Saidpur Tv live

Saidpur Tv live আমরা স্থানীয়, কিন্তু খবর রাখি আপনাদেরও

সৈয়দপুরে মসিজদে নামাজের সময় হৃদ/রোগে আ/ক্রান্ত হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃ/ত্যুসৈয়দপুর নতুন বাবুপাড়ায় মসজিদ ই-তুবাতে যোহরের...
27/07/2025

সৈয়দপুরে মসিজদে নামাজের সময় হৃদ/রোগে
আ/ক্রান্ত হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃ/ত্যু
সৈয়দপুর নতুন বাবুপাড়ায় মসজিদ ই-তুবাতে যোহরের নামাজের সময় একজন ঝালমুড়ি বিক্রেতা মসজিদের ভেতর হৃ/দরোগে আ/ক্রান্ত হয়ে মা/রা যান।
ছোটবেলা থেকে ওনাকে বাদাম বিক্রি করতে দেখতাম কয়া নং ১ সরকারি স্কুলে।
সবার সৌভাগ্য এমন হয় না। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের দান করুক। সুত্র : শিক্ষানগরী সৈয়দপুর

16/07/2025

চারছাত্রী শারীরিক লঞ্চিত ও মারধরের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধিঃ
কয়াগোলাহাট হাইস্কুল এন্ড কলেজের স্কুল শাখায় অধ্যয়নরত ৪ জন ছাত্রীকে শারীরিক ভাবে লাঞ্চিত এবং মোনা ও মোঃ জীবন এর উপর নৃশংস হামলার প্রতিবাদে ও অভিযুক্ত অপরাধীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই ) বিকেল ৪ টায় গোলাহাট ৩নং ক্যাম্পবাসী (সিনেমা হল ক্যাম্প) ব্যানারে এ গোলাহাট গোস্তাহাটি মোড়ে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

এতে বক্তব্য রাখেন ৩নং (সিনেমা হল ক্যাম্প) সভাপতি জামাল উদ্দিন, মারধরের মোঃ মোনা সহ ভুক্তভোগী শিক্ষার্থী,মোছাঃ মুক্তি, মোছাঃ সুহানি, মোছাঃ শাবনূর।

মানববন্ধনে বক্তারা বলেন গত ১০ জুলাই বিকালে সময় সৈয়দপুর থানাধীন ০১ নং ওয়ার্ডস্থ বদ্ধভূমিতে কয়া গোলাহাট ২নং ক্যাম্পের মোঃ সুমন (৩০), মোঃ জীবন (৩০) মোঃ রাজা (২৮, মোঃ আশিক (২৫), এসে মাদক সেবন করা কালে আমাদের কয়া গোলাহাট নতুন ক্যাম্পের লোকজন বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাদের ক্যাম্পের মোঃ মোনা ও মোঃ জীবনের উপর হামলা করে একপর্যায়ে ২০/৩০ জন ছেলে নিয়ে আমাদের ক্যাম্পের ভিতরে এসে ক্যাম্পের লোকজন কে মারধর করে।

বক্তারা আরো বলেন, গত ১০ জুলাই সন্ধ্যা সাতটায় গোলাহাট পার্টির ট্যাংকি সংলগ্ন এফাওএইচ কোচিং সেন্টার হতে আমাদের মেয়েরা মোছাঃ মুক্তি (১৪), মোছাঃ সুহানি (১৩) , মোছাঃ শাবনূর (১৪) পায়ে হেঁটে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে কয়াগোলাহাট কবরস্থান রোডের ২ নং ক্যাম্পের সামনে জীবন এর নেতৃত্বে ২০/২৫ জন মহল্লার পূর্বে ঝগড়ার জেরে আটক করে। অকথ্য ভাষায় গালিগালাজহ মারধর করে । তারা এখন ভয়ে কোচিং ও স্কুল যেতে যাচ্ছে না।আমরা এর সঠিক বিচার চাই।

মোছাঃ তাহেরা বেগম নামে এক বৃদ্ধা জানান, ক্যাম্পে খারাপ পরিবেশ যাতে তৈরি না হয় সেইজন্য রাতে জীবন নামে এক ছেলেকে আমি মানা করছি আমাদের ক্যাম্পে না আস্তে সে আমাকে ধাক্কা দিয়ে আমাদের ক্যাম্পে ডুগে ছেলেপেলে নিয়ে এসে মারামারি করেছে ।

ক্যাম্পবাসী অভিযোগ করে বলেন রাতে গোলাহাট ২ নং ক্যাম্পের ছেলেরা রেল লাইনের পাশে এসে গভীর রাতে আমার বাড়িতে রেল লাইনের ধারে থাকা পাথর বাড়ির টিনে নিক্ষেপ করে যার কারণে আমাদের যেগুলো বাড়ি রেল লাইন পাশ দিয়ে রয়েছে সব বাড়ির টিন নষ্ট হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই ।

সৈয়দপুর পৌরসভার ২৫-২৬ অর্থ বছরের ১,২২,২৯,৭৪,৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়
15/07/2025

সৈয়দপুর পৌরসভার ২৫-২৬ অর্থ বছরের ১,২২,২৯,৭৪,৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়

এবার মেলায় হবে খেলা  📢  ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে র‍্যাফেল ড্র, হাউজি, লটারি, জুয়া বেআইনি : বাকি কাজ রাজধানী
13/07/2025

এবার মেলায় হবে খেলা 📢 ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে র‍্যাফেল ড্র, হাউজি, লটারি, জুয়া বেআইনি : বাকি কাজ রাজধানী

07/07/2025

মেলার নামে কী ক্যান্টনমেন্ট টার্গেট | সৈয়দপুরে মেলার নামে জু/য়া |

30/06/2025

সৈয়দপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হওয়া ভুক্তভোগী ঐ তিন সাংবাদিক।

23/06/2025

মা*মলা করলি কেন, একারণে তোদের অনেক ক্ষ*তি হবে | ঘটনা : সৈয়দপুর শহরের ১২ নং ওয়ার্ড এর নতুন বাবু পাড়া ঈদগাহ মাঠ

16/06/2025

👊সৈয়দপুর কে জেলা চাই ✊
সম্মানিত সৈয়দপুরবাসী - আসসালামু আলাইকুম, আমরা সৈয়দপুর কে জেলা চাই নিয়ে একটা যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন করতে চাচ্ছি / যাচ্ছি - অবকাঠামোগত দিক থেকেও সৈয়দপুর প্রস্তুত। এখানে রয়েছে পৌরসভা, থানাসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। জেলা প্রশাসন, আদালত, শিক্ষা বোর্ড, ব্যাংকিং ও কৃষিসেবা বিভাগ চালু করতে বিশেষ কোনো ব্যয়বহুল প্রস্তুতির প্রয়োজন নেই—শুধু রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সিদ্ধান্তই যথেষ্ট।

তাই এই আন্দোলনে আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি..

29/05/2025

ফ্রিজ এবং এসির হাটে চলে আসলাম | চলছে বিশেষ অফার | সৈয়দপুর রাবেয়া বাজার শাকিল এন্টারপ্রাইজ |

আকাশ'টা তো মেঘলা, বাহিরে থাকিও নাতো একলা
19/05/2025

আকাশ'টা তো মেঘলা, বাহিরে থাকিও নাতো একলা

19/05/2025

সময়ে রাস্তা/সড়কও কথা বলে - প্র'তিশোধ নিচ্ছে সাধারণ মানুষের সাথে

19/05/2025

আজ সকালে সৈয়দপুর নীলফামারী সড়কের ফুলতলায় দূর্ঘটনায় একজনের মৃত্যু।

Address

SAIDPUR City
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur Tv live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share