সৈয়দপুর সংবাদ

সৈয়দপুর সংবাদ In this page, will be get news in all nilphamiri zilla

নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীসহ থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
19/03/2025

নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীসহ থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

নবনিযুক্ত পুলিশ সুপার নীলফামারী জনাব আবুল ফজল মুহাম্মদ তারিক হোসেন খান।
06/03/2025

নবনিযুক্ত পুলিশ সুপার নীলফামারী জনাব আবুল ফজল মুহাম্মদ তারিক হোসেন খান।

দারুণ ভিলেজ পলিটিক্সের শিকার মনে হচ্ছে এই লোকটা। প্রথমেই বলে রাখছি, এই চেয়ারম্যান আমার কেউ নন বা তাদের রাজনৈতিক বিশ্বাসে...
06/03/2025

দারুণ ভিলেজ পলিটিক্সের শিকার মনে হচ্ছে এই লোকটা।

প্রথমেই বলে রাখছি, এই চেয়ারম্যান আমার কেউ নন বা তাদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গেও আমার মিল নেই। শুধু একটা ইকুয়েশন মাথায় এলো, আর মনে হচ্ছে তার সঙ্গে জুলুম করা হচ্ছে—তাই এই লেখাটা লিখছি।

প্রশ্ন হলো, তাকে কোন অপরাধে আটক করা হলো?
তিনি কি গত এক বছরে কোনো ফৌজদারি অপরাধ করেছেন?

যদি ওপরের কোনো কারণ না থাকে, তাহলে এবার আসলে পলিটিক্সটা কী হয়েছে, সেটা বলি। সৈয়দপুরে অনেক রাঘববোয়াল, দুর্নীতিবাজ আছে, যারা বিভিন্ন অপরাধ করলেও তাদের আটক করা হচ্ছে না, কিন্তু তাকে আটক করা হলো! এটি আসলে একধরনের দুরদর্শিতার ফল।

ইকুয়েশনটা মিলিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। খাতামধুপুরে মূলত ২-৩ জন চেয়ারম্যান হয়ে থাকেন—তার মধ্যে পাইলটের পরিবার অন্যতম। এখন পাইলট জেলে থাকলে সুবিধা কার হবে?
পাইলট জেলে থাকলে ভবিষ্যতে কার মাঠ ফাঁকা?
আমার হাইপোথিসিস হচ্ছে, স্থানীয় ভোটের রাজনীতি তার আটক হওয়ার মূল কারণ।
সে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়িয়ে বিজয়ী হওয়া প্রার্থী। তার সম্ভবত একটা ভোটব্যাংক আছে। তাই চর্যাপদের কবির মতো বলতে হয়— আপনা মাংসে হরীনা বৈরি!

এদিকে শুনছি, সৈয়দপুরের বিএনপির এক নেতা টাকার বিনিময়ে মামলার তালিকা থেকে নাম কাটা বা যোগ করার কাজ করছেন। হঠাৎ করেই সেই প্রবীণ রাজনীতিবিদের ব্যাংক ব্যালেন্সও নাকি বেড়ে গেছে!

ভাই, বিএনপি করেন ভালো কথা, কিন্তু জুলুম শুরু করবেন না।
যদি কেউ সত্যিই অপরাধ করে থাকে এবং শাস্তিযোগ্য হয়, তাহলে তার বিচার হবে—এটাই আমরা সবাই চাই।
কিন্তু রাজনৈতিক সুবিধা ও আর্থিক লাভের জন্য কারও ওপর জুলুম করবেন না—এই অনুরোধ রইল।

কপি....

মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে....
11/02/2025

মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে....

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সৈয়দপুর উপজেলা শাখা নীলফামারী এর আসন্ন...
11/02/2025

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সৈয়দপুর উপজেলা শাখা নীলফামারী এর আসন্ন দ্বি-বাষিক নিবার্চনে আপনার মূল্যবান ভোট দিয়ে সংগঠন ও স্বাস্থ্য সেবা উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিন।

রংপুরে ১৭ বছর ছেলে ভালোবেসে বিয়ে করলেন ৪০ বছরের মহিলাকে..
19/11/2024

রংপুরে ১৭ বছর ছেলে ভালোবেসে বিয়ে করলেন ৪০ বছরের মহিলাকে..

রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অর্জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন শিউলি সুলতানা প্রধান শিক্ষিকা সা...
06/10/2024

রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অর্জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন শিউলি সুলতানা প্রধান শিক্ষিকা সার্বডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর।

উল্লেখ্য যে তিনি সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম বারের মতো প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন।

সৈয়দপুর সংবাদ

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের পেস বোলিং বিভাগের নেতৃত্বে নীলফামারীর গর্ব মারুফা আক্তার।
24/09/2024

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের পেস বোলিং বিভাগের নেতৃত্বে নীলফামারীর গর্ব মারুফা আক্তার।

নীলফামারীর সৈয়দপুরে দুইশ কোটি টাকার পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগনীলফামারী প্রতিনিধি: বাবার দুইশ কোটি টা...
20/09/2024

নীলফামারীর সৈয়দপুরে দুইশ কোটি টাকার পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: বাবার দুইশ কোটি টাকার সম্পত্তি। অথচ বাবার মুত্যুর পর আমরা ৮ বোন এক মুঠো খাবারের জন্য অন্যের দ্বারে দ্বারে ঘুরেছি। দেশের প্রচলিত আইন ও ধর্মীয় নিয়ম ভেঙে বাবার রেখে যাওয়া ওই সম্পত্তি বঞ্চিত করেছে আমাদের দুই ভাই ও তাদের ছেলেরা। কথাগুলো কান্নাজড়িত কন্ঠে বলছিলেন নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার মৃত সানাউল্লাহর মেয়ে মেহেজাবিন। সানাউল্লাহ ছিলেন শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। নিরুপায় পিতার সম্পত্তির দাবিতে গত সাতদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন মেহেজাবিনসহ বোন সুফিয়া খাতুন ও তার নাতি নাতনিরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাবার বিলাসবহুল বাড়ি, আছে গাড়ি এবং ওয়েলমিল। অথচ জরাজীর্ণ বারান্দায় সন্তান নাতিদের নিয়ে অসহায়দের মত বসে আছেন মেয়ে মেহজাবীন ও সুফিয়া খাতুন। ভাইয়ের ছেলেরা অন্যান্য রুম ও টয়লেটে তালা দেওয়ায় পলিথিনে করে প্রকৃতির সাড়া সারতে হচ্ছে তাঁদের।

মেয়ে মেহজাবিন বলেন, ১৯৮০ সালে বাবা মারা যাওয়ার ভাইয়েরা সম্পত্তির ভাগ দিতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, মা শাহেরবানিকেও ভালোভাবে দেখাশুনা করেনি ভাইয়েরা। মা ক্ষুদার জ্বালায় এক মুষ্টি মুড়ির জন্য ছেলেদের দ্বারে দ্বারে ঘুরলেও কপালে জোটেনি খাবার। খাবারের বদলে ছেলেদের কাছ থেকে মিলেছে তিরিস্কার। তবে আর নয়, বাবার এত সম্পত্তি থেকেও আমার মা যেখানে এত কস্ট ভোগ করে দুনিয়া ত্যাগ করেছে আমরা সে সব সম্পত্তির সঠিক ভাগ চাই।

এ বিষয়ে কথা হয় বাড়ি দখলে থাকা মৃত সুবহানুল্লাহর ছেলে মাসুদ আলম লিটনের সঙ্গে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দাদা সানাউল্লাহ তাঁর সম্পত্তি দুই ছেলেকেই লিখে দিয়েছেন। কোন মেয়েকে লিখে দেননি। এর বেশি তিনি কিছু বলতে চাননি।

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
15/09/2024

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক হলেন শরীফা হক।
10/09/2024

নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক হলেন শরীফা হক।

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালকের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিউত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র সৈয়দপ...
07/09/2024

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালকের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করার লক্ষে ও, ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণসহ ১২ দফা দাবীতে অবস্থান কর্মসূচি করেছে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী ও মালিক সমিতি। প্লাজার ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে, ওইসব দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সৈয়দপুর প্লাজা বন্ধ রাখাসহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় মার্কেটের প্রকল্প পরিচালকের অফিসের সামনে অনুষ্ঠিত কর্মসূচি অবস্থানে ওই ঘোষণা দেওয়া হয়। সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ীরা বক্তব্য বলেন, এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী নেতা রওশন মহানামা, সংগঠনের সহ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন মনু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সংগঠনটির সাবেক সভাপতি আরশেদ আলো,সাবেক আহবায়ক আনোয়ারুল ইসলাম, প্লাজা মার্কেট জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা ময়নুল ইসলাম কাদেরী,

ব্যবসায়ী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও ব্যবসায়ী মোস্তাফিজা হোসেন শিলা প্রমুখ। বক্তারা বলেন,প্লাজার কোন অনিয়ম তুলে ধরা হলেই প্রকল্প পরিচালক গুলজার আহমেদ তা নিরসন না করে বিভিন্ন সময় টালবাহানা করে আসছেন। উল্টো প্লাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কুটকৌশল অবলম্বন করেন। তারা বলেন দীর্ঘদিন থেকে এমন অনিয়ম করে আসলেও প্লাজার মালিককে ভুল বুঝিয়ে ঢাকাসহ নীলফামারীতে সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছেন। এছাড়া বক্তারা তার বিরুদ্ধে নকশা বহির্ভুতভাবে মার্কেট নির্মাণ, দোকান ও পজেশন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ও স্বজন প্রীতি এবং প্রতারণা, প্রতিশ্রুতিভঙ্গ ও নানা অনিয়ম ফিরিস্তি তুলে ধরেন।

পরে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের নানা অনিয়মের বিষয়টি অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, তাদের ১২ দফা দাবির বিষয়টি। দাবিগুলোর অন্যতম হলো- সংগঠনের নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহার,প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণ, মার্কেটে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ৩০০ কেভি অটো জেনারেটর স্থাপন, প্লাজার গার্ড রুম দখলমুক্ত করণ,চলম্ত সিঁড়ি ও লিফট্ চালু,মার্কেটের প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, সৈয়দপুর প্লাজা ও এস আর প্লাজায় সংযোগে দুটি সংযোগ সড়ক ও ওভার ব্রীজ নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা প্রমুখ,

Address

Saidpur Road
Saidpur
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share