Amader Priyo Saidpur - APS

Amader Priyo Saidpur - APS "Amader Priyo Saidpur" is a voluntary social organization. Those who spend their money wi আমাদের প্রিয় সৈয়দপুর
এগিয়ে যাক বহুদুর

♦️Breaking News♦️এইমাত্রসৈয়দপুর বাইপাস সড়কে হার্ডবোর্ড  কারখানার পাশে অটো রিক্সার ধাক্কায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃ...
04/11/2025

♦️Breaking News
♦️এইমাত্র
সৈয়দপুর বাইপাস সড়কে হার্ডবোর্ড কারখানার পাশে অটো রিক্সার ধাক্কায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃ/ ত্যু হয়েছে।
জানা গেছে, তার বাসা কামারপুকুর ইউনিয়নের অসুরখাই ব্রহমত্তর বানিয়া পাড়া এলাকায়। তার ছেলের নাম শফিকুল ইসলাম।

04/11/2025

অবশেষে নীলফামারীর টেক্সটাইলেই হচ্ছে চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল।

_____ Breakingবিএনপি মনোনীত এই তালিকাই চূড়ান্ত নয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট----  : মির্জা ফখরুল************************ত্রয়োদ...
03/11/2025

_____ Breaking
বিএনপি মনোনীত এই তালিকাই চূড়ান্ত নয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট
---- : মির্জা ফখরুল
************************
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে বিএনপি। এখনো সিদ্ধান্ত হয়নি ৬৩টি আসনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন, তবে অ্যাপ্রোপ্রিয়েট। প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

নাম ঘোষণার পর তিনি বলেন, ‌‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম।

এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।’
বিষয়টি আরো স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, ‘এখন যেটা আমরা ঘোষণা করলাম সেটা হলো, সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।’

প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

♦️চূড়ান্ত মনোনয়ন পেলেন ♦️অধ্যক্ষ আব্দুল গফুর সরকার👉নীলফামারী- ৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসন--------------------------নীলফা...
03/11/2025

♦️চূড়ান্ত মনোনয়ন পেলেন
♦️অধ্যক্ষ আব্দুল গফুর সরকার
👉নীলফামারী- ৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসন
--------------------------
নীলফামারী-৪ আসনের জন্য বিএনপির হাই কমান্ড সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে।
আব্দুল গফুর সরকার নিজেই সোমবার সন্ধ্যা ৬ টায় সোস্যাল মিডিয়া পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

゚viralシfypシ゚viralシalシ

03/11/2025

👉 SAIDPUR
জমে উঠেছে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী প্রচারণা।
👉 ভোট আগামী ৮ নভেম্বর

👉 Saidpur জমে উঠেছে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন, চলছে জোরেশোরে প্রচারণা!
03/11/2025

👉 Saidpur
জমে উঠেছে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন, চলছে জোরেশোরে প্রচারণা!

02/11/2025

👉 রাতের রাজা 👍
The City of Night : Saidpur 😁
👉 বেলা শুনছো, পাচমাথা মোড়ে একটু দেখে শুনে আসিয়ো 😁
(পাচমাথা মোড় দখলে নিল রয়েল বেঙ্গল কু/ত্তার দল😁)

Credit: Nahid (Photo Frame)

--- Saidpur রাস্তাটি ছোট ছোট পুকুরের জন্ম দিয়েছে-টানা দুদিন বৃষ্টিতে সৈয়দপুরের তামান্না টু ওয়াপদা সড়কের গোলাহাট অংশে রাস...
01/11/2025

--- Saidpur
রাস্তাটি ছোট ছোট পুকুরের জন্ম দিয়েছে
-
টানা দুদিন বৃষ্টিতে সৈয়দপুরের তামান্না টু ওয়াপদা সড়কের গোলাহাট অংশে রাস্তার বেহাল দশা। যেনো ছোট ছোট পুকুরের সৃষ্টি হয়েছে রাস্তায়।
-
সূত্র জানিয়েছে, নভেম্বরেই এই রাস্তার কাজ শুরু হওয়ার কথা।
হলেই ভালো

-------- Saidpur --------*** রিজিকের মালিক আল্লাহ *****সৈয়দপুর কামারপুকুরের এই টিনের বাড়ির একটি কোন কেটে খুব ছোট করে হলে...
01/11/2025

-------- Saidpur --------
*** রিজিকের মালিক আল্লাহ *****
সৈয়দপুর কামারপুকুরের এই টিনের বাড়ির একটি কোন কেটে খুব ছোট করে হলেও রোজগারের চেষ্টা। দুই হাত থেকে বেশি হবে না এই দোকানটি।
সুন্দর দৃশ্যটি দেখে দাঁড়ালাম এবং ক্যামেরাবন্দি করলাম দৃশ্যটি। ছবি ধারনের সময় মনে পড়লো হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ। কাকে কোন যায়গায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনিই ভালো জানেন।
আল্লাহ সবাইকে বৈধ রোজগারের তৌফিক দান করুক - আমিন

সন্ধান চাই বন্ধুরা-----------------মা বাবার একটাই সন্তান নামঃ মো: হাসান, আনুমানিক বয়স ১৫-১৬ বছর, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে ...
01/11/2025

সন্ধান চাই বন্ধুরা
-----------------
মা বাবার একটাই সন্তান নামঃ মো: হাসান, আনুমানিক বয়স ১৫-১৬ বছর, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বিকেল ৪ টার পর থেকে নয়াটোলা থেকে নিখোঁজ হয়েছে।
হারানোর সময় তার পরনে ছিলো পাঞ্জাবি ও পায়জামা। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে
যোগাযোগ করুন:
-
01748530032
01832433720‬
01922222586

01/11/2025

👉 রাস্তায় থাকা প্রতিভা ❤️
👉Saidpur
-
゚viralシfypシ゚viralシalシ

সৈয়দপুরে টানা দুইদিন বৃষ্টিতে নুয়ে পড়েছে ধানক্ষেত     সৈয়দপুরে টানা দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বেশ কয়েক যায়গায় চলতি ম...
01/11/2025

সৈয়দপুরে টানা দুইদিন বৃষ্টিতে নুয়ে পড়েছে ধানক্ষেত


সৈয়দপুরে টানা দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বেশ কয়েক যায়গায় চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে।
দেখা গেছে বেশ কয়েক যায়গায়,মাঠে আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে এবং অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, ফলে ঘরে ফলন তোলা কঠিন হয়ে পড়েছে।

Address

Saidpur Plaza
Saidpur
5310

Telephone

+8801925404840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader Priyo Saidpur - APS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Priyo Saidpur - APS:

Share