Islamic World

Islamic World কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ - কুরআন মাজিদ(৬৮ঃ৫২)

আল্লাহ কারও উপর অসন্তুষ্ট হলে রিজিক, আলো, বাতাস থেকে বঞ্চিত করেন না, তার সিজদা করার ক্ষমতা কেড়ে নেন।
05/04/2025

আল্লাহ কারও উপর অসন্তুষ্ট হলে রিজিক, আলো, বাতাস থেকে বঞ্চিত করেন না, তার সিজদা করার ক্ষমতা কেড়ে নেন।

ডিটক্স............ মানুষের দেহ একটি মেশিনের মতো কাজ করে, তাই শরীরের সমস্ত অংশ পরিষ্কার করা উচিত। প্রত্যেকে খুব সহজেই শরী...
14/10/2024

ডিটক্স............
মানুষের দেহ একটি মেশিনের মতো কাজ করে, তাই শরীরের সমস্ত অংশ পরিষ্কার করা উচিত। প্রত্যেকে খুব সহজেই শরীরের বাহিরটা যেমন ত্বক ও চুল পরিষ্কার করে, অপরদিকে শরীরের ভিতরের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেয় না। এটি শরীরের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি করে ও অনেকের মৃত্যু ঝুকিও বেড়ে যায়, তাই শরীরের ভিতরে পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ।

অনেকেই ভাবছেন শরীরের অভ্যন্তরটি কীভাবে পরিষ্কার করবেন?

শরীরের ক্ষতিকারক পদার্থগুলি ও শরীরে জমে থাকা ময়লা বের করে দেওয়ার জন্য ডিটক্সিফিকেশন ব্যবহার করা যেতে পারে।

If you believe in "I will succeed" you will definitely succeed. 🎯
12/10/2024

If you believe in "I will succeed" you will definitely succeed. 🎯

এক গ্রামে এক দরিদ্র চাষী বাস করত। তার একটি গাভী ছিল। গাভীটির দুধ থেকে ঘি তৈরি করে সে কোনোমতে সংসার চালাতো।চাষী সপ্তাহে এ...
10/10/2024

এক গ্রামে এক দরিদ্র চাষী বাস করত। তার একটি গাভী ছিল। গাভীটির দুধ থেকে ঘি তৈরি করে সে কোনোমতে সংসার চালাতো।

চাষী সপ্তাহে একবার বাজারের এক মুদি দোকানে ঘী বিক্রি করতে যেত আর তার পরিবর্তে চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতো।
এভাবেই চলছিল তার দিন।

একদিন চাষী ঘী দিয়ে চলে যাবার পর মুদি দোকানদার কি মনে করে ঘী এর ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে চাইল। তিনি যা দেখলেন তাতে তার চক্ষু চড়কগাছ। ঘী এর ওজন ৯০০ গ্রাম, ১ কেজি নয়!

পরেরবার চাষী ঘী নিয়ে এলে দোকানদার চিৎকার করে উঠে বললো, "বেরিয়ে যাও আমার দোকান থেকে। তুমি আমাকে ওজনে ঠকিয়েছ, তুমি একজন প্রতারক।"

কৃষক বিনীতভাবে দোকানদারকে বলল, "আমি গরীব মানুষ, দাঁড়িপাল্লার বাটখারা কেনার মতো টাকা আমার নেই! তাই প্রতিবার আপনার কাছ থেকে ১ কেজি করে যে চিনি নিতাম, সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে ঘি মেপে আনতাম।

শিক্ষা: আপনি অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে - হোক সেটা ভালোবাসা বা ঘৃণা।

(সংগৃহীত)

19/06/2024

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

তাহলে এই গায়রত কী?

সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

©collected

16/06/2024

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
তাকাব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম।

16/05/2024

Welcome to this page. Shout out to my newest followers! Excited to have you onboard! Md TOhidul Islam, Md Abu Hanif, Md Foyzul Islam

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic World:

Share