Saidpur24news সৈয়দপুর২৪নিউজ

Saidpur24news  সৈয়দপুর২৪নিউজ সবার কথা বলে সৈয়দপুর২৪নিউজ

*দিনাজপুরে নিবন্ধনবিহীন অটোরিকশা শহরে প্রবেশে কড়াকড়ি, সৈয়দপুরেও চায় সচেতন মহল*  দিনাজপুর পৌরসভার উদ্যোগে আজ থেকে শহরে *ন...
17/10/2025

*দিনাজপুরে নিবন্ধনবিহীন অটোরিকশা শহরে প্রবেশে কড়াকড়ি, সৈয়দপুরেও চায় সচেতন মহল*

দিনাজপুর পৌরসভার উদ্যোগে আজ থেকে শহরে *নিবন্ধনবিহীন অটোরিকশা প্রবেশে কড়াকড়ি আরোপ* করা হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে মোতায়েন ছিল আনসার বাহিনী ও পৌরসভার নিয়োজিত কর্মীরা। তারা রেজিস্ট্রেশন না থাকা অটোচালকদের শহরে প্রবেশে বাধা দেয় এবং যাত্রী নামিয়ে ফিরে যেতে বাধ্য করে।

এই উদ্যোগের ফলে শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এমন কার্যকর ব্যবস্থা *সৈয়দপুর পৌর শহরেও চালু করা হলে যানজট নিরসনে তা বড় ভূমিকা রাখতে পারে* বলে মনে করছেন শহরের সচেতন মহল।

দিন দিন বাড়ছে অটোরিকশার সংখ্যা, অপরিকল্পিত চলাচল ও লাইসেন্সবিহীন চালকদের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। সময় এসেছে সৈয়দপুর পৌরসভাকেও এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের।

🔴জুম্মা মোবারক সৈয়দপুরবাসী*  আজ পবিত্র শুক্রবার—মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন।  *আল্লাহ তাআলা...
17/10/2025

🔴জুম্মা মোবারক সৈয়দপুরবাসী*
আজ পবিত্র শুক্রবার—মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন।

*আল্লাহ তাআলা বলেন:*
“হে ঈমানদারগণ! জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হলে, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়–বিক্রয় পরিত্যাগ করো।” (সূরা জুমুআ: ৯)

এই দিনটি দোয়া কবুলের দিন, গুনাহ মাফের সুযোগের দিন। তাই আসুন,
- বেশি বেশি দরূদ শরীফ পড়ি,
- কুরআন তেলাওয়াত করি,
- গরিব-দুঃখীর পাশে দাঁড়াই
- এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোযোগী হই।

*আবারও বলছি— জুম্মা মোবারক, শান্তিময় হোক আপনার দিন।*

ছবি সৈয়দপুর রেলওয়ে কারখানা গার্ড মসজিদ থেকে নেওয়া

সৈয়দপুর রেলওয়ে কারখানা কাঁচা মাল সংকটে, উৎপাদন ব্যাহত
16/10/2025

সৈয়দপুর রেলওয়ে কারখানা কাঁচা মাল সংকটে, উৎপাদন ব্যাহত

16/10/2025

*সৈয়দপুরে ট্যাপেন্টাডল সেবনকারী ২ জনকে তিন মাসের কারাদণ্ড*
সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে *ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর*।

আটককৃতরা হলেন—*মিন্টু ও মিঠুন*। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের *তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড* প্রদান করা হয়।

এ অভিযান পরিচালনা করেন *মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত*।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সেবনকারী কিংবা বিক্রেতা—কোনো পক্ষই ছাড় পাবে না।

16/10/2025

সৈয়দপুর সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত*
সৈয়দপুর সেনানিবাসে আজ এক জমকালো আয়োজনে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম*। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণার্থীদের পেশাগত উন্নয়ন ও শৃঙ্খলাবোধের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও দেশসেবার অঙ্গীকার।

*অ্যানথ্রাক্স আতঙ্কে সৈয়দপুরে গরুর মাংস বিক্রি কমেছে, বিপাকে কসাইরা*রংপুরে অ্যানথ্রাক্সে বহু গরুর মৃত্যু ও মানুষ আক্রান্...
16/10/2025

*অ্যানথ্রাক্স আতঙ্কে সৈয়দপুরে গরুর মাংস বিক্রি কমেছে, বিপাকে কসাইরা*

রংপুরে অ্যানথ্রাক্সে বহু গরুর মৃত্যু ও মানুষ আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে নীলফামারীর সৈয়দপুরেও। *গরুর মাংসে অ্যানথ্রাক্সের আতঙ্কে ক্রেতা কমে গেছে*, যার ফলে দিনভর দোকান খোলা থাকলেও বিক্রি নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কসাই ও মাংস বিক্রেতারা।

সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার *কসাই নাদিম* বলেন,
“আগে প্রতিদিন সকালেই একটি গরু জবাই করলেই বেলা ১২টার আগেই মাংস শেষ হয়ে যেত। কিন্তু এখন সন্ধ্যা গড়িয়ে গেলেও অর্ধেক মাংস রয়ে যাচ্ছে। লাভ তো দূরের কথা, বিক্রিও হচ্ছে না ঠিকমতো।”

তিনি আরও বলেন,
“আমরা দীর্ঘ *৫০ বছর ধরে এই পেশায়* আছি। কখনোই অসুস্থ বা সন্দেহভাজন গরু জবাই করি না। *সরকারি নিয়ম মেনে পশু হাটে দেখে শুনে গরু কিনে, পিলখানায় পরীক্ষা করেই জবাই করি।*”

তবে তিনি অভিযোগ করেন, কিছু *অসাধু কসাই* রয়েছেন যারা *কম দামে গরু কিনে বাসায় জবাই করে* ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক আরও বাড়ছে।

সতর্কতা ও সচেতনতা জরুরি হলেও, যারা নিয়ম মেনে পশু জবাই ও বিক্রি করছেন, *তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে অন্যদের কারণে*, এমনটাই জানান এই পেশাজীবীরা।

এম/আজম/কামাল

সর্বশেষ🔴 সৈয়দপুরে বিএনপি নেতাকর্মীদের বেকসুর খালাস, আদালতে প্রমাণ হয়নি অভিযোগ।সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি, আই...
16/10/2025

সর্বশেষ🔴 সৈয়দপুরে বিএনপি নেতাকর্মীদের বেকসুর খালাস, আদালতে প্রমাণ হয়নি অভিযোগ।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি, আইনজীবী ওবায়দুর রহমানসহ ১১ জন নেতাকর্মী *২০২৩ সালের ২৮ অক্টোবর দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায়* দীর্ঘ আইনি লড়াই শেষে *বেকসুর খালাস* পেয়েছেন।

ঘটনার শুরু হয়েছিল ২০২৩ সালের ২৮ অক্টোবর রাতে, হরতালের সমর্থনে নাশকতার পরিকল্পনার অভিযোগে *পুলিশ বিএনপি অফিসে অভিযান চালায়* এবং লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করে। পরদিন থানায় *সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের* করা হয়।

পরবর্তীতে *উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামিরা* নীলফামারী জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে, আদালত তা নামঞ্জুর করে *কারাগারে পাঠানোর নির্দেশ দেন*।

আজ *বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)*, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত *অভিযোগ অসত্য ও প্রমাণহীন* মর্মে উল্লেখ করে *এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা সব আসামিকে বেকসুর খালাস প্রদান* করেন।

এ সময় *আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজনৈতিক জেলা বিএনপির শীর্ষ নেতারা ও অসংখ্য কর্মী*, যারা খালাসের রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।

এম/আজম/কামাল

জাতীয় নারী ক্রিকেটার মারুফা পরীক্ষায় এক বিষয়ে ফেল পুনঃনিরীক্ষার আবেদন করবে বিকেএসপি*  জাতীয় নারী ক্রিকেট দলের উদীয়মান পে...
16/10/2025

জাতীয় নারী ক্রিকেটার মারুফা পরীক্ষায় এক বিষয়ে ফেল পুনঃনিরীক্ষার আবেদন করবে বিকেএসপি*

জাতীয় নারী ক্রিকেট দলের উদীয়মান পেসার *মারুফা আক্তার* এবারের পরীক্ষায় *বিকেএসপি থেকে অংশ নিলেও এক বিষয় ভূগোল অনুত্তীর্ণ হয়েছেন*।


*বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম আহমেদ* জানান, “*ভূগোল বিষয়ে মারুফা ফেল করেছে*। আমরা বোর্ডে *পুনরায় নিরীক্ষার আবেদন* করবো।”

ক্রিকেটার মারুফার ফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

পোস্ট তথ্য ঢাকা পোস্ট

*সৈয়দপুরে শিয়ালের কা/মড়ে একই পরিবারের ৩ জন আহত*  সৈয়দপুরের *পোড়ার হাট রেল ঘুমটি এলাকায়* শিয়ালের আক্রমণে *ভাই-বোনসহ একই প...
16/10/2025

*সৈয়দপুরে শিয়ালের কা/মড়ে একই পরিবারের ৩ জন আহত*

সৈয়দপুরের *পোড়ার হাট রেল ঘুমটি এলাকায়* শিয়ালের আক্রমণে *ভাই-বোনসহ একই পরিবারের মোট ৩ জন আহত হয়েছেন*।

আহতরা বর্তমানে *নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন*।

পরে স্থানীয় *গ্রামবাসী ধাওয়া করে শিয়ালটিকে আটক করেছে* বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এম/আজম/কামাল

*সর্বশেষ 🔴**লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর*  এই বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির *মোট ৪৪৮ জন শিক্ষার্থী* অংশগ্রহ...
16/10/2025

*সর্বশেষ 🔴*

*লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর*
এই বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির *মোট ৪৪৮ জন শিক্ষার্থী* অংশগ্রহণ করে। এর মধ্যে *৪৪৫ জন উত্তীর্ণ*, পাসের হার *৯৯.৩৩%*।

জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন শিক্ষার্থী।*

16/10/2025

Address

Saidpur Shere Bangla Rod
Saidpur
5310

Telephone

+8801888193332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur24news সৈয়দপুর২৪নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share