10/06/2025
সন্দ্বীপ উপজেলার আওতাধীন গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আদনান জাবেদ জামাত বিএনপির শেল্টারে নিজ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবেদকে অধিকাংশ সময় গাছুয়া পোলঘাট বাজার ও তার আশপাশে সন্তোষপুরের ইসহাক মার্কেটে ঘুরেবেড়াতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তির জবানবন্দি অনুযায়ী তিনি বলেন। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে এই আদনান জাবেদ দখলদারি ও টেন্ডারবাজি সহ নানান অপকর্মের সাথে লিপ্ত ছিলো। উওর সন্দ্বীপের নতুন বাজার আকবর হাট, কালাপানিয়া নতুন পাড়া ও আমানউল্ল্যাহ সহ মুন্সির হাট পোলঘাট এবং ঘাট মাঝির হাট নাজির হাট সহ নানান এলাকায় তার মাদকের ব্যবসা চালিয়ে গেছে এখনো চালিয়ে যাচ্ছে।
তাকে বাড়িতে থাকার সুবাদে জামাত বিএনপির অনেক ছিন্নিত নেতা মোটা অংকের টাকার ভাগ নিচ্ছে। বিশেষ করে টাকা দিয়ে বাড়ীতে থেকে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এই আদনান জাবেদকে যদি প্রতিহত করা না যায়। তাহলে উওর সন্দ্বীপের অনেকেই মাদকের সাথে জড়িয়ে যাবে।
ঐ ব্যক্তি আরো বলেন। বিএনপির কিছু কর্মীদের গুপ্ত হামলা করার পরিকল্পনা রয়েছে। সেই জন্য যুবলীগের অনেক ক্যাডার ভোরে স্পীড বোডের মাধ্যমে সন্দ্বীপে এসে সমাগত হয়েছে বলে জানা গেছে।
উওর সন্দ্বীপে অচিরে কিছু গুপ্ত হত্যা হতে পারে। তাই ঐ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিএনপি জামাতের কর্মীদের সর্তক থাকার আহবান জানিয়েছেন।
সন্দ্বীপের প্রশাসনের কাছে অনুরোধ এখনি এই সন্ত্রাসীকে গ্রেফতার করুন অন্যথায় পরে আর সময় থাকবে না। আদনান জাবেদ এখনো তার বাড়িতে অবস্থান করছেন।