Sakhipur Tangail

Sakhipur Tangail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakhipur Tangail, Digital creator, Sakhipur.

হৃদয়ে সখীপুর, চেতনায় বাংলাদেশ শ্লোগান কে ধারন করে সখীপুরের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সখীপুরের আলোচিত ঘটনার উপর কন্টেন্ট ক্রিয়েট করে সকলের মন মানসিকতায় সখীপুর কেন্দ্রীক প্রেম, ভালোবাসা, দ্রোহ, হাসি ও কান্নাকে জীবন্ত রাখা আমাদের লক্ষ্য।

"তারেক মাহমুদ" বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব-বিভাগ, সখিপুর উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
30/11/2025

"তারেক মাহমুদ" বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব-বিভাগ, সখিপুর উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

সখীপুরে বিএনপি মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামীলীগ পূর্ণবাসনের অভিযোগ এনে সখীপুর উপজেলা বিএনপির সাধার...
25/11/2025

সখীপুরে বিএনপি মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামীলীগ পূর্ণবাসনের অভিযোগ এনে সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া একযোগে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

#সখিপুর #টাঙ্গাইল #বিএনপি

25/11/2025

ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে জনগনকে সাথে নিয়ে কথা বলেছেন অধ্যাপক শফিকুল ইসলাম খান।
সংসদীয় আসন ১৩৭, টাঙ্গাইল ৮- (বাসাইল-সখীপুর)

-এডমিন

24/11/2025

এবার সখীপুরের ঘটনা কালের কন্ঠ নিউজে।

21/11/2025

মুক্তিযোদ্ধার প্রতি অশালীন ভাষা ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম খান। তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বর্তমান পরিস্থিতি শান্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

21/11/2025

আমাকে কেন্দ্রীয় কমান্ড নির্দেশ দিয়েছে উনার (বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের) বিরুদ্ধে মামলা করার জন্যে।
------বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল

21/11/2025

টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক হাজী আবদুল খালেক মন্ডলের সঙ্গে অ্যাডভোকেট আহমেদ আযম খানের ফোনালাপ ফাঁস নি‌য়ে কা‌লিদাস বাজা‌রে পথসভায় যা বল‌লেন
শেখ মোহাম্মদ হাবীব

#টাঙ্গাইল #মুক্তিযোদ্ধা_সংসদ #শেখমোহাম্মদহাবীব #বাংলাদেশরাজনীতি #সত্যানুসন্ধান

https://scanner.deepware.ai/ https://isfake.ai/https://www.resemble.ai/এই লিংক গুলোতে কোন ভিডিও বা অডিও AI দিয়ে তৈরি কি ...
21/11/2025

https://scanner.deepware.ai/
https://isfake.ai/
https://www.resemble.ai/

এই লিংক গুলোতে কোন ভিডিও বা অডিও AI দিয়ে তৈরি কি না? তা বিশ্লেষণ করে রেজাল্ট দিয়ে থাকে। এ রকম আরো কিছু ওয়েবসাইট আছে। যেখানে এই পরিক্ষা করা যায়।
কোন অডিও এর ব্যাপারে কনফিউশন থাকলে পরিক্ষা করতে পারেন।
জনসচেতনতার জন্য পোস্টি শেয়ার করুন।
কোন অডিও পরিক্ষা করলে, তার রেজাল্ট কমেন্টে দিতে পারেন।

19/11/2025

মধুপুর বিএনপির স্বপন ফকিরের গ্রুপকে বিতাড়িত করে মোহাম্মদ আলীর লোকজন বলতেছে "মধুপুর স্বাধীন"।
কি একটা ব্যাপার?????

19/11/2025

সখীপুর–বাসাইলের একমাত্র এমপি প্রার্থী যিনি সত্যিই এই নির্বাচনী এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। পরিবার-পরিজন নিয়ে এখানেই তার ঠিকানা, এখানেই তার জীবনযাপন। সখীপুর–বাসাইলের বাইরে তার আর কোনো ঠিকানা নেই।

অন্যদিকে বাকী প্রার্থীরা পরিবার-পরিজনসহ সখীপুর–বাসাইলের বাইরে উন্নত শহরে স্থায়ীভাবে বসবাস করেন। ভোটের সময় তারা এখানে আসেন, কিন্তু ভোট শেষ হলেই আবার নিজের শহরে ফিরে যান—পূর্বের মতোই নিজের পেশা ও জীবনে ব্যস্ত হয়ে পড়েন। এরপর এই এলাকার মানুষের কথা আর তাদের মনে থাকে না।

কিন্তু শফিকুল ইসলাম খান ভাই—
তিনি আমাদের মানুষের সাথে ছিলেন, আছেন, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন।

বিরোধী মতকে দমনের জন্য আওয়ামীলীগের  তৈরি কালো আইন ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে সখীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি  সাজ...
15/11/2025

বিরোধী মতকে দমনের জন্য আওয়ামীলীগের তৈরি কালো আইন ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে সখীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন রবিনকে গ্রেফতারের তিব্র নিন্দা জানাচ্ছি।
বিগত সময়ে
হাসপাতালের ভিতরে মারা মারি করার স্পষ্ট ভিডিও থাকলেও সেই ঘটনায় কেউ কি গ্রেফতার হয়েছে?
কিন্তু
এই সাজ্জাদের বিরুদ্ধে ইতিপূর্বেও কয়েকটি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে।
রাজনৈতিক ভিন্নতার কারণে বাসাইলের কেউ সখিপুরের সন্তান সাজ্জাদের উপর আওয়ামী স্টাইলে নির্যাতন করবে। সখীপুর বাসী তা মেনে নিবে না।
এই নব্য মামলা বাজকে না বলুন।

14/11/2025

লেখাপড়ার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় হওয়ার কথা থাকলেও, কাকে গ্রেফতার করবে? কাকে গ্রেফতার করবে না? এই টপিকস কোথা থেকে আসে?
কেমন এমপি চাই? এটাও কি লেখাপড়ার মান উন্নয়নের বিষয় ?
আমাদের জানতে ইচ্ছে করে, লেখা পড়ার মান উন্নয়নে কি কি আলোচনা করা হলো?
একটি প্রতিষ্ঠান কিভাবে দখল হয়?
নিজ দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান দখল হয়।
উনারা না কি দখলবাজ চাঁদা বাজ মুক্ত করবে?

Address

Sakhipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakhipur Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share