Saidpur24news সৈয়দপুর২৪নিউজ

  • Home
  • Saidpur24news সৈয়দপুর২৪নিউজ

Saidpur24news  সৈয়দপুর২৪নিউজ সবার কথা বলে সৈয়দপুর২৪নিউজ

নীলফামারী কলেজ স্টেশনের সামনে বেলতলা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে একজনের মৃ,,ত্যু।
28/07/2025

নীলফামারী কলেজ স্টেশনের সামনে বেলতলা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে একজনের মৃ,,ত্যু।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ”* কেন্দ্রীয় কমিটিতে *‘ রংপুর বিভাগ’* সাংগঠনিক সম্পাদক পদে সুমিত কুমার আগারওয়...
27/07/2025

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ”* কেন্দ্রীয় কমিটিতে *‘ রংপুর বিভাগ’* সাংগঠনিক সম্পাদক পদে সুমিত কুমার আগারওয়ালের সংযোগ*

*সৈয়দপুর, নীলফামারী* — কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক *শ্রী সুমিত কুমার আগারওয়াল*-কে *“শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ”* কেন্দ্রীয় কমিটিতে *‘সাংগঠনিক সম্পাদক – রংপুর বিভাগ’* পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পদে যুক্ত হওয়ার বিষয়টি সভাপতি এ্যাডভোকেট *শ্রী চন্দন তালুকদার* ও সাধারণ সম্পাদক *শ্যাম সুদর্শন (আর.কে) দাশ রুপু* কর্তৃক অনুমোদিত ও ঘোষিত হয়েছে।

শ্রী কুমার আগারওয়ালকে প্রেরিত এক সংবেদনশীল বার্তায় জানানো হয়েছে:
> *“প্রিয়ভাজনেষু, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং… আনন্দের সহিত জানাচ্ছি আপনাকে সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলো। আমাদের আশাবাদ, আপনার নেতৃত্বে সনাতন ধর্মের সঙ্গঠিত ও সৃষ্টিশীল উন্নয়ন ঘটবে।”*

নতুন দায়িত্ব নিয়ে তিনি আশা প্রকাশ করেছেন সংগঠন ও সম্প্রদায়ের সাংস্কৃতিক মর্যাদা রক্ষা, কৃষ্টি ও ঐতিহ্য সঞ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

---

এই সংবাদে লক্ষ্যণীয় তথ্যাদি:
- সংগঠন: *শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ (১৪৩২–১৪৩৪ বঙ্গাব্দ)*
- নতুন অবস্থান: *সাংগঠনিক সম্পাদক – রংপুর বিভাগ*
- নীতিনির্ধারক নেতা: *শ্রী চন্দন তালুকদার* (সভাপতি), *আর.কে. দাশ রুপু* (সাধারণ সম্পাদক)

আপনার অনুমতি পেলেই এটি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ও সামাজিক মাধ্যমে প্রচারযোগ্য করে সাজিয়ে দেওয়া যাবে।
এম/আজম/কামাল

27/07/2025

*সৈয়দপুরে জিআরপি মোড় থেকে স্টেশন পর্যন্ত রাস্তার কাজ শুরু —

জিআরপি টু স্টেশন ভাঙ্গা রাস্তার নিউজ সৈয়দপুর২৪ নিউজে প্রকাশের পর তখন যা বললেন
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) *শাহ সুফি নূর মোহাম্মদ* সৈয়দপুর২৪নিউজকে জানান, *জুলাইয়ের শেষের দিকে* সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ পথ *জিআরপি মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে।*তারই প্রেক্ষিতে আজ সৈয়দপুর জিআরপি মোড় থেকে স্টেশন পর্যন্ত রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে

আমাদের সাথে একান্ত আলাপে তিনি বলেন,
*"রাস্তার কাজ যাতে সময়মতো শুরু হয় ও দ্রুত শেষ হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়। জনগণের যাতায়াতে স্বস্তি ফেরাতেই এই উদ্যোগ তিনি কাজ করেছেন এমনটি জানিয়েছিলেন তিনি আমাদের গত জনু মাসে আর মাত্র এক মাসের মধ্যেই তা করে দেখালেন তিনি

তিনি আরও জানান, রেলওয়ে সংলগ্ন এলাকার এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। জনদুর্ভোগ লাঘবে ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এটি রেলওয়ের চলমান উন্নয়ন পরিকল্পনার একটি অংশ।

এ কাজ সম্পন্ন হলে স্টেশন এলাকায় সাধারণ যাত্রীদের চলাচল যেমন সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে বলে প্রত্যাশা করছে স্থানীয় বাসিন্দারা।

এম/আজম/কামাল

27/07/2025

আর কোনদিনও বলবে না স্যার ভালো ঝালমুড়ি তৈরী করে দিচ্ছি।

মৃত ব্যাক্তিটির বাড়ীর ঠিকানা পাওয়া গিয়েছে।
উনার বাড়ী নওগাঁ, পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে।আমরা এখানে উনার গোসল ও কাফনের ব্যাবস্হা এবং একটি এম্বুলেন্সের ব্যাবস্হা করে উনাকে উনার একজন আত্নীয় সাথে উনার বাড়ী পাঠিয়ে দেওয়া হলো।

ছবি ( #লিপটন)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌙প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এবং বিশিষ্ট মুসলিম উম্মাহ,ইমন ট্রাভেলস্...
27/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌙

প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এবং বিশিষ্ট মুসলিম উম্মাহ,

ইমন ট্রাভেলস্’র পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ্‌

🕋 আপনার হজ্বযাত্রা সফল ও সহজসাধ্য করার জন্য ২০২৬ সালের প্রাথমিক (মূল) নিবন্ধন কার্যক্রম আজ, রবিবার ২৭শে জুলাই, ২০২৫ থেকে শুরুকরণ করা হয়েছে। আপনারা এখন থেকে নিম্নোক্ত নিয়মে প্রক্রিয়া শুরু করতে পারেন:

🗓️ ২০২৬ হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে আজ, ২৭ জুলাই ২০২৫ থেকে; রেজিস্ট্রেশনের সরকার নির্ধারিত ফি প্রতি জনে ৩০,০০০ টাকা

💸 পুর্ণ (চুড়ান্ত) নিবন্ধন ফি: ৪,০০,০০০ টাকা (যা পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে)

👉 অর্থাৎ, আপনাদের ৩০,০০০/= টাকা প্রাথমিক + বাকি ৪,০০,০০০/= টাকা জমা দিয়ে সম্পূর্ণ নিবন্ধন করতে হবে।

⏳ শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫, সরকারি ও বেসরকারী উভয় মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করতে হবে

📞 কোনো প্রশ্ন অথবা প্রয়োজনে যোগাযোগ করুন —
*01738-552618*

✨ আল্লাহ আপনার হজ যাত্রা সহজ, নিরাপদ ও বরকতময় করুন ইনশাআল্লাহ ! 🤲

সৈয়দপুর শিল্পসাহিত্য মার্কেটের দোকান কর্মচারী আব্দুর রাজ্জাক রাজার নামে মাদক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ম...
27/07/2025

সৈয়দপুর শিল্পসাহিত্য মার্কেটের দোকান কর্মচারী আব্দুর রাজ্জাক রাজার নামে মাদক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাব সম্মুখ সড়ক

*🔹 শোক সংবাদ: ঝালমুড়ি বিক্রেতা হৃদরোগে মারা গেলেন নামাজের সময়* #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউনসৈয়দপুরের *মসজি...
27/07/2025

*🔹 শোক সংবাদ: ঝালমুড়ি বিক্রেতা হৃদরোগে মারা গেলেন নামাজের সময়*

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

সৈয়দপুরের *মসজিদে ই-তুবা*, নতুন বাবু পাড়া, পৌরসভা রোড সংলগ্ন এ যোহর নামাজের সময় এক জন *ঝালমুড়ি বিক্রেতা* মাঝপথে অচেতন হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানান, তিনি *হৃদরোগে আক্রান্ত* হয়ে মারা যান।



✅ মৃত্যুবরণ করায় মসজিদ কমিউনিটি ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছে।
✅ যদি কেউ ঐ ব্যাক্তিকে চিনে থাকেন, অনুগ্রহ করে তার পরিবারকে যোগাযোগ করতে সাহায্য করুন।

স্বজনদের খবর পৌঁছে দিতে নিজের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা এবং দোয়া কাম্য।

দুপুরের বৃষ্টি ভেজা সৈয়দপুর—একটুকরো শান্তির পরশ, ঠান্ডা হাওয়ায় মিশে আছে শহরের নরম মাটি আর মানুষের হাসি ❤️🌧️   #বৃষ্টি...
27/07/2025

দুপুরের বৃষ্টি ভেজা সৈয়দপুর—একটুকরো শান্তির পরশ, ঠান্ডা হাওয়ায় মিশে আছে শহরের নরম মাটি আর মানুষের হাসি ❤️🌧️
#বৃষ্টি_ভেজা_শহর #সৈয়দপুর #দুপুরের_শান্তি

সৈয়দপুরে ঐতিহ্যবাহী  খাবার গরুর চাপ রংপুরের বিভাগরে প্রথম আইপি টিভি আপডেট টিভিতে নিউজটি প্রকাশ, করেছে
27/07/2025

সৈয়দপুরে ঐতিহ্যবাহী খাবার গরুর চাপ
রংপুরের বিভাগরে প্রথম আইপি টিভি আপডেট টিভিতে নিউজটি প্রকাশ, করেছে

ওসির তৎপরতায় ২৪ দিনেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার নীলফামারীর সৈয়দপুর থানার ওসি তৎপরতায় ২৪ দিনেই হত্যা র...
27/07/2025

ওসির তৎপরতায় ২৪ দিনেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার


নীলফামারীর সৈয়দপুর থানার ওসি তৎপরতায় ২৪ দিনেই হত্যা রহস্য উদঘাটন সহ একজনকে গ্ৰেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বিষয়টি সৈয়দপুর২৪কে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ।

হত্যাকারী শামীম বেগ কে চাঁদ নগর এলাকায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র জানায় , সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধার মাথায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত শামসুন্নাহার বেগম (৭৫)রক্তাক্ত লাশ (১ জুলাই) বেলা সাড়ে ৩ টার উদ্ধার করেন পুলিশ । বাসাটি সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কীয় বোন ও গৃহপরিচারিকা ছিলেন ।

এরই ধারাবাহিকতায় ঘটনার পরপর ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে সৈয়দপুর থানা পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায় , মামলা ভদন্তকালে ঘটনার পর থেকেই মামলার অজ্ঞাতনামা আসামি পলাতক থাকায় তাকে শনাক্ত ও গ্রেফতারে তদন্ত টিম গুরুত্বারোপ করে। এ লক্ষ্যে ঘটনাস্থলের আশপাশ এলাকায় সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। ফুটেজে দেখা যায়, ঘটনার দিনে একটি সন্দেহভাজন ব্যাক্তি ঐ বাসার সামনে ঘোরাফেরা করছে। উক্ত অতির গতিবিধি, পোশাক এবং অবস্থান অভান্ত সন্দেহজনক মনে হয়। তদন্তে আরও উঠে আসে, উক্ত ব্যক্তি পূর্বে একটি হত্যা মামলায় যাবজীবন কারাদপ্রাপ্ত আসামি ছিল, যিনি ২০২০ সালে কারাভোগ শেষে মুক্তি পান। বিশ্বস্ত গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি সহায়তায় সন্দেহহাজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ তাকে শনাক্ত করে। এরই প্রেক্ষিতে গত ২০ তারিখ রাত ১২ টায় তার বাড়ি থেকে সন্দেহভাজন মোঃ শামীম বেগকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে তদন্তকারী কর্মকর্তা ঘটনাটির প্রকৃত তথ্য উদঘাটনে ০২ (দুই) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে আসামিকে রিমান্ডে এনে এনে নিবিড়ভাবে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাস করা হয়।জিজ্ঞাসাবাদে মোঃ শামীম বেগ, মুতা শামসুন নেহারকে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করে। অপরাধের সাথে অড়িত আসামী মোঃ শামীম বেগ কে নিয়ে অভিযান পরিচালনা করে তার দেয়া তথ্য মতে অত্র মামলার লুষ্ঠিত আলামঃ ০১(এক)টি ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিডি এবং একটি পুরাতন স্যামসাং ল্যাপটপ সৈয়দপুর থানাধীন। গোলাহাট বাজারের একটি দোকান থেকে আসামীর যনাজমতে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মোতাবেক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফ সৈয়দপুর২৪কে জানান,আসামী বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য সম্মতি প্রদান করেছেন। স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহনের কার্যক্র চলমান রয়েছে । এ নিয়ে মৃতার পরিবার ও স্থানীয় লোকজন হত্যায় প্রকৃত কারণ জানার পর পুলিশের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন সৈয়দপুর২৪কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, ঘটনার পর পর থেকেই সৈয়দপুর থানা পুলিশ কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে ঘটনার ২৪ দিনের মধ্যে মালামাল সহ হত্যাকারীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য সৈয়দপুর থানায় (ওসি) ফইম উদ্দিন থানা যোগদানের পর পাল্টে যাচ্ছে সৈয়দপুর থানার চিত্র! তিনি যোগদান করেছেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৫ ই আগস্ট এর পরবর্তী সময়ে । জুলাই আগস্ট এর পরবর্তী পরিস্থিতি ছিল বে-সামাল। আইন শৃঙ্খলা সামলাতে তেমন পুলিশ মাঠে দেখতে পাওয়া যায়নি। ভেঙ্গে পড়েছিল প্রশাসনিক কাঠামো। চরম অবনতিতে ছিল সৈয়দপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেড়ে গিয়েছিল ছিনতাই- রাহাজানি,চুরি,ডাকাতি, জমি সংক্রান্ত জের ধরে মারামারি হানা-হানি, এমনকি মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা বা সামাল দিতে পারছিল না থানা পুলিশ। হতাশয় ভুগেছিল সৈয়দপুর উপজেলার সাধারণ মানুষ, এমনই পরিস্থিতিতে তিনি যোগদান করেন এ থানায়। যোগদানের পর থেকে অপরাধীকে শনাক্ত করতে শুরু করেন, ওসি ফইম উদ্দিন । তিনি সৈয়দপুর উপজেলার পরিস্হিতি স্বাভাবিক করতে প্রায় রাত্রে তিনি অভিযান পরিচালনা করেন। অপরাধ সৃষ্টিকারি মুল হোতা দের চিহ্নিত করে গ্রেফতার করেন। পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়া ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের সুবিধা ভোগী যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি কারীদের চিহ্নিত করা শুরু করেন ওসি। স্বস্তি ফিরে এসেছে সৈয়দপুর উপজেলার সাধারণ মানুষের। অপরদিকে সামন্য কিছু ঘটনা ছাড়া সৈয়দপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন অপরাধ কমেছে এমনটাই বলছে সাধারণ মানুষ।

রাতের শহর সৈয়দপুরের_______মোড়?
26/07/2025

রাতের শহর সৈয়দপুরের_______মোড়?

**🔴 Breaking News*  *সৈয়দপুরে গৃহকর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন — ওসির তৎপরতায় ২৪ দিনের মাথায় মূল আসামী গ্রেফতার!*সৈয়দপ...
26/07/2025

**🔴 Breaking News*
*সৈয়দপুরে গৃহকর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন — ওসির তৎপরতায় ২৪ দিনের মাথায় মূল আসামী গ্রেফতার!*

সৈয়দপুর থানার ওসির দৃঢ় তৎপরতায় *তুলসীরাম স্কুল সংলগ্ন একটি বাসায় চুরির পর গৃহকর্মী হত্যাকাণ্ডের মূল আসামী শামিম বেগ*কে গ্রেফতার করা হয়েছে।

মাত্র *২৪ দিনের মধ্যে মামলার মোড় ঘুরিয়ে দিয়ে* আসামীকে আটক করে পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃত শামীম বেগ হত্যার পর চুরি করা *স্যামসাং টিভি ও ল্যাপটপ মাত্র ৬০০ টাকায় বিক্রি করে দেয়* গোলাহাটের একটি দোকানে। এখান থেকেই ধরা পড়ে তার চিহ্ন।

এই ঘটনায় এলাকাবাসী ও নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং ওসির নেতৃত্বে পুলিশ বিভাগের ভূয়সী প্রশংসা করেছে।

পুলিশ জানায়, শামীম বেগকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে এবং দ্রুত চার্জশিট দেওয়া হবে।

*সৈয়দপুর থানার ওসি বলেন:*
*“অপরাধ করে কেউ রেহাই পাবে না। আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”*

ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Address


Telephone

+8801888193332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur24news সৈয়দপুর২৪নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share