আমরা সৈয়দপুরী

  • Home
  • আমরা সৈয়দপুরী

আমরা সৈয়দপুরী আমরা সৈয়দপুরী থাকি মানুষের অন্তর জুড়ি!!

Learn EnglishBlow your nose.- (তোমার) নাক পরিষ্কার কর।Button up your shirt. - শার্টের বোতাম লাগাও।Tack in your shirt. - ...
15/07/2025

Learn English

Blow your nose.- (তোমার) নাক পরিষ্কার কর।
Button up your shirt. - শার্টের বোতাম লাগাও।
Tack in your shirt. - তোমার শার্ট ইন কর।
Put on your shoes. - (তোমার) জুতা পরে নাও।
Clip your nails. - (তোমার) নাখ কাট।
Don’t speak ill of others. - অন্যের দোষ ধরো না।
I have a headache. - আমার মাথা ব্যথা করছে।
My head is spinning. - আমার মাথা ঘুরছে।
Your zipper is open. - তোমার চেইন খোলা।
Zip up your pants. - তোমার চেইন লাগাও।
Please be seated. / Have your seat. - দয়া করে বসুন।
Keep smiling. - হাসতে থাকো।
Have patience. - ধৈর্য্য ধর।
Switch on the fan. - পাখাটি চালু কর।
Switch off the light. - বাতিটি বন্ধ কর।
Switch off your phone. - তোমার ফোনটি বন্ধ কর।
Close the windows. - জানালা গুলো বন্ধ কর।
Don’t take it to heart. - মনে কষ্ট নিও না। / কষ্ট পেয়ো না।
My apology. - আমি আমার ভুল স্বীকার করছি।
Don't lose heart. - সাহস হারিয় না।
Keep in touch. - যোগাযোগ রেখ।
Keep trying. - চেষ্টা চালিয়ে যাও।
Listen to your heart. - তোমার মন কি বলে শোন।
Brush your hair. - চুল আচরাও।
I owe you. - আমি তোমার কাছে ঋণী।

জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;মাটিতে লালিত ভীরু, শুদু আজ আকাশের ডাকেমেলেছি স...
15/07/2025

জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,
আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;
মাটিতে লালিত ভীরু, শুদু আজ আকাশের ডাকে
মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।
যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে

আবার যখনই দেখা হবেনির্মলেন্দু গুণআবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেইবলে দেব স্ট্রেটকাটঃ 'ভালোবাসি'।এরকম সত্য-ভাষণে যদি...
15/07/2025

আবার যখনই দেখা হবে

নির্মলেন্দু গুণ
আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ 'ভালোবাসি'।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।

এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মুর্ছা যেতে চাও
মূর্ছা যাবে, জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।

'ভালোবাসি' বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।

15/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

15/07/2025

Everybody Say "Alhamdulilah" for everything...

15/07/2025
15/07/2025

“সম্পত্তির চেয়ে জ্ঞানকে অগ্রাধিকার দিন, কারণ একটি ক্ষণস্থায়ী, অন্যটির চিরস্থায়ী।” ― Socrates

15/07/2025

“হে মুমিনগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” ―[All-Quran 2:153]

15/07/2025

“ভালবাসা মানে এমনকিছুকে ভালোবাসা, যা সাধারণত ভালোবাসার অযোগ্য। ক্ষমা মানে এমনকিছুকে ক্ষমা করা, যা ক্ষমার অযোগ্য মনে হয়। বিশ্বাস মানে এমনকিছুকে বিশ্বাস করা, যা অবিশ্বাস্য। আর আশা মানে সেই সময়ও আশা করা, যখন চারপাশে শুধুই নিরাশা।”
―Gilbert K. Chesterton

কথা ছিলো একটি পতাকা পেলেআমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগসকলেই নিয়ে যাবো নিজ...
14/07/2025

কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

অভিমানের খেয়া– রুদ্র মুহম্মদ শহিদুল্লাহএতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাতপারিজাতহ...
14/07/2025

অভিমানের খেয়া

– রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,
পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত
পারিজাতহীন কঠিন পাথরে।

প্রাপ্য পাইনি করাল দুপুরে,
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা-
এই খেলা আর কতোকাল আর কতটা জীবন!
কিছুটাতো চাই- হোক ভুল, হোক মিথ্যো ও প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

আরো কিছুদিন, আরো কিছুদিন- আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে?
কতো আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়?

এতো ক্ষয়, এতো ভুল জমে ওঠে বুকের বুননে,
এই আঁখি জানে, পাখিরাও জানে কতোটা ক্ষরণ
কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়।
তুমি জানো নাই- আমি তো জানি,
কতটা গ্লানিতে এতো কথা নিয়ে, এতো গান,
এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি।

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত।

তুমি জানো নাই- আমি তো জানি।
মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে,
মাংসের ঘরে আগুন পুষেছে,
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু,
করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।

পরাজয় এসে কন্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা,
চিতার চাবুক মর্মে হেনেছো মোহন ঘাতক।
তবুতো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়,
পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু।

বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ,
পালকের পাখি নীড়ে ফিরে যায়-
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমানে পুড়ে একা আর কতটা জীবন?
কতোটা জীবন!!

আরো কিছুদিন, আরো কিছুদিন- আর কতোদিন?ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে?কতো আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম!জীবনের কাছে জ...
14/07/2025

আরো কিছুদিন, আরো কিছুদিন- আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে?
কতো আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়?

Address


Telephone

+8801650016199

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সৈয়দপুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share