Azaner Ammu

Azaner Ammu Assalamualaikum. welcome to my page...I'm started to new page. I hope you will support me.

08/02/2025

কষ্ট মানুষকে বদলে দিতে পারে।😊💔
07/02/2025

কষ্ট মানুষকে বদলে দিতে পারে।😊💔

03/02/2025
I'm a MOM, I'm human, I'm not perfect, sometimes I get angry, sometimes I get impatient, but no one will ever love my CH...
30/01/2025

I'm a MOM, I'm human, I'm not perfect, sometimes I get angry, sometimes I get impatient, but no one will ever love my CHILDREN as much as I do🤱

In the right eyes you will always be art 🎨 🥰 ❤️
30/01/2025

In the right eyes you will always be art 🎨 🥰 ❤️

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১০ গুন বেশি মায়া ,মমতা, তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে। আমার মায়ের  কাছে আমার ...
29/01/2025

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১০ গুন বেশি মায়া ,মমতা, তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার মায়ের কাছে আমার ১০২ জ্বর এর সমান, তার নাতনির মৃদু কাশি! এবং পৃথিবীর সকল নানি মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতি/নাতনিদের কোনো যত্ন তার কন্যা করতে পারছে না, এরপর প্রধান দায়িত্ব হাতে তুলে যত্নে বড় করে নাতি নাতনীদের।

আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গা*লি হাসি মুখে খাই। মা এর থেকেও বেশি অবদান থাকে প্রত্যেকটি নানির কিন্তু চিরকালই আড়ালে থেকে যায় তাদের মায়া মমতার উদাহরণ 🖤

নানি দিবসটা বেশি জরুরী ছিলো।

ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই,না পারবেন কাওকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার...
28/01/2025

ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই,না পারবেন কাওকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার এমন এমন রুপ আপনি দেখতে পাবেন যে রুপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে,এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বা-লা পালা করে দিবে শেষ করে দিবে ভেতরটা একেবারে ভেঙে দিবে।আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারিনা বলতে পারিনা,কিছু যন্ত্র-ণা আসলে ভাষায় প্রকাশ করা যায়না💔🙂

আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল,আমরা একটু সময় ছাড়া আর কি চায় তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে “লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমে ও কি শান্তি দিতে চাওনা?" আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান, এই একটা কথায় যথেষ্ট আপনার মনটাকে ছাড়-খার করে দেওয়ার জন্য, আপনি শুধু এটা ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো?যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিতো? এর উত্তর আপনি খুজে পাবেন না!

অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামি কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে! ভালোবাসা আর ভালোলাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! সময় খুজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! এতোদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতোদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা। এতোদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা “এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো? আমার অপেক্ষায় থাকতো? আমার জন্য পাগ-লামি করতো?”

অবশ্য মন এটাও বলে, তুই নাহয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি। সে তোর শূন্যতা কেনো অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্কে ফা-টল ধরে যায়।এক জনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না,তাই বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা সঠিক কিনা, মানসিক শান্তি টুকু পাবেন কিনা💔🙂

(সবাই এক নয় ভালোবেসে বিয়ে করেও সুখী হওয়া‌ যায় যদি মানুষটা সঠিক হয় ❤)










30/09/2023

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azaner Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share