Amader Priyo Saidpur - APS

Amader Priyo Saidpur - APS "Amader Priyo Saidpur" is a voluntary social organization. Those who spend their money wi আমাদের প্রিয় সৈয়দপুর
এগিয়ে যাক বহুদুর

10/09/2025

সৈয়দপুরে স্কুল শিক্ষার্থী শিশুকে অ/পহরণ করে জুসের মধ্যে বি* ষ মিশিয়ে হ* ত্যা* র চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

সৈয়দপুরে শিশুকে অ/পহরণ করে জুসের মধ্যেবি* ষ মিশিয়ে হ* ত্যা* র চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন- বিস্তারিত কমেন্টে
10/09/2025

সৈয়দপুরে শিশুকে অ/পহরণ করে জুসের মধ্যে
বি* ষ মিশিয়ে হ* ত্যা* র চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
- বিস্তারিত কমেন্টে

মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজন
09/09/2025

মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজন

♦️সুখবর সৈয়দপুর♦️সুখবর গরীব অসহায়দের জন্য...................পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে 👉 বিনামূল্যে চক্ষু চিক...
09/09/2025

♦️সুখবর সৈয়দপুর
♦️সুখবর গরীব অসহায়দের জন্য...................
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে
👉 বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
-
মরিয়ম চক্ষু হাসপাতাল ও আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন সৈয়দপুর এর আয়োজনে কিউর ব্লাইন্ডনেস ও কাসেম ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা সহ চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হইয়াছে!
*
তারিখ : ১৩ সেপ্টেম্বর/ ২০২৫ইং রোজ শনিবার সময়: সকাল ০৯:০০ ঘটিকা হইতে বিকাল ০৩:০০ ঘটিকা পর্যন্ত
স্থান: ডাকবাংলো, সৈয়দপুর, নীলফামারী।
-
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প এ চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, পুঁজ পড়া, চোখ লালচে হয়ে যাওয়া, কাছে কিংবা দূরে কম দেখা, চোখে ঘা হওয়া, এলার্জি হওয়া, প্রচন্ড মাথা ব্যাথা করা ও চোখে ছানি পড়া সহ বিভিন্ন চক্ষু রোগীদেরকে চক্ষু চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এমবিবিএস ডাক্তার দ্বারা সু-চিকিৎসা সেবা প্রদান করা হইবে।
-
ক্যাম্পের সেবা/সুবিধাসমূহ:
* ক্যাম্পে আগত রোগীদের এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হবে।
* দক্ষ রিফ্রাকশনিস্ট দ্বারা চোখের পরীক্ষা করা হবে।
* গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে।
* বাছাইকৃত অপারেশন যোগ্য ছানি রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন সহ অপারেশন সুবিধা দেয়া হবে।
* অপারেশনের জন্য বাছাইকৃত ছানি রোগীদের প্যাথলজিকাল আরবিএস, এসপিটি এবং আইওপি, পরীক্ষা বিনামূল্যে করা হবে।
* চোখের অন্যান্য অপারেশন যেমন- অত্যাধুনিক ফ্যাকো, মাংস বৃদ্ধি ও নেত্রনালী হাসপাতালের নির্ধারিত মূল্যে অপারেশন সেবা গ্রহণ করতে পারবেন।
* অপারেশন এর জন্য ভর্তিকৃত ঐদিন মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায়/নিজস্ব গাড়ীতে সৈয়দপুরে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষে পৌছে দেওয়া হবে। অপারেশনকৃত ছানি রোগীদের থাকা-খাওয়া, প্রয়োজনীয় সকল ঔষধ ও কালো চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
-
* এছাড়াও মরিয়ম চক্ষু হাসপাতালে বিনামূল্যে শিশু ছানি রোগীদের অপারেশন করা হয়।
* আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ও ইকু গ্রুপ সহযোগিতায় বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হয়।
-
বিশেষ দ্রষ্টব্য:
ক্যাম্পে আগত ছানি রোগীগণ অবশ্যই ভোটার আইডি কার্ড এর ফটোকপি ও মোবাইল নাম্বার সাথে নিয়ে আসবেন।
বাস্তবায়নে: মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীফামারী।
সহযোগিতায়: ইকু গ্রুপ
সার্বিক তত্ত্বাবধানে:আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন
সৈয়দপুর, নীফামারী।

সৈয়দপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতারপুরস্কর বিতরণী অনুষ্ঠিত-----------------------------------------------------নীলফামারীর ...
09/09/2025

সৈয়দপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতার
পুরস্কর বিতরণী অনুষ্ঠিত
-----------------------------------------------------
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে অনলাইনে চলা ১২ দিন ব্যাপি ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শহরের গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এটির আয়োজন করেন অত্র মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মমিনুল ইসলাম নুরী রিজভী সাহেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নওশাদ আনসারী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রিয়াজুল হাসান চয়ন।
-
১২ দিন ব্যাপি চলা ওই ইসলামী কুইজ প্রতিযোগিতায় অনলাইনে বিভিন্ন ইসলামী প্রশ্নের উত্তর দেন অসংখ্য পাঠক। সেখান থেকে সর্বোচ্চ উত্তরদানকারী হিসাব করে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের বাছাই করা হয়। ১২ দিনে বিভিন্ন ইসলামী জ্ঞানের সর্বোচ্চ উত্তর দিয়ে ১ম বিজয়ী হন মো. আজমের। দ্বিতীয় সর্বোচ্চ উত্তর দিয়ে ২য় স্থান অর্জন করেন মোহাম্মাদ ওয়ারিস কোরাইশি এবং তৃতীয় সর্বোচ্চ উত্তর দিয়ে যৌথভাবে ৩য় স্থান অর্জন করেন মোহাম্মদ সাজিদ আত্তারী সাজু ও হাফিজ মোহাম্মদ আল-আমিন আত্তারী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
-
অনুষ্ঠানের আয়োজক হাফেজ মাওলানা মমিনুল ইসলাম নুরী রিজভী সাহেব জানান, মূলত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সর্বত্র ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন। এতে করে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে বর্তমান প্রজন্ম ইসলামী জ্ঞান সম্পর্কে অবগত হবে এবং হচ্ছে। আগামীতে ইসলামী মূল্যবোধকে চারিদিকে ছড়িয়ে দিতে বড় পরিসরে ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান তিনি।

08/09/2025

❤️ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো সৈয়দপুরের এই জায়গাটি

👉 তারাগঞ্জে ৫ লাখ পাথরের মূর্তি উদ্ধার, 👉 সৈয়দপুর হাজারীহাটের ৪ জন গ্রেফতার ************************************রংপুরের ...
08/09/2025

👉 তারাগঞ্জে ৫ লাখ পাথরের মূর্তি উদ্ধার,
👉 সৈয়দপুর হাজারীহাটের ৪ জন গ্রেফতার
************************************
রংপুরের তারাগঞ্জ থেকে ‎তিন কেজি ওজনের পাঁচ লাখ টাকা মূল্যের পুরাতন কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় সৈয়দপুরের চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- সৈয়দপুর হাজারীহাট পুকুরপাড়া এলাকার খলিল ফকির, খলিল মিয়ার স্ত্রী মমতা বেগম, হাজারীহাট দত্তপাড়া এলাকার সুবাস শীল, সুশীল শীলের স্ত্রী জোসনা রানী।

ওসি এম এ ফারুক জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর তিস্তা ক্যানেলের পাশে শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন মিন্টু মিয়ার দোকানের সামনে ওই চারজন ঘোরাঘুরি করতে দেখে সাধারণ জনতার সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

‎পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে আটক করে একপর্যায়ে তাদের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এঘটনায় পারভেজ হোসেন নামের এক যুবক বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা করে। সোমবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সূত্র: দেশ রূপান্তর

07/09/2025

Eid e Miladunnabi ( صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ)
**************************************
The orderly Jashne Julus procession
of Dawat-e-Islami in Saidpur"

07/09/2025

সৈয়দপুরে ধ*র্ষ/ কের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সৈয়দপুরে ধ*র্ষ*কের ফাঁ/ সির দাবী**************************ধ*র্ষ/ ক বাইরে কেন? প্রশাসন জবাব চাই স্লোগানে সৈয়দপুরে ১০ বছরে...
07/09/2025

সৈয়দপুরে ধ*র্ষ*কের ফাঁ/ সির দাবী
**************************
ধ*র্ষ/ ক বাইরে কেন? প্রশাসন জবাব চাই স্লোগানে সৈয়দপুরে ১০ বছরের শিশু ধ*র্ষ* ণকারী মোকছেদ আলী প্রামানিক (৫৬) কে গ্রেফতার ও ফাঁ/ সির দাবীতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আজ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয় এবং পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
-
উল্লেখ্য গত ২৯ আগস্ট সৈয়দপুরে প্রতিবেশী দাদার মোকছেদ আলী ১০ বছরের এক শিশুকে ধ* র্ষণ করে। এতে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও পায়। তবে এখনো আসামী গ্রেফতার না করায় এলাকাবাসীর মনে ক্ষোভ বাড়ছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদারপাড়ার মৃত. বাছরা আলী প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক (৫৬)। তার ছেলের মেয়ের (নাতনী) খেলার সাথী ১০ বছর বয়সের শিশু একা (ছদ্মনাম)। গত ২৯ আগস্ট দুপুর ১ টার দিকে নাতনীর সাথে খেলার সময় প্রতিবেশী ওই শিশুটিকে ঘর ঝাড়– দিয়ে দেয়ার কথা বলে তার শয়ন কক্ষে নিয়ে যায় মোকছেদ আলী প্রামানিক। এরপর শিশুটিকে ফুসলিয়ে ধ* র্ষণ করে এবং ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে।
এরই প্রেক্ষিতে আজ রবিবার ওই গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এবং দ্রুত ধ* র্ষককে গ্রেফতার ও ফাঁ/ সির দাবী জানান।

তিন দিন থেকে বাড়ি ফিরেনি নাজির---- সন্ধান পেতে সহযোগিতা কাম্য ------------------------------------------মানসিকভাবে অসুস্...
06/09/2025

তিন দিন থেকে বাড়ি ফিরেনি নাজির
---- সন্ধান পেতে সহযোগিতা কাম্য ----
--------------------------------------
মানসিকভাবে অসুস্থ নাজির। গত তিন দিন থেকে বাড়ি ফিরেনি। সে শহরের পরিচিত (সেও মানসিকভাবে অসুস্থ) আরমানের ছোট ভাই। তাঁদের মা-বাবা নেই। এতিম দুই ভাই। গোলাহাট কবরস্থান রোডে বাসা। নাজিরকে কোথাও দেখা পেলে দ্রুত জানানোর অনুরোধ করছি।
*
০১৬১০-৮৩৮০৪১, ০১৭৯৮-৯৬৩৫০২

♦️ এভাবে একে অপরের সম্মানই মুসলিমদের মধ্যে একতা আর এগিয়ে নিয়ে যেতে পারে ♦️চট্টগ্রাম ৮ (বোয়ালখালি চাঁদগাও বায়েজিদ ও পাঁচ...
06/09/2025

♦️ এভাবে একে অপরের সম্মানই মুসলিমদের মধ্যে একতা আর এগিয়ে নিয়ে যেতে পারে ♦️
চট্টগ্রাম ৮ (বোয়ালখালি চাঁদগাও বায়েজিদ ও পাঁচলাইশ আংশিক) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী (ন্যাশনাল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবু নাছের ভাই চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সাঃ) আগত মুসল্লীদের মাঝে ঠান্ডা পানি পান করান।
_
মানবতার জয় হোক
আকীদা ভিন্ন কিন্তু মানবতা সবার জন্য

Address

Saidpur Plaza
Saidpur
5310

Telephone

+8801925404840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader Priyo Saidpur - APS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Priyo Saidpur - APS:

Share