16/07/2025
চারছাত্রী শারীরিক লঞ্চিত ও মারধরের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধিঃ
কয়াগোলাহাট হাইস্কুল এন্ড কলেজের স্কুল শাখায় অধ্যয়নরত ৪ জন ছাত্রীকে শারীরিক ভাবে লাঞ্চিত এবং মোনা ও মোঃ জীবন এর উপর নৃশংস হামলার প্রতিবাদে ও অভিযুক্ত অপরাধীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই ) বিকেল ৪ টায় গোলাহাট ৩নং ক্যাম্পবাসী (সিনেমা হল ক্যাম্প) ব্যানারে এ গোলাহাট গোস্তাহাটি মোড়ে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
এতে বক্তব্য রাখেন ৩নং (সিনেমা হল ক্যাম্প) সভাপতি জামাল উদ্দিন, মারধরের মোঃ মোনা সহ ভুক্তভোগী শিক্ষার্থী,মোছাঃ মুক্তি, মোছাঃ সুহানি, মোছাঃ শাবনূর।
মানববন্ধনে বক্তারা বলেন গত ১০ জুলাই বিকালে সময় সৈয়দপুর থানাধীন ০১ নং ওয়ার্ডস্থ বদ্ধভূমিতে কয়া গোলাহাট ২নং ক্যাম্পের মোঃ সুমন (৩০), মোঃ জীবন (৩০) মোঃ রাজা (২৮, মোঃ আশিক (২৫), এসে মাদক সেবন করা কালে আমাদের কয়া গোলাহাট নতুন ক্যাম্পের লোকজন বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাদের ক্যাম্পের মোঃ মোনা ও মোঃ জীবনের উপর হামলা করে একপর্যায়ে ২০/৩০ জন ছেলে নিয়ে আমাদের ক্যাম্পের ভিতরে এসে ক্যাম্পের লোকজন কে মারধর করে।
বক্তারা আরো বলেন, গত ১০ জুলাই সন্ধ্যা সাতটায় গোলাহাট পার্টির ট্যাংকি সংলগ্ন এফাওএইচ কোচিং সেন্টার হতে আমাদের মেয়েরা মোছাঃ মুক্তি (১৪), মোছাঃ সুহানি (১৩) , মোছাঃ শাবনূর (১৪) পায়ে হেঁটে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে কয়াগোলাহাট কবরস্থান রোডের ২ নং ক্যাম্পের সামনে জীবন এর নেতৃত্বে ২০/২৫ জন মহল্লার পূর্বে ঝগড়ার জেরে আটক করে। অকথ্য ভাষায় গালিগালাজহ মারধর করে । তারা এখন ভয়ে কোচিং ও স্কুল যেতে যাচ্ছে না।আমরা এর সঠিক বিচার চাই।
মোছাঃ তাহেরা বেগম নামে এক বৃদ্ধা জানান, ক্যাম্পে খারাপ পরিবেশ যাতে তৈরি না হয় সেইজন্য রাতে জীবন নামে এক ছেলেকে আমি মানা করছি আমাদের ক্যাম্পে না আস্তে সে আমাকে ধাক্কা দিয়ে আমাদের ক্যাম্পে ডুগে ছেলেপেলে নিয়ে এসে মারামারি করেছে ।
ক্যাম্পবাসী অভিযোগ করে বলেন রাতে গোলাহাট ২ নং ক্যাম্পের ছেলেরা রেল লাইনের পাশে এসে গভীর রাতে আমার বাড়িতে রেল লাইনের ধারে থাকা পাথর বাড়ির টিনে নিক্ষেপ করে যার কারণে আমাদের যেগুলো বাড়ি রেল লাইন পাশ দিয়ে রয়েছে সব বাড়ির টিন নষ্ট হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই ।