15/10/2025
এটিএন নিউজের প্রতিবেদন টা দেখে আমার শুধু মনে হলো পৃথিবী এখনো গোল, আর তাইতো আমিরুল কে খুজতে গিয়ে রিপন মিয়ার মায়ের কাছেই গেছে প্রতিবেদক। সেই গ্রামেই,সেই বাড়িতেই,সেই মহিলার কাছেই!
রিপন মিয়ার মা নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন আবার ছেলের পরিচয় ও দিলেন।প্রতিবেদক কে আবার ডেকে নিয়ে ক্যামেরার সামনে ছেলের নামে দুনিয়ার সব বদনাম করে আবার বললেন আমি চাই ও সুখে থাকুক,ভালো থাকুক। সিরিয়াসলি!হিন্দি সিরিয়ালের কুটনি মা গুলাও তো এরথেকে কম কুটনামি করে চাচি।
ছেলের যদি ভালোই চাইতেন তাহলে ছেলে স্বচ্ছল আছে দেখে খুশি হতেন,ক্যামেরা দেখেই কানতে কানতে বলতেন না কতো কষ্ট করে পালছেন, আপনার বাচ্চা আপনি কষ্ট করে পালবেন সেটাই তো স্বাভাবিক। এখন ছেলে পরিচয় দেয়না কারন তারা গরীব 🙄।ভাই রিপন মিয়া কোন দেশের বড়লোক! সে নাকি দেশে বিদেশে ঘুরে বেড়ায়,ফাইভ স্টারে থাকে। বেচারা গেছেই মাত্র একটা দেশ নেপালে সেটাও স্পন্সরড।
এই চাচিরে দেখে আমার কিছু কথা মনে পরে গেলো,যারা মুখে বলে আমায় কতো ভালোবাসে,পেছনে দেয় আছোলা বাশ।