20/09/2025
*সৈয়দপুরে আঞ্জুমানে গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত*
সৈয়দপুরে আঞ্জুমানে গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি মহৎ উদ্যোগ—বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। উল্লেখযোগ্যভাবে, সংগঠনটি বিগত ৩৭ বছর ধরে এই মহৎ কার্যক্রমটি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে, যা মানুষের চক্ষু স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে।
প্রথমবারের মতো এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় ১৯৯০ সালে, সৈয়দপুর রেলওয়ে মাঠে। সেই থেকেই প্রতিবছর নিরবচ্ছিন্নভাবে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিবিরে বাছাই করা চক্ষু রোগীদের চোখের ছানি শনাক্ত করে পাঠানো হয় দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীরা ফিরে পায় আলো দেখার নতুন সুযোগ। শুধু সৈয়দপুর নয়, আশপাশের এলাকার মানুষও এই সেবার সুফল ভোগ করে আসছেন। সমাজসেবার অনন্য এই উদ্যোগের জন্য আয়োজক সংগঠনটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
আঞ্জুমানে গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আত-এর পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
এম/আজম/কামাল
#চক্ষু #শিবির #আহলে সুন্নাত ওয়াল জামাত