07/09/2024
সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালকের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি
উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করার লক্ষে ও, ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণসহ ১২ দফা দাবীতে অবস্থান কর্মসূচি করেছে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী ও মালিক সমিতি। প্লাজার ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে, ওইসব দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সৈয়দপুর প্লাজা বন্ধ রাখাসহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় মার্কেটের প্রকল্প পরিচালকের অফিসের সামনে অনুষ্ঠিত কর্মসূচি অবস্থানে ওই ঘোষণা দেওয়া হয়। সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ীরা বক্তব্য বলেন, এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী নেতা রওশন মহানামা, সংগঠনের সহ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন মনু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সংগঠনটির সাবেক সভাপতি আরশেদ আলো,সাবেক আহবায়ক আনোয়ারুল ইসলাম, প্লাজা মার্কেট জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা ময়নুল ইসলাম কাদেরী,
ব্যবসায়ী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও ব্যবসায়ী মোস্তাফিজা হোসেন শিলা প্রমুখ। বক্তারা বলেন,প্লাজার কোন অনিয়ম তুলে ধরা হলেই প্রকল্প পরিচালক গুলজার আহমেদ তা নিরসন না করে বিভিন্ন সময় টালবাহানা করে আসছেন। উল্টো প্লাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কুটকৌশল অবলম্বন করেন। তারা বলেন দীর্ঘদিন থেকে এমন অনিয়ম করে আসলেও প্লাজার মালিককে ভুল বুঝিয়ে ঢাকাসহ নীলফামারীতে সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছেন। এছাড়া বক্তারা তার বিরুদ্ধে নকশা বহির্ভুতভাবে মার্কেট নির্মাণ, দোকান ও পজেশন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ও স্বজন প্রীতি এবং প্রতারণা, প্রতিশ্রুতিভঙ্গ ও নানা অনিয়ম ফিরিস্তি তুলে ধরেন।
পরে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের নানা অনিয়মের বিষয়টি অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, তাদের ১২ দফা দাবির বিষয়টি। দাবিগুলোর অন্যতম হলো- সংগঠনের নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহার,প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণ, মার্কেটে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ৩০০ কেভি অটো জেনারেটর স্থাপন, প্লাজার গার্ড রুম দখলমুক্ত করণ,চলম্ত সিঁড়ি ও লিফট্ চালু,মার্কেটের প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, সৈয়দপুর প্লাজা ও এস আর প্লাজায় সংযোগে দুটি সংযোগ সড়ক ও ওভার ব্রীজ নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা প্রমুখ,