24/11/2025
সন্দ্বীপের গাছুয়া হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা সংকটে ভোগান্তি
সন্দ্বীপের গাছুয়া হাসপাতালের বহি:র্বিভাগে চিকিৎসা সংকট দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। আজ ২৩ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটের দিকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অনেকে জানান, বহি:র্বিভাগে প্রবেশ করতেই চোখে পড়ে রো*গীদের দীর্ঘ লাইন। শত শত মানুষের ভিড়ে সেখানে মাত্র একজন ডাক্তার দায়িত্ব পালন করছিলেন।
চিকিৎসা সেবা দিতে গিয়ে একমাত্র চিকিৎসক চোখে পড়া চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন। রোগীর ভিড়ের কারণে অনেকে অভিযোগ করেছেন—ডাক্তারের কাছে তাদের কথা ঠিকভাবে বলার সুযোগ পাননি, আর সময়ের অভাবে না শুনেই প্রেসক্রিপশন দেওয়া হচ্ছিল।
এমন ভিড়ের মাঝে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও হতাশার অভিজ্ঞতা হয়েছে স্থানীয় মিজানুর রহমানের বোনের। তার সিরিয়াল এলে ডাক্তার সময় শেষ হয়ে গেছে বলে তাকে না দেখেই ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
উপজেলার সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এ দুর্বল অবস্থা স্থানীয়দের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে—সন্দ্বীপের মানুষের তাহলে করণীয় কী?
চিকিৎসাসেবায় এমন সংকটজনক পরিস্থিতি শুধু রোগীদেরই নয়, সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপরেও গভীর উদ্বেগের সৃষ্টি করছে। স্থানীয়রা জরুরি ভিত্তিতে আরও চিকিৎসক নিয়োগ এবং সেবা ব্যবস্থার উন্নতি দাবি করেছেন।
#গাছুয়া_হাসপাতাল #চিকিৎসা_সংকট #রোগীর_ভিড় #সন্দ্বীপ #স্বাস্থ্যসেবা #ভোগান্তি