Sandwip News BD

Sandwip News BD Welcome My page.

25/11/2025

সন্দ্বীপে নতুন এক ধরনের ঘটনা দেখা দিচ্ছে। রাতের বেলা অপরিচিত কেউ ডাকলে দরজা না খোলার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। একটি চক্র স্প্রে দিয়ে ঘরের লোকজনকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে।

সন্তোষপুর এলাকায় টানা ৪–৫ দিন ধরে এরকম ঘটনা ঘটছে। গতকাল রাতেও একই পদ্ধতিতে আরেকটি ঘটনা ঘটেছে।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

সন্দ্বীপের গাছুয়া হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা সংকটে ভোগান্তিসন্দ্বীপের গাছুয়া হাসপাতালের বহি:র্বিভাগে চিকিৎসা সংকট দিনদ...
24/11/2025

সন্দ্বীপের গাছুয়া হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা সংকটে ভোগান্তি

সন্দ্বীপের গাছুয়া হাসপাতালের বহি:র্বিভাগে চিকিৎসা সংকট দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। আজ ২৩ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটের দিকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অনেকে জানান, বহি:র্বিভাগে প্রবেশ করতেই চোখে পড়ে রো*গীদের দীর্ঘ লাইন। শত শত মানুষের ভিড়ে সেখানে মাত্র একজন ডাক্তার দায়িত্ব পালন করছিলেন।

চিকিৎসা সেবা দিতে গিয়ে একমাত্র চিকিৎসক চোখে পড়া চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন। রোগীর ভিড়ের কারণে অনেকে অভিযোগ করেছেন—ডাক্তারের কাছে তাদের কথা ঠিকভাবে বলার সুযোগ পাননি, আর সময়ের অভাবে না শুনেই প্রেসক্রিপশন দেওয়া হচ্ছিল।

এমন ভিড়ের মাঝে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও হতাশার অভিজ্ঞতা হয়েছে স্থানীয় মিজানুর রহমানের বোনের। তার সিরিয়াল এলে ডাক্তার সময় শেষ হয়ে গেছে বলে তাকে না দেখেই ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

উপজেলার সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এ দুর্বল অবস্থা স্থানীয়দের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে—সন্দ্বীপের মানুষের তাহলে করণীয় কী?

চিকিৎসাসেবায় এমন সংকটজনক পরিস্থিতি শুধু রোগীদেরই নয়, সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপরেও গভীর উদ্বেগের সৃষ্টি করছে। স্থানীয়রা জরুরি ভিত্তিতে আরও চিকিৎসক নিয়োগ এবং সেবা ব্যবস্থার উন্নতি দাবি করেছেন।
#গাছুয়া_হাসপাতাল #চিকিৎসা_সংকট #রোগীর_ভিড় #সন্দ্বীপ #স্বাস্থ্যসেবা #ভোগান্তি

এক ব্যাগ ইমারজেন্সি (O -) ও-নেগেটিভ রক্ত দরকার। স্হান: স্বর্ণদ্বীপ মেডিকেল হাসপাতাল।যোগাযোগ: 01866405710
24/11/2025

এক ব্যাগ ইমারজেন্সি (O -) ও-নেগেটিভ রক্ত দরকার।
স্হান: স্বর্ণদ্বীপ মেডিকেল হাসপাতাল।
যোগাযোগ: 01866405710

>>>হারানো বিজ্ঞপ্তি
24/11/2025

>>>হারানো বিজ্ঞপ্তি

সহেল নামে সন্দ্বীপের এক যুবকের স্বপ্নের গাড়ি টি গতকাল রাতে চুরি হয়ে যাই। কিস্তি শেষ হওয়ার আগেই গ্রিন সিটি ক্লাবের সামনে ...
23/11/2025

সহেল নামে সন্দ্বীপের এক যুবকের স্বপ্নের গাড়ি টি গতকাল রাতে চুরি হয়ে যাই।
কিস্তি শেষ হওয়ার আগেই
গ্রিন সিটি ক্লাবের সামনে থেকে গতকাল রাতেই চুরি হয়ে যাই। থানায় জিডি করা হয়েছে
#চট্র মেট্র , ন -১১ ৯৮ ৯১
যোগাযোগ: 01856708709

Address

Sandwip
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip News BD:

Share