এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে BORNEO দ্বীপ, আয়তন ৭৪৮,১৬৮ বর্গ কিলোমিটার। এই দ্বীপে মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার ভূমি রয়েছে।

Please Like, Comment & Share

অখন্ড "বাংলা"র প্রস্তাবে রাজি ছিলেন যারাNahianX
14/08/2025

অখন্ড "বাংলা"র প্রস্তাবে রাজি ছিলেন যারা

NahianX

বাংলাদেশ ও নেপালের আয়তন বেশ এক‌ই কিন্তু অনেক পার্থক্য আছে এই দুটি দেশের মধ্যেবাংলাদেশের রাজধানী ঢাকা 🇧🇩নেপালের রাজধানী ...
12/08/2025

বাংলাদেশ ও নেপালের আয়তন বেশ এক‌ই কিন্তু অনেক পার্থক্য আছে এই দুটি দেশের মধ্যে
বাংলাদেশের রাজধানী ঢাকা 🇧🇩
নেপালের রাজধানী কাঠমান্ডু 🇳🇵
বাংলাদেশের আয়তন:- ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.🇧🇩
নেপালের আয়তন:- ১,৪৭,৫১৭ বর্গ কি.মি.🇳🇵
বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি🇧🇩
নেপালের জনসংখ্যা মাত্র ৩ কোটি🇳🇵
বাংলাদেশের অর্থনীতি ৪৬০ বিলিয়ন ডলার 🇧🇩
নেপালের অর্থনীতি ৪৪ বিলিয়ন ডলার 🇳🇵
বাংলাদেশের মাথাপিছু আয় ২৭০০ ডলার 🇧🇩
নেপালের মাথাপিছু আয় ১৩০০ ডলার🇳🇵

ধন্যবাদ সবাইকে
please Like Comment and
page Follow plz 🙏 🙏

ভারতের পরিবর্তে "বাংলাদেশের ভ্রমণ কে বেছে নিয়েছে" পাকিস্তানি পর্যটকরা
11/08/2025

ভারতের পরিবর্তে "বাংলাদেশের ভ্রমণ কে বেছে নিয়েছে" পাকিস্তানি পর্যটকরা

11/08/2025

BRICS এর প্রতিষ্ঠা সদস্যগুলি
১. রাশিয়া
২. চীন
৩. ভারত
৪. ব্রাজিল
এবং পরে যুক্ত হয়
৫. দক্ষিণ আফ্রিকা

তোরা কেউ লোভ লাগাস না রে
11/08/2025

তোরা কেউ লোভ লাগাস না রে

২৪০০ বছর আগে, কেমন ছিলো 🇧🇩 বাংলাদেশ ??গঙ্গারিদ্ধি (গঙ্গারিডি) সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু তথ্য :1. খ্রিস্টপূর্ব ৩০০ — ...
11/08/2025

২৪০০ বছর আগে, কেমন ছিলো 🇧🇩 বাংলাদেশ ??

গঙ্গারিদ্ধি (গঙ্গারিডি) সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু তথ্য :

1. খ্রিস্টপূর্ব ৩০০ — গঙ্গারিডি সাম্রাজ্যের উত্থান, রাজধানী ছিল গাঙ্গে নগর।

2. খ্রিস্টপূর্ব ৩২৬ — আলেকজান্ডার গঙ্গারিডির শক্তির কথা শুনে পূর্বে অগ্রসর হননি।

3. খ্রিস্টপূর্ব ৩২৫ — গ্রিক লেখক মেগাস্থিনিস গঙ্গারিডির বর্ণনা দেন তাঁর ইন্ডিকা গ্রন্থে।

4. খ্রিস্টপূর্ব ৩২৩ — আলেকজান্ডারের মৃত্যু, গঙ্গারিডি অক্ষত থাকে।

5. খ্রিস্টপূর্ব ৩০০–২০০ — গঙ্গারিডি ও প্রাসিয়াই রাজ্য একত্রে গঙ্গা মোহনার অঞ্চল শাসন করে।

6. খ্রিস্টপূর্ব ২০০ — টলেমি তাঁর মানচিত্রে গঙ্গারিডির অবস্থান চিহ্নিত করেন।

7. খ্রিস্টপূর্ব ১০০ — রোমান লেখক প্লিনি গঙ্গারিডির বর্ণনা দেন।

8. খ্রিস্টীয় ১ম শতক — দিওদোরাস সিকিউলাস গঙ্গারিডির সামরিক শক্তির কথা উল্লেখ করেন।

9. খ্রিস্টীয় ২য় শতক — টলেমি গঙ্গার মুখে গঙ্গারিডির বিস্তৃতি ব্যাখ্যা করেন।

10. খ্রিস্টীয় ৩য় শতক — গঙ্গারিডির প্রভাব কমে আসে, মৌর্য সাম্রাজ্যের প্রভাব বিস্তার পায়।

11. খ্রিস্টীয় ৪র্থ শতক — গুপ্ত সাম্রাজ্যের উত্থান, গঙ্গারিডির অঞ্চল অন্তর্ভুক্ত হয়।

12. খ্রিস্টীয় ৫ম শতক — গঙ্গারিডির নাম ইতিহাসে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে।

13. আধুনিক প্রত্নতত্ত্ব — চন্দ্রকেতুগড় ও উয়ারী-বটেশ্বরকে গঙ্গারিডির অংশ হিসেবে চিহ্নিত করা হয়

14. ভূগোলবিদদের মতে — গঙ্গারিডি বিস্তৃত ছিল বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে।

15. নাম ব্যুৎপত্তি — ‘গঙ্গারিডি’ শব্দটি এসেছে ‘গঙ্গাহৃদ’ বা “গঙ্গার হৃদয়” থেকে, অর্থাৎ গঙ্গার কেন্দ্রস্থল

আলেকজান্ডার ও গঙ্গারিদ্ধি সাম্রাজ্য :

1. খ্রিস্টপূর্ব ৩২৬ — আলেকজান্ডার ভারত অভিযানে ঝিলাম নদী পর্যন্ত অগ্রসর হন, কিন্তু গঙ্গারিডি সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী সম্পর্কে শুনে পূর্বদিকে অগ্রসর হতে সাহস পাননি

2. গঙ্গারিডির রাজা ছিলেন এক বিশাল বাহিনীর অধিপতি—৬০,০০০ পদাতিক, ১,০০০ অশ্বারোহী ও ৭০০ যুদ্ধহস্তী ছিল তাঁর বাহিনীতে

3. আলেকজান্ডারের সৈন্যরা গঙ্গারিডির শক্তি ও গঙ্গা নদীর বিশালতা দেখে ভীত হয়ে বিদ্রোহের হুমকি দেয়, ফলে তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন.

ভারতের বুকে ১ বছর স্বাধীন ছিল যে রাষ্ট্র।
11/08/2025

ভারতের বুকে ১ বছর স্বাধীন ছিল যে রাষ্ট্র।

হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলামকিন্তু কথা ছিলো সারা জীবন পাশে থাকার🙂💔
15/03/2024

হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম
কিন্তু কথা ছিলো সারা জীবন পাশে থাকার🙂💔

শেষ মেশ সবাই ছেড়ে যায় শুধু পড়ে থাকেকিছু ছবি,নাম্বার আর পুরনো মেসেসগুলো☺💔
15/03/2024

শেষ মেশ সবাই ছেড়ে যায় শুধু পড়ে থাকে
কিছু ছবি,নাম্বার আর পুরনো মেসেসগুলো☺💔

Address

Kundol Saidpur
Saidpur

Alerts

Be the first to know and let us send you an email when Bigboss Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category