সখিপুর টাংগাইল

সখিপুর টাংগাইল লাল মাটির সখিপুরে আপনাকে স্বাগতম।
(6)

এটিএন নিউজের প্রতিবেদন টা দেখে আমার শুধু মনে হলো পৃথিবী এখনো গোল, আর তাইতো আমিরুল কে খুজতে গিয়ে রিপন মিয়ার মায়ের কাছেই গ...
15/10/2025

এটিএন নিউজের প্রতিবেদন টা দেখে আমার শুধু মনে হলো পৃথিবী এখনো গোল, আর তাইতো আমিরুল কে খুজতে গিয়ে রিপন মিয়ার মায়ের কাছেই গেছে প্রতিবেদক। সেই গ্রামেই,সেই বাড়িতেই,সেই মহিলার কাছেই!

রিপন মিয়ার মা নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন আবার ছেলের পরিচয় ও দিলেন।প্রতিবেদক কে আবার ডেকে নিয়ে ক্যামেরার সামনে ছেলের নামে দুনিয়ার সব বদনাম করে আবার বললেন আমি চাই ও সুখে থাকুক,ভালো থাকুক। সিরিয়াসলি!হিন্দি সিরিয়ালের কুটনি মা গুলাও তো এরথেকে কম কুটনামি করে চাচি।

ছেলের যদি ভালোই চাইতেন তাহলে ছেলে স্বচ্ছল আছে দেখে খুশি হতেন,ক্যামেরা দেখেই কানতে কানতে বলতেন না কতো কষ্ট করে পালছেন, আপনার বাচ্চা আপনি কষ্ট করে পালবেন সেটাই তো স্বাভাবিক। এখন ছেলে পরিচয় দেয়না কারন তারা গরীব 🙄।ভাই রিপন মিয়া কোন দেশের বড়লোক! সে নাকি দেশে বিদেশে ঘুরে বেড়ায়,ফাইভ স্টারে থাকে। বেচারা গেছেই মাত্র একটা দেশ নেপালে সেটাও স্পন্সরড।

এই চাচিরে দেখে আমার কিছু কথা মনে পরে গেলো,যারা মুখে বলে আমায় কতো ভালোবাসে,পেছনে দেয় আছোলা বাশ।


হ্যাঁ উনি সেই শহিদুল আলম।যাকে ফ্যা*সিস্ট খু*নি সরকার ২০১৮ সালের নিরাপদ সড়'ক আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারে...
02/10/2025

হ্যাঁ উনি সেই শহিদুল আলম।

যাকে ফ্যা*সিস্ট খু*নি সরকার ২০১৮ সালের নিরাপদ সড়'ক আ'ন্দোলনের সময় উস্কা'নিমূলক মি'থ্যা' প্রচারের অভিযোগ তুলে ICT আইনে সাত (৭) দিনের রি'মা'ন্ডে দেয়। সেই মা*ম'লায় ১০৭ দিন কা'রাভোগের পর ২০১৮ এর ২০ নভেম্বর তিনি জা'মিনে মুক্তি পান।

আজ সেই শহিদুল আলম আবারও দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পক্ষে। আজ তিনি সুমুদ ফ্লো'টি'লার পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে, নি'পী'ড়ি'ত ফি*লি'স্তি:নিদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিত্ব করছেন।

মন থেকে সেলুট হে বীর শহিদুল আলম আপনাকে।
—আপনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসর।য়েল ঘোষিত বেরিকেড সীমানায় পৌঁছে গেছে। মানবাধিকার কর্মীগণ যে কোন মূল্যে গাজায় পৌঁছার ঘোষণা দিয়...
02/10/2025

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসর।য়েল ঘোষিত বেরিকেড সীমানায় পৌঁছে গেছে। মানবাধিকার কর্মীগণ যে কোন মূল্যে গাজায় পৌঁছার ঘোষণা দিয়েছেন।

৪০ টি জাহাজে ত্রাণ ভর্তি করে নিয়ে যাচ্ছেন তারা। আশা করছেন যে করেই হোক এগুলো নিয়ে পৌছবেন গাজার ক্ষুধার্ত মানুষের কাছে।

এদিকে এই বহর থামাতে ইসর।য়েল ৫০০ সেনা মোতায়েন করেছে। তাদের পরিকল্পনা, গাজার কাছাকাছি পৌঁছার আগেই সব জাহাজকে আটকে ফেলা, আর জাহাজে থাকা কর্মীদের গ্রেপ্তার করা।

গ্রেপ্তার করতে তারা অস্ত্রের ব্যবহারও করতে পারে। এ জন্য হতাহতের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল্লাহ তুমি গাজার ক্ষুধার্ত অসহায় মানুষদের কাছে জাহাজগুলোকে পৌঁছে দাও...

নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব...

একজন রিয়েল ফাইটার, বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।বিশ্বের ৪৪টি দেশের মানবাধিকার কর্মীদের নি...
02/10/2025

একজন রিয়েল ফাইটার, বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।

বিশ্বের ৪৪টি দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে ৫৫ টির বেশি জাহাজে করে সাহায্য নিয়ে গাজার আজকে পৌঁছেছে। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিমান ফটোগ্রাফার ও এক্টিভিস্ট শহিদুল আলম ভাই।

একজন বাংলাদেশী হিসেবে সত্যি প্রাউড ফিল করছি! স্যালুট প্রিয় শহিদুল আলম ভাই।

From the river to the sea
Palestine will be free.

- ফারুক হাসান





ব্রিটিশরা ভারত শাসনকালে অতিরিক্ত কোবরা সাপের সমস্যা মোকাবেলা করার জন্য তারা একটি পুরস্কার চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে...
28/09/2025

ব্রিটিশরা ভারত শাসনকালে অতিরিক্ত কোবরা সাপের সমস্যা মোকাবেলা করার জন্য তারা একটি পুরস্কার চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে কোন লোক কোবরা সাপ মে'রে নিয়ে আসলে তাদের পুরস্কার প্রদান করা হতো।

এমন সময় কিছু লোক অতিরিক্ত পুরস্কারের জন্য নিজ বাসায় কোবরা পালন করা শুরু করে। এবং তার প্রয়োজন অনুযায়ী একটি করে সাপ মেরে নিয়ে গিয়ে পুরস্কার গ্রহণ করত।

সাধারণ লোকের এই চালাকি যখন ব্রিটিশরা জানতে পারে তখন তারা পুরস্কার দেওয়া বন্ধ করে দেয়।

ফলস্বরূপ যারা সাপ পালন করতেছিল তারা সবগুলো সাপ আবার ছেড়ে দেয়! এতে করে সমস্যা কমার বদলে আরো জটিল আকার ধারণ করে। এই সমস্যাটিকেই পরবর্তীতে নাম দেওয়া হয় 'কোবরা ইফেক্ট'।

- মশিউজ্জামান প্রিন্স

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেননিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর, ২...
27/09/2025

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর, ২০২৫: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে এই প্রস্তাব দেন।

আলোচনাকালে প্রধানমন্ত্রী টোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, গেলফু মাইন্ডফুলনেস সিটি (GMC) কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে সংযুক্ত হলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হতে পারে, যা বাংলাদেশ ভুটানের বিনিয়োগকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্রস্তাবগুলিকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন যে উভয় দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য সকল উপায় অনুসন্ধান করা উচিত।

"বাংলাদেশ এবং ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যেতে পারে," অধ্যাপক ইউনূস বলেন।

প্রধানমন্ত্রী টোবগে ভুটানের ধর্মীয় পর্যটন প্রচারের পরিকল্পনার কথাও তুলে ধরেন, উল্লেখ করেন যে বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুরা তাদের দেশে বিশ্বাস ছড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন যে ভুটান তার জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগাভাগি করতে আগ্রহী এবং বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত।

তিনি ভুটানে ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহায়তাও চেয়েছেন।

দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে ভুটান ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন জাতিসংঘ-আয়োজিত পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবে।

প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী টোবগে মন্তব্য করেছেন যে তার নেতৃত্বে বাংলাদেশ "ভালো হাতে" রয়েছে।

প্রফেসর ইউনূসকে তার "রোল মডেল" হিসেবে উল্লেখ করে তিনি তাকে "আমার অধ্যাপক" হিসেবে উষ্ণভাবে স্বাগত জানান।

তিনি ৯ সেপ্টেম্বর উদ্বোধন করা থিম্পুতে বাংলাদেশের নতুন চ্যান্সেরি ভবনের নকশারও প্রশংসা করেন, যা "হিমালয়ের পাদদেশে বঙ্গোপসাগর" থিমে নির্মিত হয়েছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রী টোবগেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভুটানের নেতা তা গ্রহণ করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পরিকল্পিত সাধারণ নির্বাচনের আগে তিনি এই সফর করতে পারেন বলে পরামর্শ দেন।




এই মাত্র টাঙ্গাইলের সখীপুর উপজেলার ধোপারচালা এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করা হয়েছ...
01/09/2025

এই মাত্র টাঙ্গাইলের সখীপুর উপজেলার ধোপারচালা এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।
অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

19/08/2025
টাঙ্গাইল বড়ই অদ্ভুত শহর। এখানে শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ের নাম "নিরালা" আর সারাক্ষণ গাড়ি ঘোড়া আর মানুষের ভিড়ে তটস্থ ...
12/08/2025

টাঙ্গাইল বড়ই অদ্ভুত শহর। এখানে শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ের নাম "নিরালা" আর সারাক্ষণ গাড়ি ঘোড়া আর মানুষের ভিড়ে তটস্থ মোড়ের নাম "শান্তিকুঞ্জ"। কালীবাড়ি রোডে মসজিদের নাম "কালীবাড়ি মসজিদ" আর ভিক্টোরিয়া রোডে এক যুগ আগে চালু হওয়া এক বিরিয়ানির দোকানের নাম "লালবাগ"। অন্য জেলার মানুষকে কিছুক্ষণের জন্য গোলকধাঁধায় ফেলার নাম "বিন্দুবাসিনী"। "এই তুমি না ছেলে? তাহলে বিন্দুবাসিনীতে পড় বলো যে? ওইটা না মেয়েদের স্কুল?" "আরে বিন্দুবাসিনী গার্লস বয়েজ দুইটাই আছে।" বাজারের নাম "পাঁচ আনি" আর "ছয় আনি", পাঁচ ছয় আনায় সেখানে কখনো বাজার সদাই মিলতো কিনা সেই ইতিহাসই বা কে জানে। "আদালত পাড়া" নামের পাড়া শহরের এক দিকে আর সত্যিকারের আদালত শহরের আরেক প্রান্তে। "কলেজ পাড়ায়" কোনো কলেজ নেই, আর "প্যারাডাইস পাড়া" আসলেই স্বর্গের মতো কিনা সে পাড়ার বাসিন্দারাই বলতে পারবে। "রেজিস্ট্রি পাড়ায়" গেলে যদিও কেউ লাঞ্চের পরে আসতে বলে না। জেলার ভেতরেই আবার এক জায়গায় নাম "ডিস্ট্রিক্ট"। খানিকটা অদ্ভুত খানিকটা এলোমেলো ঠেকে। কিন্তু বাড়ি ফেরা বলতে বুঝি এই টাঙ্গাইলে ফেরা।

একটা ফটোকার্ড ভাইরাল হয়েছে।সবাই সমানে শেয়ার করছে, মালয়ালম সিনেমা বদলে দিলো ক্লাশের চিত্র। কেরালার বেশ কিছু স্কুলে এখন থে...
13/07/2025

একটা ফটোকার্ড ভাইরাল হয়েছে।
সবাই সমানে শেয়ার করছে, মালয়ালম সিনেমা বদলে দিলো ক্লাশের চিত্র।

কেরালার বেশ কিছু স্কুলে এখন থেকে আর ব্যাকবেঞ্চার বলে কিছু থাকবে না।
কারণ, বেঞ্চগুলো এমন রো’তে সাজানো যে পেছনের বেঞ্চ বলে কিছু নেই। সব বেঞ্চই সামনের বেঞ্চ।

মজার বিষয় হচ্ছে, এই বদলে যাওয়া দেখে আপ্লুত আমরা আহা, উহু করছি। তাদের কত এগিয়ে যাওয়া ভাবছি।
অবশ্যই তারা এগিয়ে আছে। আমাদের চেয়ে অনেক বিষয়ে। অন্য বিষয়ে।
তবে, এই বিষয়টাতে না।

এই বিষয়টা এগিয়ে আছে, আমরা যাদের পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থা বলি, সেই মাদ্রাসাগুলো।

দেশের প্রায় সকল মাদ্রাসা তাদের জন্মলগ্ন থেকে এইভাবে বসিয়ে আসছে। এবং ছাত্ররাও বসে আসছে সেই ছোটবেলা থেকে।

মাদ্রাসা নিয়ে বললে হয়তো স্মার্টনেস থাকে না। তাই আলোচনায় এলো না সেটা।

যাই হোক, যারা বদলে যাওয়ার চিত্র দেখছেন সিনেমায়, মালয়ালমে, তারা আমাদের মাদ্রাসাগুলো ঘুরে দেখে আসবেন কষ্ট করে...

10/07/2025

এক নজরে সখিপুরের এসএসসি ফলাফল ২০২৫ খ্রি.

বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ(পাহাড়কাঞ্চনপুর)
মোট পরিক্ষার্থী: ১৫৫
কৃতকার্য: ১৩৩
জিপিএ ফাইভ: ৪২ জন

সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ
মোট পরিক্ষার্থী: ২৯৯
পাস করেছে: ২৪৩
জিপিএ ফাইভ: ৬৮


সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
মোট পরিক্ষার্থী: ১৭৪ জন
পাস করেছে : ১২৩ জন
এ প্লাস: ১৩ জন

সূর্য তরুন শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজ৷
মোট পরীক্ষার্থী - ৫৯ জন
কৃতকার্য - ৩২ জন
(A+ ১ জন)
পাশের হার - ৫৪.২৪ শতাংশ

কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়
মোট পরিক্ষার্থী: ৫৬
পাস: ৩৩
(A+ : ১ জন)
পাসের হার: ৫৮%

কচুয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা
মোট পরিক্ষার্থী: ১৮ জন
পাস করেছে: ১৬ জন

ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় এর ফলাফল
মোট পরিক্ষার্থী সংখ্যা -৫৯ জন
মোট পাশ-৪২ জন
পাসের হার ৭১.১৯%
জিপিএ ফাইভ- ১ জন

প্রতিমা বংকী মাদরাসা
মোট পরিক্ষার্থী: ৩৩ জন।
পাস করেছে: ৩৩ জন।

হতেয়া হাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়
মোট পরিক্ষার্থী: ৫২ জন।
পাস: ৩৬ জন

ঘোনারচালা উচ্চ বিদ্যালয়
মোট পরীক্ষার্থী ৪৭ জন
পাশ ৩৫ জন
পাশের হার ৭৪.৪৭%

বড়চওনা উচ্চ বিদ্যালয়
মোট পরীক্ষার্থী: ৭২
জিপিএ ফাইভ: ০৫ জন
কৃতকার্য: ৫৯ জন
পাশের হার: ৮১.৯৪%

কালিয়া পাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়
মোট পরিক্ষার্থী: ৬২ জন
পাস------ ৩৪ জন
ফেল-----২৮ জন

গোহাইল বাড়ী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী ৪৮ জন
GPA : ৬ জন
পাস ৩৯ জন
পাসের হার ৮১.২৫%

দিঘীরচালা জে.আই দাখিল মাদ্রাসা
মোট পরিক্ষার্থী ২৪ জন
পাস: ২৪ জন
পাসের হার: ১০০%

মাওলানা পাড়া সালাফিয়া সিনিয়র আলিম মাদ্রাসা
মোট পরিক্ষার্থী: ১৮জন
পাস: ১৫ জন।

বেতুয়া উচ্চ বিদ্যালয়
• মোট পরীক্ষার্থী: ৬২ জন
• পাস করেছে: ৩৪ জন
• ফেল করেছে ২৮ জন
• পাসের হার: ৫৪.৮৪%

দারিপাকা উচ্চ বিদ্যালয়
মোট পরিক্ষার্থী: ৫৩ জন
পাস করেছে: ৩১ জন।

★বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়
মোট পরিক্ষার্থী: ৪৪ জন
পাস করেছে: ১৯ জন

জমশেরনগর (VSI) উচ্চ বিদ্যালয়
GPA 5: ৬ জন,
পাশের হার: ৭৫%
মোট পরীক্ষার্থী: ৩৬
কৃতকার্য: ২৭
অকৃতকার্য: ৭

মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়
মোট পরীক্ষার্থী: ২৯
পাশ: ২২,
ফেল: ৭,
GPA 5: ৮

Address

Sakhipur, Tangail
Sakhipur
1950

Alerts

Be the first to know and let us send you an email when সখিপুর টাংগাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সখিপুর টাংগাইল:

Share