09/09/2025
♦️সুখবর সৈয়দপুর
♦️সুখবর গরীব অসহায়দের জন্য...................
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে
👉 বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
-
মরিয়ম চক্ষু হাসপাতাল ও আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন সৈয়দপুর এর আয়োজনে কিউর ব্লাইন্ডনেস ও কাসেম ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা সহ চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হইয়াছে!
*
তারিখ : ১৩ সেপ্টেম্বর/ ২০২৫ইং রোজ শনিবার সময়: সকাল ০৯:০০ ঘটিকা হইতে বিকাল ০৩:০০ ঘটিকা পর্যন্ত
স্থান: ডাকবাংলো, সৈয়দপুর, নীলফামারী।
-
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প এ চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, পুঁজ পড়া, চোখ লালচে হয়ে যাওয়া, কাছে কিংবা দূরে কম দেখা, চোখে ঘা হওয়া, এলার্জি হওয়া, প্রচন্ড মাথা ব্যাথা করা ও চোখে ছানি পড়া সহ বিভিন্ন চক্ষু রোগীদেরকে চক্ষু চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এমবিবিএস ডাক্তার দ্বারা সু-চিকিৎসা সেবা প্রদান করা হইবে।
-
ক্যাম্পের সেবা/সুবিধাসমূহ:
* ক্যাম্পে আগত রোগীদের এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হবে।
* দক্ষ রিফ্রাকশনিস্ট দ্বারা চোখের পরীক্ষা করা হবে।
* গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে।
* বাছাইকৃত অপারেশন যোগ্য ছানি রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন সহ অপারেশন সুবিধা দেয়া হবে।
* অপারেশনের জন্য বাছাইকৃত ছানি রোগীদের প্যাথলজিকাল আরবিএস, এসপিটি এবং আইওপি, পরীক্ষা বিনামূল্যে করা হবে।
* চোখের অন্যান্য অপারেশন যেমন- অত্যাধুনিক ফ্যাকো, মাংস বৃদ্ধি ও নেত্রনালী হাসপাতালের নির্ধারিত মূল্যে অপারেশন সেবা গ্রহণ করতে পারবেন।
* অপারেশন এর জন্য ভর্তিকৃত ঐদিন মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায়/নিজস্ব গাড়ীতে সৈয়দপুরে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষে পৌছে দেওয়া হবে। অপারেশনকৃত ছানি রোগীদের থাকা-খাওয়া, প্রয়োজনীয় সকল ঔষধ ও কালো চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
-
* এছাড়াও মরিয়ম চক্ষু হাসপাতালে বিনামূল্যে শিশু ছানি রোগীদের অপারেশন করা হয়।
* আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ও ইকু গ্রুপ সহযোগিতায় বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হয়।
-
বিশেষ দ্রষ্টব্য:
ক্যাম্পে আগত ছানি রোগীগণ অবশ্যই ভোটার আইডি কার্ড এর ফটোকপি ও মোবাইল নাম্বার সাথে নিয়ে আসবেন।
বাস্তবায়নে: মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীফামারী।
সহযোগিতায়: ইকু গ্রুপ
সার্বিক তত্ত্বাবধানে:আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন
সৈয়দপুর, নীফামারী।