Sandwip Time Watch

Sandwip Time Watch সন্দ্বীপ টাইম ওয়াচ

সন্দ্বীপ উপজেলার আওতাধীন গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আদনান জাবেদ জামাত বিএনপির শেল্টারে নিজ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছ...
10/06/2025

সন্দ্বীপ উপজেলার আওতাধীন গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আদনান জাবেদ জামাত বিএনপির শেল্টারে নিজ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবেদকে অধিকাংশ সময় গাছুয়া পোলঘাট বাজার ও তার আশপাশে সন্তোষপুরের ইসহাক মার্কেটে ঘুরেবেড়াতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তির জবানবন্দি অনুযায়ী তিনি বলেন। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে এই আদনান জাবেদ দখলদারি ও টেন্ডারবাজি সহ নানান অপকর্মের সাথে লিপ্ত ছিলো। উওর সন্দ্বীপের নতুন বাজার আকবর হাট, কালাপানিয়া নতুন পাড়া ও আমানউল্ল্যাহ সহ মুন্সির হাট পোলঘাট এবং ঘাট মাঝির হাট নাজির হাট সহ নানান এলাকায় তার মাদকের ব্যবসা চালিয়ে গেছে এখনো চালিয়ে যাচ্ছে।

তাকে বাড়িতে থাকার সুবাদে জামাত বিএনপির অনেক ছিন্নিত নেতা মোটা অংকের টাকার ভাগ নিচ্ছে। বিশেষ করে টাকা দিয়ে বাড়ীতে থেকে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এই আদনান জাবেদকে যদি প্রতিহত করা না যায়। তাহলে উওর সন্দ্বীপের অনেকেই মাদকের সাথে জড়িয়ে যাবে।

ঐ ব্যক্তি আরো বলেন। বিএনপির কিছু কর্মীদের গুপ্ত হামলা করার পরিকল্পনা রয়েছে। সেই জন্য যুবলীগের অনেক ক্যাডার ভোরে স্পীড বোডের মাধ্যমে সন্দ্বীপে এসে সমাগত হয়েছে বলে জানা গেছে।

উওর সন্দ্বীপে অচিরে কিছু গুপ্ত হত্যা হতে পারে। তাই ঐ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিএনপি জামাতের কর্মীদের সর্তক থাকার আহবান জানিয়েছেন।

সন্দ্বীপের প্রশাসনের কাছে অনুরোধ এখনি এই সন্ত্রাসীকে গ্রেফতার করুন অন্যথায় পরে আর সময় থাকবে না। আদনান জাবেদ এখনো তার বাড়িতে অবস্থান করছেন।

ভারপ্রাপ্ত প্রধানের দূর্নীতিঃ সাউথ সন্দ্বীপ হাই স্কুল একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। পরিতাপের বিষয় প্রয়াত প্রধান শিক্ষক মাষ্...
03/09/2024

ভারপ্রাপ্ত প্রধানের দূর্নীতিঃ সাউথ সন্দ্বীপ হাই স্কুল একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। পরিতাপের বিষয় প্রয়াত প্রধান শিক্ষক মাষ্টার হারাধন স্যার ২০১৪ সালে অবসরে যাওয়ার পর থেকে দীর্ঘ ১০ বছর যাবত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নাই তাই ভারপ্রাপ্ত দিয়ে স্কুল চলছে। মামলা সংক্রান্ত কারনে দীর্ঘদিন ম্যানেজিং কমিটি না থাকার কারনে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পদাধিকারবলে এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ স্যার ২০১৪ সালে ১ম দফায় দায়িত্ব নিয়ে প্রায় ৩ বছর দায়িত্ব পালন করে ২০১৬ সালে পদত্যাগে বাধ্য হন। তিনি দায়িত্ব নেয়ার সময় প্রাক্তন প্রধান শিক্ষক এফডিআর ছাড়াও চলতি হিসাবে প্রায় ৫ লক্ষ টাকা রেখে যান। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান থেকে তখন পদত্যাগের সময় ব্যাংক হিসাবে উল্লেখযোগ্য পরিমান অর্থ ছিলোনা৷ সেসময়কার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের অডিটে প্রায় কয়েক লক্ষ টাকার গরমিল পরিলক্ষিত হয়। তখনকার সময় এবিষয়ে বেশীদূর আগানো সম্ভব হয়নি রাজনৈতিক চাপ ও নির্বাহী অফিসার বদলী হওয়ার কারনে।

২০১৭ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মাষ্টার শামসুদ্দিন স্যার দায়িত্বপ্রাপ্ত হয়ে ২০১৯ সালের মে মাসে অবসরে চলে যান। তিনি যাওয়ার সময় তার সময়ে সকল ব্যয় নির্বাহ করে নতুন এফডিআর ছাড়াও প্রায় ৭ লক্ষ টাকার মতো চলতি হিসাবে জমা রেখে গেছেন।

কোন এক অদৃশ্য শক্তির বলে ২০১৯ সালে পুনরায় দায়িত্ব পান বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ সাহেব। পুনরায় দায়িত্ব পাওয়ার পর থেকে অদ্যবদি ওনার বিরুদ্ধে বিভিন্ন সময় দূর্নীতির অভিযোগ পাওয়া যায় যা সন্দ্বীপের তখনকার এমপি থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, প্রাক্তন শিক্ষার্থীরা অবগত। সহস্র শিক্ষার্থী থেকে আয়, বিভিন্ন প্রকল্প, অনুদান থেকে আয় ও বিবিধ আয় থাকার পরেও স্কুলের চলতি ফান্ডে অর্থ নাই বললেই চলে। এবিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বিভিন্ন সময় জেলা ও উপজেলা পর্যায়ে ব্যবস্থা নেয়ার জন্য একাধিকবার চিঠি প্রদান করেছেন। কিন্তু বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রভাব বিস্তারের কারনে এবিষয়ে কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে স্কুলের শিক্ষকদের বেতন দেয়ার মতো চলতি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় স্কুলের শিক্ষকরা বারবার এবিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য আবেদনের প্রেক্ষিতে স্কুলের সভাপতি, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্কুল পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ২০২৩ সালের শেষদিকে স্কুলের ৪ জন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে "অভ্যন্তরীন অডিট" কমিটি গঠন করেন। এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধানের ২য় মেয়াদের শুরুর সময় থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সকল হিসাব যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাহী অফিসারের বদলীজনিত কারনে ও অভ্যন্তরীন অডিট কমিটি প্রায় ৪ মাস কাজ করে নির্দিষ্ট সময়ের পরে একটি পূর্ণাঙ্গ অডিট প্রতিবেদন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন। দায়িত্বপ্রাপ্ত অভ্যন্তরীন অডিট কমিটি ভুয়া ভাউচার/বিলের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রায় ৩০ লক্ষের অধিক টাকার গরমিল/দূর্নীতির খোঁজ পান।

এপ্রেক্ষিতে সভাপতি ও নির্বাহী অফিসার মহোদয় অডিট প্রতিবেদনর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন। বিভিন্ন সময় তদন্ত কমিটি স্কুল পরিদর্শনে করেন এবং অডিট প্রতিবেদনের সত্যতা পেয়েছেন বলে জানা যায়। কিন্তু উপজেলা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কারনে তদন্ত এবং তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এখানে উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার কয়েক মাস পরপর বদলী হওয়ার কারনে সকল কিছু নতুন করে জানাতে হয়।

উল্লেখযোগ্য কিছু দূর্নীতির উৎসঃ বিভিন্ন সময় প্রাপ্ত সূত্র মতে জানতে পারি যে, অনুদানের ৩৫ জোড়া বেঞ্চের বাইরে অন্যকোন কোন বেঞ্চ না তৈরী করেও প্রায় ১৫০+ জোড়া বেঞ্চ তৈরীর বিল, স্কুল মাঠে ৩০ ট্রাক মাটি ভরাট করে ১৫০+ ট্টাক মাটির বিল, শিক্ষার্থীর ভুয়া আইডি বিল, ক্যান্টিন তৈরীতে ৩ গুন বেশী ব্যয় দেখানো, স্কুলের পূর্ব পাশে রাস্তা তৈরীতে কয়েক গুন ব্যয় বেশী দেখানো, করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকার পরেও বিগতে ৫ বছরে কয়েকগুন আপ্যায়ন বিল, ব্যক্তিগত যাতায়াতকে স্কুলের যাতায়াত হিসেবে বিল করা, কম্পিউটার মেরামত না করেও মেরামত বিল, বিদায়ী পরীক্ষার্থীদের উপহারকৃত ফ্রীজের নামে ভুয়া বিল। এছাড়াও কুরবানির হাট থেকে প্রাপ্ত আয় কম দেখানো, ব্যাংক থেকে উত্তোলিত টাকা হিসাবে না দেখানোসহ কয়েক লক্ষ টাকার গরমিল/দূর্নীতির তথ্য পাওয়া যায়।

জানা গেছে তিনি ভারপ্রাপ্ত প্রধান হওয়ার পরে চট্টগ্রাম শহরের ভাটিয়ারী নামক স্থানে একটি চারতলা বাড়ীর নির্মান কাজ শেষ করেছেন। মফস্বল মাধ্যমিক বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার স্কুলের বেতন দিয়ে মাত্র ৪/৫ বছরে চট্টগ্রাম শহরে বাড়ী করতে পারেন কিনা!! বিভিন্ন সময় ওনার বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করা, শিক্ষকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, প্রাক্তন শিক্ষার্থীদের কে অসম্মান করা, সকল কাজে স্বেচ্ছাচারিতাসহ অনেক অভিযোগ রয়েছে। স্কুলে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিদেরকে ব্যবহার করে প্রভাব বিস্তার করেছেন বলে জানা যায়।

বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চলতি ২০২৪ সালের অক্টোবর মাসের শেষে শিক্ষকতা থেকে অবসরে যাবেন। এসময়ের মধ্যে ওনার বিরুদ্ধে আনীত স্কুলের আর্থিক দূর্নীতির অভিযোগের সমাধান না হলে স্কুলের দুর্নীতির অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হবেনা এবং পরবর্তী শিক্ষা মন্ত্রনালয়ের অডিটে তখনকার দায়িত্বপ্রাপ্তরা এবিষয়ে সমস্যায় পড়তে পারেন।

একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে, স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিকট আবেদন, আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উথাপিত আর্থিক দূর্নীতির অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি প্রমানিত হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে অর্থ পুনরুদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করা এবং দূর্নীতির অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত ওনাকে অবসরজনিত রিলিজ স্থগিত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।।

নিজাম উদ্দীন সুমন, ব্যাচ-২০০৪

সাঈদীর মৃত্যুতে শোকবার্তা, সন্দ্বীপে ছাত্রলীগের তিন নেতা বহিষ্কারসন্দ্বীপ টাইম ওয়াচ | ১৭/০৮/২০২৩ইংমানবতাবিরোধী অপরাধের...
17/08/2023

সাঈদীর মৃত্যুতে শোকবার্তা, সন্দ্বীপে ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

সন্দ্বীপ টাইম ওয়াচ | ১৭/০৮/২০২৩ইং

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্তের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. রুস্তম, সদস্য নুরুল আফছার ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কার্যকলাপের জন্য তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত সাঈদীর মৃত্যুতে তারা ব্যক্তিগত আইডি থেকে শোকবার্তা দিয়েছেন। এটি ছাত্রলীগের রাজনীতির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে জেলা ছাত্রলীগের নির্দেশনা ছিল। তার আঙ্গিকে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।’

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত বলেন, ‘তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য লিখিতভাবে জেলা ছাত্রলীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে।’

[নিউজ কালেক্টেডঃ প্রতিদিনের বাংলাদেশ]

17/08/2023

সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের এক অংশের স্লোগান।

30/06/2023

সকলের কাছে অনুরোধ দ্রুত শেয়ার করুন

চট্টগ্রাম আমীর মোহাম্মদ থেকে সন্দ্বীপ গাছুয়া ফেরি ঘাটের চিত্র এটি। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাওয়া যাত্রীদের দেড় হাজার টাকা করে নেওয়া হচ্ছে। সম্ভবত এটাকে সুযোগের সৎ ব্যবহার বলা যায়।

এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনাকে বিনা অন্যায়ে জেল খাটতে হবে। আপনার নামে মামলা হবে। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনি উগ্রবাদী সন্ত্রাসীর তকমাও পেতে পারেন। এটাই বর্তমানে সন্দ্বীপ যাতায়াতের চিত্র।

সন্দ্বীপের উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সন্দ্বীপ পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সালের এর একটি আপত্তিকর...
23/05/2023

সন্দ্বীপের উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সন্দ্বীপ পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সালের এর একটি আপত্তিকর ভিডিও গতকাল রাত থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত ভিডিওতে আপত্তিকর অবস্থায় কাউন্সিলর ফয়সাল ও একই ওয়ার্ডের একটি নারীকে উলঙ্গ অবস্থায় হাতে নাতে ধরতে সক্ষম হয় এলাকাবাসী। পরে উক্ত ঘটনার ভিডিও করে গতকাল রাতে ফেসবুকে আপলোড দেওয়া হয়। জানা গেছে ঘটনাটি ২০ তারিখ রাতের তবে নানান নাটকিয়তার মাধ্যমে যাওয়াতে এবং ভয়ভীতির কারণে কেউ ফয়সালের নামে মুখ খুলেনি।

আমরা সন্দ্বীপ টাইম ওয়াচ ফয়সালের সাথে ফোনে যোগাযোগ করতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কোনপ্রকার ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের এই সহ-সভাপতির বর্তমান বয়স ৩৮ হলেও তিনি এখনো অবিবাহিত। তবে সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতার বিশ্বাস্ত হাতিয়ার হিসেবে পরিচিত এই কাউন্সিলর ফয়সাল।

মিতা রহমানের দাপট দেখিয়ে এলাকার অনেক যুবলীগ ছাত্রলীগ সহ নিজ দলের অনেক কে হুমকি দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

18/04/2023

সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে রাজনীতির নামে চাঁদা নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাই আপনার আশপাশের চাঁদাবাজ গুলোর তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। পরিচয় গোপন রেখে আমরা সংবাদ প্রকাশ করবো।

ধন্যবাদ

সন্দ্বীপের র্শীষ সন্ত্রাসী মিলাদ গতকাল চট্টগ্রামের হালিশহরের বাসা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম হালিরশহর থানার পুলিশ। কা...
28/03/2023

সন্দ্বীপের র্শীষ সন্ত্রাসী মিলাদ গতকাল চট্টগ্রামের হালিশহরের বাসা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম হালিরশহর থানার পুলিশ। কালাপানির মৃত খায়রুল আলমের ৩য় সন্তান মিলাদ ছিলো সন্দ্বীপ ও উড়িরচর বাসির আতংক।

তার নামে একাধিক গুম, খুলুটপাট ও ধর্ষণ সহ মাদক মামলা রয়েছে সন্দ্বীপ থানায়।

সন্দ্বীপ সহ উড়িরচরে তার সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত ছিলো এবং সে চট্টগ্রাম থেকে এসে সন্দ্বীপে ও উড়িরচরে তার সন্ত্রাসী বাহিনীধারা নানান গুম খুন ধর্ষণ ও মাদর ব্যবসা চালিয়ে যেতে বলে জানা যায়।

এই আওয়ামী সন্ত্রাসী এতদিন কেন ধরাছোঁয়ার বাহিরে ছিলো সন্দ্বীপের সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসনের কাছে।

Address

Sandwip
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Time Watch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share