সৈয়দপুর সংবাদ

সৈয়দপুর সংবাদ In this page, will be get news in all nilphamiri zilla

04/08/2025

সৈয়দপুর থানার ওসির ফইমউদ্দিনের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ছবি এডিট করে চক্রান্তমূলকভাবে পোস্টটি করা হয়েছে। যেটি পুরোটাই ভিত্তিহীন। তার নামে ফেক আইডি দিয়ে পোস্টটি করা হয়েছিল।

একটি হারানো বিজ্ঞপ্তি  একটি হারানো বিজ্ঞপ্তিনাম মো: আবু সায়েম  গ্রাম জামির বাড়ি মাঝাপাড়া সোনারায়  ডোমার নীলফামারী সে  রব...
17/06/2025

একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি

নাম মো: আবু সায়েম

গ্রাম জামির বাড়ি মাঝাপাড়া সোনারায় ডোমার নীলফামারী

সে রবিবার (১৫,০৫,২০২৫)বিকাল ৪:০০ ঘটিকা তার মাদ্রাসার উদেশ্য

চিকার হাট থেকে পলাশবাড়ী ( নীলফামারীর) উদ্দেশ্য রওনা হয়

তার পরনে ছিল সাদা পাঞ্জাবি পায়জামা ও সাদা টুপি পরিত ছিল,,

তার বয়স ১৪ বছর

যদি কোন ভাই পেয়ে থাকেন দয়া করে নিচের ঠিকানায় একটু যোগাযোগ করার জন্য অনুরোধ করছি

মোবাইল নাম্বার

01333933139

01786983113

01726301344

01748450088

01707-545027

01328718212

আপনার একটা শেয়ার আমার ভাই কে আমার কাছে ফিরিয়ে দিতে পারে

নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীসহ থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
19/03/2025

নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীসহ থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

নবনিযুক্ত পুলিশ সুপার নীলফামারী জনাব আবুল ফজল মুহাম্মদ তারিক হোসেন খান।
06/03/2025

নবনিযুক্ত পুলিশ সুপার নীলফামারী জনাব আবুল ফজল মুহাম্মদ তারিক হোসেন খান।

দারুণ ভিলেজ পলিটিক্সের শিকার মনে হচ্ছে এই লোকটা। প্রথমেই বলে রাখছি, এই চেয়ারম্যান আমার কেউ নন বা তাদের রাজনৈতিক বিশ্বাসে...
06/03/2025

দারুণ ভিলেজ পলিটিক্সের শিকার মনে হচ্ছে এই লোকটা।

প্রথমেই বলে রাখছি, এই চেয়ারম্যান আমার কেউ নন বা তাদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গেও আমার মিল নেই। শুধু একটা ইকুয়েশন মাথায় এলো, আর মনে হচ্ছে তার সঙ্গে জুলুম করা হচ্ছে—তাই এই লেখাটা লিখছি।

প্রশ্ন হলো, তাকে কোন অপরাধে আটক করা হলো?
তিনি কি গত এক বছরে কোনো ফৌজদারি অপরাধ করেছেন?

যদি ওপরের কোনো কারণ না থাকে, তাহলে এবার আসলে পলিটিক্সটা কী হয়েছে, সেটা বলি। সৈয়দপুরে অনেক রাঘববোয়াল, দুর্নীতিবাজ আছে, যারা বিভিন্ন অপরাধ করলেও তাদের আটক করা হচ্ছে না, কিন্তু তাকে আটক করা হলো! এটি আসলে একধরনের দুরদর্শিতার ফল।

ইকুয়েশনটা মিলিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। খাতামধুপুরে মূলত ২-৩ জন চেয়ারম্যান হয়ে থাকেন—তার মধ্যে পাইলটের পরিবার অন্যতম। এখন পাইলট জেলে থাকলে সুবিধা কার হবে?
পাইলট জেলে থাকলে ভবিষ্যতে কার মাঠ ফাঁকা?
আমার হাইপোথিসিস হচ্ছে, স্থানীয় ভোটের রাজনীতি তার আটক হওয়ার মূল কারণ।
সে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হওয়া প্রার্থী। তার সম্ভবত একটা ভোটব্যাংক আছে। তাই চর্যাপদের কবির মতো বলতে হয়— আপনা মাংসে হরীনা বৈরি!

এদিকে শুনছি, সৈয়দপুরের বিএনপির এক নেতা টাকার বিনিময়ে মামলার তালিকা থেকে নাম কাটা বা যোগ করার কাজ করছেন। হঠাৎ করেই সেই প্রবীণ রাজনীতিবিদের ব্যাংক ব্যালেন্সও নাকি বেড়ে গেছে!

ভাই, বিএনপি করেন ভালো কথা, কিন্তু জুলুম শুরু করবেন না।
যদি কেউ সত্যিই অপরাধ করে থাকে এবং শাস্তিযোগ্য হয়, তাহলে তার বিচার হবে—এটাই আমরা সবাই চাই।
কিন্তু রাজনৈতিক সুবিধা ও আর্থিক লাভের জন্য কারও ওপর জুলুম করবেন না—এই অনুরোধ রইল।

কপি....

মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে....
11/02/2025

মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে....

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সৈয়দপুর উপজেলা শাখা নীলফামারী এর আসন্ন...
11/02/2025

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সৈয়দপুর উপজেলা শাখা নীলফামারী এর আসন্ন দ্বি-বাষিক নিবার্চনে আপনার মূল্যবান ভোট দিয়ে সংগঠন ও স্বাস্থ্য সেবা উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিন।

রংপুরে ১৭ বছর ছেলে ভালোবেসে বিয়ে করলেন ৪০ বছরের মহিলাকে..
19/11/2024

রংপুরে ১৭ বছর ছেলে ভালোবেসে বিয়ে করলেন ৪০ বছরের মহিলাকে..

রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অর্জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন শিউলি সুলতানা প্রধান শিক্ষিকা সা...
06/10/2024

রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অর্জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন শিউলি সুলতানা প্রধান শিক্ষিকা সার্বডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর।

উল্লেখ্য যে তিনি সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম বারের মতো প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন।

সৈয়দপুর সংবাদ

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের পেস বোলিং বিভাগের নেতৃত্বে নীলফামারীর গর্ব মারুফা আক্তার।
24/09/2024

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের পেস বোলিং বিভাগের নেতৃত্বে নীলফামারীর গর্ব মারুফা আক্তার।

নীলফামারীর সৈয়দপুরে দুইশ কোটি টাকার পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগনীলফামারী প্রতিনিধি: বাবার দুইশ কোটি টা...
20/09/2024

নীলফামারীর সৈয়দপুরে দুইশ কোটি টাকার পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: বাবার দুইশ কোটি টাকার সম্পত্তি। অথচ বাবার মুত্যুর পর আমরা ৮ বোন এক মুঠো খাবারের জন্য অন্যের দ্বারে দ্বারে ঘুরেছি। দেশের প্রচলিত আইন ও ধর্মীয় নিয়ম ভেঙে বাবার রেখে যাওয়া ওই সম্পত্তি বঞ্চিত করেছে আমাদের দুই ভাই ও তাদের ছেলেরা। কথাগুলো কান্নাজড়িত কন্ঠে বলছিলেন নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার মৃত সানাউল্লাহর মেয়ে মেহেজাবিন। সানাউল্লাহ ছিলেন শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। নিরুপায় পিতার সম্পত্তির দাবিতে গত সাতদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন মেহেজাবিনসহ বোন সুফিয়া খাতুন ও তার নাতি নাতনিরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাবার বিলাসবহুল বাড়ি, আছে গাড়ি এবং ওয়েলমিল। অথচ জরাজীর্ণ বারান্দায় সন্তান নাতিদের নিয়ে অসহায়দের মত বসে আছেন মেয়ে মেহজাবীন ও সুফিয়া খাতুন। ভাইয়ের ছেলেরা অন্যান্য রুম ও টয়লেটে তালা দেওয়ায় পলিথিনে করে প্রকৃতির সাড়া সারতে হচ্ছে তাঁদের।

মেয়ে মেহজাবিন বলেন, ১৯৮০ সালে বাবা মারা যাওয়ার ভাইয়েরা সম্পত্তির ভাগ দিতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, মা শাহেরবানিকেও ভালোভাবে দেখাশুনা করেনি ভাইয়েরা। মা ক্ষুদার জ্বালায় এক মুষ্টি মুড়ির জন্য ছেলেদের দ্বারে দ্বারে ঘুরলেও কপালে জোটেনি খাবার। খাবারের বদলে ছেলেদের কাছ থেকে মিলেছে তিরিস্কার। তবে আর নয়, বাবার এত সম্পত্তি থেকেও আমার মা যেখানে এত কস্ট ভোগ করে দুনিয়া ত্যাগ করেছে আমরা সে সব সম্পত্তির সঠিক ভাগ চাই।

এ বিষয়ে কথা হয় বাড়ি দখলে থাকা মৃত সুবহানুল্লাহর ছেলে মাসুদ আলম লিটনের সঙ্গে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দাদা সানাউল্লাহ তাঁর সম্পত্তি দুই ছেলেকেই লিখে দিয়েছেন। কোন মেয়েকে লিখে দেননি। এর বেশি তিনি কিছু বলতে চাননি।

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
15/09/2024

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

Address

Saidpur Road
Saidpur
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share