25/07/2025
আশা করছি পুরো পোস্ট টা পরবেন।
"রক্তের বদলে প্রতারণা—মানুষ নামের শকুনেরা চারদিকে ছড়িয়ে আছে!"😅
আমি একজন ও-নেগেটিভ রক্তদাতা।
নিজেই অনেককে রক্ত দিয়েছি—কখনো কিচ্ছু চাইনি।
হাজার টাকার নোট হাতে ধরিয়ে দেওয়ার পরেও ফিরিয়ে দিয়েছি।
আজ আমার মায়ের অপারেশন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
রক্ত দরকার ছিলো। নিজের অসহায়তাকে দূরে রেখে ফেসবুকে রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলাম, ও নেগেটিভ ব্লাডের জন্য। কিছুক্ষনের ভিতর দুইজন "ডোনার" যোগাযোগ করলো।
🔹 প্রথমজন বলল, গাড়ি ভাড়া দিতে হবে। নিজের মায়ের জীবন বাঁচাতে চাই, তাই না বলতে পারিনি। উনাকে ৬০০ টাকা পাঠালাম (নগদ: 01575159786)। তারপর উনি আবার আরো ১০০০ টাকা চাইলেন “মেডিকেল খরচ” বলে। তখনই বুঝে গেলাম, উনি একজন প্রতারক।
🔹 দ্বিতীয়জন বলল,ঘর থেকে রাস্তায় বের হবার টাকাও নেই। বললাম, ভাই সিএনজি নিয়ে চলে আসেন, আমি ভাড়া দিব। তার অসহায়ত্ব দেখে তাকেও ৫০০ টাকা পাঠালাম (বিকাশ: 01918781309)। তারপর সে আমাকে ব্লক করে ফোন অফ করে দিলো।
আমি জানি, এটা আমার ভুল ছিলো।
কিন্তু বলুন তো যার মা অপারেশন থিয়েটারে, সে কি প্রতিটি মুহূর্তে হিসেব করে ভাবতে পারে?
এই পোস্ট শুধু আমার কষ্টের কথা নয়—এটা এক চিৎকার।
যারা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে রক্ত চেয়ে টাকা হাতায়, তারা শুধু প্রতারক না, তারা ঘৃণ্য।
এবার বলি: যারা এই প্রতারণা করে, তোমাদের মানুষ বলতেও ঘৃণা লাগে!
রক্ত মানে জীবন, আর তোমরা সেটা বানিয়ে ফেলেছো নোংরা ব্যবসা!
তোমরা রক্ত চাও না—তোমরা মানুষের সর্বনাশ চাও।
তোমরা মানুষের শেষ আশা নিয়ে খেলা করো!
তোমাদের জন্যই এখন রাস্তায় কেউ রক্ত চাইলে মানুষ সন্দেহ করে।
তোমরা শুধু টাকা খাও না—তোমরা মানুষে বিশ্বাস খেয়ে ফেলো!
তোমাদের জন্যই একজন মরতে মরতে রক্ত পায় না।
তোমাদের জন্যই একজন অসহায় ছেলে নিজের মাকে বাঁচাতে প্রতারণার শিকার হয়!
আর যারা সত্যিই রক্ত দিয়ে মানুষের পাশে থাকেন—আপনারাই মানবতার আসল মুখ। আপনাদের জন্যই এখনো কিছু বিশ্বাস বেঁচে আছে। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।🥰
সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
যেন অপারেশন সফল হয়, মা সুস্থ হয়ে আবার হাঁটেন, কথা বলেন।
এই দোয়া চাই একজন ছেলে হিসেবে—not ব্লাড ডোনার, না লেখক-
শুধু একজন সন্তান।💛
Sandwip News TV Jahidul Islam Rifat Md Hasan Khan Md Rimon Md Didar Md Babor Mahmud