Saidpur24news সৈয়দপুর২৪নিউজ

Saidpur24news  সৈয়দপুর২৪নিউজ সবার কথা বলে সৈয়দপুর২৪নিউজ

20/09/2025

*সৈয়দপুরে আঞ্জুমানে গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত*

সৈয়দপুরে আঞ্জুমানে গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি মহৎ উদ্যোগ—বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। উল্লেখযোগ্যভাবে, সংগঠনটি বিগত ৩৭ বছর ধরে এই মহৎ কার্যক্রমটি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে, যা মানুষের চক্ষু স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে।

প্রথমবারের মতো এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় ১৯৯০ সালে, সৈয়দপুর রেলওয়ে মাঠে। সেই থেকেই প্রতিবছর নিরবচ্ছিন্নভাবে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিবিরে বাছাই করা চক্ষু রোগীদের চোখের ছানি শনাক্ত করে পাঠানো হয় দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীরা ফিরে পায় আলো দেখার নতুন সুযোগ। শুধু সৈয়দপুর নয়, আশপাশের এলাকার মানুষও এই সেবার সুফল ভোগ করে আসছেন। সমাজসেবার অনন্য এই উদ্যোগের জন্য আয়োজক সংগঠনটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

আঞ্জুমানে গাউছিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আত-এর পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

এম/আজম/কামাল
#চক্ষু #শিবির #আহলে সুন্নাত ওয়াল জামাত

শুভ রাত্রী সৈয়দপুর
19/09/2025

শুভ রাত্রী সৈয়দপুর

19/09/2025

সৈয়দপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক *মোছাঃ সুমি আকতার আকল্পনা* সংবাদ সম্মেলনে

#সংবাদ_সম্মেলন #সৈয়দপুর #নীলফামারী #ন্যায়বিচার #মহিলার_নিরাপত্তা

19/09/2025

বিশেষ অফার! সৈয়দপুরে মাত্র ১০ টাকায় ১৪০ কিলোমিটার!*

সৈয়দপুর শহরের *রংপুর রোডস্থ তাহিয়া অটোস*-এ পাওয়া যাচ্ছে অত্যাধুনিক *Rever ইলেকট্রনিক বাইক*, যা মাত্র *১০ টাকার বিদ্যুতে চলবে ১৪০ কিলোমিটার পর্যন্ত!*

✅ ইকো-ফ্রেন্ডলি
✅ জ্বালানির ঝামেলা নেই
✅ কম খরচে বেশি মাইলেজ
✅ স্মার্ট লুক ও টেকনোলজি

📍 ভিজিট করুন: তাহিয়া অটোস, রংপুর রোড, সৈয়দপুর

*চলো এবার বদলে যাই ইলেকট্রিকে!*
#১০টাকায়১৪০কিমি

√√শুভ অপরাহ্ন সৈয়দপুর আজ/রোজ শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪...
19/09/2025

√√শুভ অপরাহ্ন সৈয়দপুর
আজ/রোজ শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

19/09/2025

সকালের মুষলধার বৃষ্টিতে সৈয়দপুর প্লাজা থেকে নেওয়া ছবি।

শুভ সকাল সৈয়দপুর মেঘে🌧️ঢাকা
19/09/2025

শুভ সকাল সৈয়দপুর
মেঘে🌧️ঢাকা

🔴শুভ রাত্রী সৈয়দপুর
18/09/2025

🔴শুভ রাত্রী সৈয়দপুর

18/09/2025

সৈয়দপুরে বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ প্রায় ৩০ লক্ষ টাকার মূল্যবান সরঞ্জামসহ আটক ১

*বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির*  📍 *স্থান:* সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাই স্কুল), সৈয়দপুর  📅 *তারিখ:* ২০ সেপ্ট...
18/09/2025

*বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির*

📍 *স্থান:* সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাই স্কুল), সৈয়দপুর
📅 *তারিখ:* ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং, *শনিবার*
⏰ *সময়:* সকাল ৮.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত

*গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর*
এর অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় অপারেশন পরামর্শ প্রদান করা হবে।

*আয়োজনে:*
আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআত, সৈয়দপুর, নীলফামারী।

👁️ চোখের যত্নে এক উদ্যোগ, সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ প্রায় ৩০ লক্ষ টাকার মূল্যবান সরঞ্জামসহ আটক ১মোঃ মারুফ হোসেন লিয়ন,...
18/09/2025

নীলফামারীর সৈয়দপুরে বাড়িতে মিলল চোরাই ট্রান্সফরমাসহ প্রায় ৩০ লক্ষ টাকার মূল্যবান সরঞ্জামসহ আটক ১

মোঃ মারুফ হোসেন লিয়ন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বাড়ি থেকে উদ্ধার করেছে বহুমূল্যের ট্রান্সফরমা সহ নানান সামগ্রী। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি বড় ট্রাক সহ ২ টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে।

এসময় বাড়ি মালিক ঐ এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫০) আটক করেছে পুলিশ।এ ব্যাপারে ঘটনাস্থলে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী ২৪কে বলেন, আমরা এখানে এসে দেখি আমাদের যেগুলো ট্রান্সফরমা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেগুলো এখানে জব্দ করেছে পুলিশ । এখানে বেশ কিছু আমাদের চুরি হওয়া নানান সরঞ্জাম এখানে পাওয়া গেছে। মূলত এই চক্রটি বিভিন্ন স্থান থেকে আমাদের ট্রান্সফরমা নানান সরঞ্জাম চুরি করে এই বাড়িতে রাখতেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ ওয়াদুদ ২৪কে বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা , একটি ট্রাকে করে চুরি করে আমিরুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করেছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে যায়। এ সময় একজনকে আমরা আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।উল্লেখ্য উদ্ধার হওয়া সামগ্রী নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সম্পত্তি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত ও তল্লাশি অব্যাহত রয়েছে ।

Address

Saidpur Shere Bangla Rod
Saidpur
5310

Telephone

+8801888193332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur24news সৈয়দপুর২৪নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share