
11/07/2025
ইনশাহ আল্লাহ,আগামী ১৩ই জুলাই ২০২৫; রোজ: রবিবার, সময় বাদ নামাজে এশা হইতে; শোহাদায়ে কারবালার শানে আমাদের প্রিয় সৈয়দপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উভয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, "আলে রাসুল আউলাদে গাউসে আযম শাহজাদায়ে মাখদুম সিমনা হযরত আল্লামা পীর সৈয়দ ফায়জান আশরাফ আশরাফী আল জিলানী (মা.জি.আ), কিছৌছা শরীফ, ভারত "
হুজুর ক্বিবলা চিনি মসজিদে মোড়ের মাহফিলে বাদ নামাজে এশা রাত্রি ৯:৩০ মিনিটে মঞ্চে উপবিষ্ট হবেন !
উভয় মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।