17/10/2025
*দিনাজপুরে নিবন্ধনবিহীন অটোরিকশা শহরে প্রবেশে কড়াকড়ি, সৈয়দপুরেও চায় সচেতন মহল*
দিনাজপুর পৌরসভার উদ্যোগে আজ থেকে শহরে *নিবন্ধনবিহীন অটোরিকশা প্রবেশে কড়াকড়ি আরোপ* করা হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে মোতায়েন ছিল আনসার বাহিনী ও পৌরসভার নিয়োজিত কর্মীরা। তারা রেজিস্ট্রেশন না থাকা অটোচালকদের শহরে প্রবেশে বাধা দেয় এবং যাত্রী নামিয়ে ফিরে যেতে বাধ্য করে।
এই উদ্যোগের ফলে শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমন কার্যকর ব্যবস্থা *সৈয়দপুর পৌর শহরেও চালু করা হলে যানজট নিরসনে তা বড় ভূমিকা রাখতে পারে* বলে মনে করছেন শহরের সচেতন মহল।
দিন দিন বাড়ছে অটোরিকশার সংখ্যা, অপরিকল্পিত চলাচল ও লাইসেন্সবিহীন চালকদের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। সময় এসেছে সৈয়দপুর পৌরসভাকেও এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের।