Ulama E Ahle Sunnat Saidpur

Ulama E Ahle Sunnat Saidpur আপনাকে স্বাগতম//ওলামা এ আহলে সুন্নাত সৈয়দপুর//আমাদের ফেসবুক পেইজে আমাদের সাথে থাকুন ।ধন্যবাদ

ইনশাহ আল্লাহ,আগামী  ১৩ই জুলাই ২০২৫; রোজ: রবিবার, সময় বাদ নামাজে এশা হইতে; শোহাদায়ে কারবালার শানে আমাদের প্রিয় সৈয়দপুরে ও...
11/07/2025

ইনশাহ আল্লাহ,আগামী ১৩ই জুলাই ২০২৫; রোজ: রবিবার, সময় বাদ নামাজে এশা হইতে; শোহাদায়ে কারবালার শানে আমাদের প্রিয় সৈয়দপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উভয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, "আলে রাসুল আউলাদে গাউসে আযম শাহজাদায়ে মাখদুম সিমনা হযরত আল্লামা পীর সৈয়দ ফায়জান আশরাফ আশরাফী আল জিলানী (মা.জি.আ), কিছৌছা শরীফ, ভারত "

হুজুর ক্বিবলা চিনি মসজিদে মোড়ের মাহফিলে বাদ নামাজে এশা রাত্রি ৯:৩০ মিনিটে মঞ্চে উপবিষ্ট হবেন !

উভয় মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।

গতকাল রাতে সুন্নাতে খাতনা উপলক্ষে মিলাদ ও নাত মাহফিল জনাব ফারুক এমাদী সাহেবের বাসায় ।উপস্থিত ছিলেন এমাদি প্রমুখ ও আরো অ...
10/07/2025

গতকাল রাতে সুন্নাতে খাতনা উপলক্ষে মিলাদ ও নাত মাহফিল জনাব ফারুক এমাদী সাহেবের বাসায় ।উপস্থিত ছিলেন এমাদি প্রমুখ ও আরো অনেকেই ।
স্থান :- বগুড়া ম‍্যানশন সৈয়দপুর ।

গতকালের মাহফিল গোলাহাট পানি ট্যাংকি মাঠ উরস মোবারক হুযুর মুফতিয়ে আযাম হিন্দ মোস্তাফা রাযা খাঁ নূরি রিজভী কাদেরী (রহ)
10/07/2025

গতকালের মাহফিল গোলাহাট পানি ট্যাংকি মাঠ উরস মোবারক হুযুর মুফতিয়ে আযাম হিন্দ মোস্তাফা রাযা খাঁ নূরি রিজভী কাদেরী (রহ)

09/07/2025

সুলতানের কারবালা কো হামারা সালাম হো …
জনাব মুন্না এমাদি সাহেবের কন্ঠে….শুনুন 🎙️

গতকাল পবিত্র আশুরা উপলক্ষে শরবত ও শিরনি বিতরণ করা হয়।স্থান: কলিম মোড়,সৈয়দপুরআয়োজনে: আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস...
07/07/2025

গতকাল পবিত্র আশুরা উপলক্ষে শরবত ও শিরনি বিতরণ করা হয়।স্থান: কলিম মোড়,সৈয়দপুর
আয়োজনে: আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট, সৈয়দপুর উপজেলা শাখা।

শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দ্বীন আস্ত হোসাইন, দ্বীনে পানাহ আস্ত হোসাইন, সারদাদ না দাদ দাস্তে দার দস্তে ইয়াজিদহ...
06/07/2025

শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন,
দ্বীন আস্ত হোসাইন, দ্বীনে পানাহ আস্ত হোসাইন,
সারদাদ না দাদ দাস্তে দার দস্তে ইয়াজিদ
হাক্কাকে বেনায়ে লা ইলাহা আস্ত হোসাইন।

হোসাইন রাজন্য, হোসাইন বাদশাহ
হোসাইন দ্বীন, হোসাইন দ্বীনের আশ্রয়।
শির দিলেন তবু দিলেন না হস্ত ইয়াজিদের হাতে
লা ইলাহা ইল্লালাহ... হক কালিমার বুনিয়াদ হোসাইন।

- হজরত সায়্যিদুনা খাজা মুইনুদ্দিন চিশতী (রাহ:)

ইনশাআল্লাহ প্রতি বছরের মত এ বছরও ৩ দিন ব্যাপী শোহ্দায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হইবে  আগামীকাল ৩ জুলাই রোজ বৃহস্পতিবার প্...
02/07/2025

ইনশাআল্লাহ প্রতি বছরের মত এ বছরও ৩ দিন ব্যাপী শোহ্দায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হইবে

আগামীকাল ৩ জুলাই রোজ বৃহস্পতিবার প্রথম দিবস
----------------------------------------------------------------------------

আগামী ৩ ,৪ ,ও ৫ জুলাই রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ,বাদ নাম্বার এশা হইতে

স্থান গাউছিয়া জামে মসজিদ মিস্ত্রিপাড়া সৈয়দপুর নীলফামারী।

উপস্থিত থাকবেন সৈয়দপুরের প্রখ্যাত পীর-মাশায়েখ ওলেমা এ কেরাম বুদ্ধিজীবীগন ,
উত্তম মাহফিলের দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবী হাসিল করুন।Ulama E Ahle Sunnat Saidpur

সৈয়দপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীনমুফতী মুশতাক আহমেদ নুরী রিজভী (রহ:)এর ১২তম ওফাত দিবস ৩ মহররম************************...
28/06/2025

সৈয়দপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন
মুফতী মুশতাক আহমেদ নুরী রিজভী (রহ:)
এর ১২তম ওফাত দিবস ৩ মহররম
**********************************
সৈয়দপুরের সর্বজনশ্রদ্ধেয় আলেম মুফতী ছিলেন তিনি। আমার আমাদের উস্তাত মহতারাম। সকল মতের সবজন ইনাকে খুব শ্রদ্ধা করতো। বলতে গেলে তখন সৈয়দপুরের গ্রান্ড মুফতী ছিলেন হুজুর। দেশের অন্যান্য যায়গায় তিনি উত্তরবঙ্গের উজ্জল নখত্র মুফতীয়ে আহলে সুন্নাত নামে তিনি পরিচিত ছিলেন। মসজিদ কিংবা বাসা যেখানে সময় দিতেন সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতো ইনার কাছে ফতোয়া নিতে।
সকল সৈয়দপুরবাসী হুজুরকে খুব শ্রদ্ধা করতো। আমার দেখা সেরা একজন ইসলামী চিন্তাবিদ। যাকে সব সময় সাদাসিদে জীবন যাবন করতে দেখেছি।
-
আজও মনে আছে সেই দিনটি। দিনটি ছিল ২০১৩ সালের ৮ নভেম্বর (৩ মহররম)। বিকেল ৩.৩০ হবে তখন। একটি খবরে যেনো নিস্তব্ধ হয়ে পড়ে গোটা সৈয়দপুর। চারিদিকে যেনো কান্নার আওয়াজ আকাশে বাতাশে। খবরটি চট্টগ্রাম,ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তেও আশেকদের কান্নার কারণ হয়। খবরটি হুজুর আর আমাদের মাঝে নেই।
খবর শুনে সৈয়দপুরতো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকদের ঢল নামে সৈয়দপুরে।
-
পরের দিন হুজুর কেবলার জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্বাস করেন আমার দেখা সেই জানাজা আজও চোখে ভাসে। আলেমদের এরুপ জানাজা আমি সৈয়দপুরে দেখিনি। হুজুর কেবলার জানাজা যখন গোলাহাট কবরস্থান গেটের কাছাকাছি তখনও পিছনে মানুষ ইসলাম সেরু হোটেল হয়ে সৈয়দপুর স্টেশনের কাছাকাছি পর্যন্ত ছিল। দলবেধে মানুষ আসছে তো আসছেই। জানাজার খাটের চার কোনায় দীর্ঘ চারটি বাঁশ বেধেও আশেকদের কাধ দেওয়া যেনো খুব ছোটই ছিল।
জানাজায় দেখলাম অশ্রুজ্জল নয়নে সকল মতের মানুষ অংশগ্রহণ।
-
হুজুর ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এক অমুল্য রতন। ব্রেলভী শরীফ থেকে শিক্ষা গ্রহণ, মুফতী হয়ে তিনিই সৈয়দপুরে সঠিক মত প্রচারে সবচেয়ে অগ্রনী ভূমিকা রাখেন। আজও তিনার অনেক ছাত্র সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম/খতিব ও আলেমের ভুমিকায় দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছে। তিনি ছিলেন একজন নিরংহকারী বিতর্কহীন একজন সাদাসিদে আলেম বলে শহরের অন্যান্য মতাবলম্বী দেওবন্দী, তাবলিগ, কওমী সকলেই হুজুরকে খুব শ্রদ্ধা করতেন। এভাবে তিনি সৈয়দপুর আগলে রেখেছিলেন।
-
সেই উজ্জল নক্ষত্র মুফতীয়ে আহলে, প্রকৃত সুন্নিয়ত্বে খেদমত গুজার উস্তাদে মোহতারাম আল্লামা মুফতি মুশতাক আহমাদ নুরী রিজভী (রহঃ) এর ৩ মহররম পবিত্র উরস মোবারক।
মহান আল্লাহ আপনাকে জান্নাতে উচু মকাম দান করুক- আমিন

Copy from APS

অতন্ত্য দুখের সাথে জানানো হচ্ছে উত্তরবঙ্গের সৈয়দপুরের উর্দু শায়ের জগতের এক উজ্জ্বল প্রদিপ,শায়েরে আহলে বাইত,নাত খা জনাব র...
24/06/2025

অতন্ত্য দুখের সাথে জানানো হচ্ছে উত্তরবঙ্গের সৈয়দপুরের উর্দু শায়ের জগতের এক উজ্জ্বল প্রদিপ,শায়েরে আহলে বাইত,নাত খা জনাব রিয়াজ রাফিক সাহেব আজ সকাল ৯.৩০ মিনিটে নিজ বাস ভবন নতুন বাবুপাড়ায় ইন্তেকার করিয়াছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।মরহুমের জানাযার নামাজ সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজীদে আদায় করা হবে এবং উনাকে গোলহাট কবরস্থানে দাফন করা হবে।মরহুমের সকল আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী কে জানাযার নামাজে শরীক হওয়ার জন্য বলা যাইতেছে।

ইয়া আল্লাহ প্রিয় হবিব সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ওসিলায় উনার জীবনের সমস্থ গোনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান কর আমিন।
Ulama E Ahle Sunnat Saidpur

19/06/2025

মুর্শিদি কালাম
উরসে ফারিদ এ মিল্লাত ( ২০২৫ )
খানকাহ এমাদিয়া কালান্দারিয়া হাতিখানা সৈয়দপুর ।
fans

আলহামদুলিল্লাহ যথাযথ মর্যাদায় পালিত হল "উরস এ ফারিদে মিল্লাত" গতকাল খানকাহ এমাদিয়া কালান্দারিয়া হাতিখানা সৈয়দপুরে পালিত ...
19/06/2025

আলহামদুলিল্লাহ যথাযথ মর্যাদায় পালিত হল
"উরস এ ফারিদে মিল্লাত"

গতকাল খানকাহ এমাদিয়া কালান্দারিয়া হাতিখানা সৈয়দপুরে পালিত হল খানকাহ এমাদিয়ার নবম সাজ্জাদানাশিন,ক্কুতবে আলাম ফারিদে মিল্লাত হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ ফারিদুল হক এমাদি (রহ)
রহ এ ২৫ তম উরস মোবারক।

উক্ত মাহফিলে খানকাহর সকল মুরিদ ও অন্যান্য সিলসিলার খলিফা ও মাশায়েখে নেজাম অংশগ্রহণ করেন।

খানকাহর সেক্রেটারি আলহাজ্ব জুবায়ের আলম এমাদি বলেন প্রতি বছর আরবী তারিখের ২১ জিলহজ্ব ভারতে পাটনার খানকাহ এমাদিয়ার সাথে তারিখ মিলিয়ে পীর ও মুরশিদ ফারিদে মিল্লাতের উরস মোবারক আমরা বাংলাদেশেও পালন করে থাকি। প্রতি বছরের ন্যায় এই বছরও উরস মোবারক উপলক্ষে আমরা তাবারুক বিতরণ করেছি এবং এতিম ও গরিবদেরও খাবার খাওয়ানো হয়েছে।

আরো বলেন,তিনি সকলকে খানকাহ এমাদিয়া কালান্দারিয়া ও মাদ্রাসা মনিরিয়া এমাদিয়া সাথে থাকার আহবান জানান।এবং খানকাহ'র প্রধান পৃষ্ঠপোষক বর্তমান সাজ্জাদানাশিন হুযুর রাঈসুল মাশায়েখ হযরাতুল আল্লামা আলহাজ সৈয়দ শাহ মিসবাহুল হক এমাদি কিবলা সাহেবের দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করেন।

সকল মুসলিম উম্মাহ জন‍্য বিশেষ মোনাজাত করা হয়েছে ।

Address

Saidpur

Telephone

+8801726863854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulama E Ahle Sunnat Saidpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share