RPL tv

RPL tv ★শিক্ষাই শক্তি,ঐক্যই প্রগতি★

★ক্রীড়াই শক্তি, একতাই বল★

25/07/2025

আগামীকাল ২৬ এ জুলাই রোজ শনিবার, সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ-পথের আপডেট।

Sandwip News TV

25/07/2025

সন্দ্বীপ উপজেলার সেরা একটি বাজার, এই বাজার রাতের জন্য বিখ্যাত। সন্দ্বীপের চার প্রান্তা থেকে মানুষ আসে এইখানে। পন্ডিতের হাট।

Sandwip News TV

25/07/2025

আশা করছি পুরো পোস্ট টা পরবেন।

"রক্তের বদলে প্রতারণা—মানুষ নামের শকুনেরা চারদিকে ছড়িয়ে আছে!"😅

আমি একজন ও-নেগেটিভ রক্তদাতা।
নিজেই অনেককে রক্ত দিয়েছি—কখনো কিচ্ছু চাইনি।
হাজার টাকার নোট হাতে ধরিয়ে দেওয়ার পরেও ফিরিয়ে দিয়েছি।
আজ আমার মায়ের অপারেশন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
রক্ত দরকার ছিলো। নিজের অসহায়তাকে দূরে রেখে ফেসবুকে রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলাম, ও নেগেটিভ ব্লাডের জন্য। কিছুক্ষনের ভিতর দুইজন "ডোনার" যোগাযোগ করলো।

🔹 প্রথমজন বলল, গাড়ি ভাড়া দিতে হবে। নিজের মায়ের জীবন বাঁচাতে চাই, তাই না বলতে পারিনি। উনাকে ৬০০ টাকা পাঠালাম (নগদ: 01575159786)। তারপর উনি আবার আরো ১০০০ টাকা চাইলেন “মেডিকেল খরচ” বলে। তখনই বুঝে গেলাম, উনি একজন প্রতারক।
🔹 দ্বিতীয়জন বলল,ঘর থেকে রাস্তায় বের হবার টাকাও নেই। বললাম, ভাই সিএনজি নিয়ে চলে আসেন, আমি ভাড়া দিব। তার অসহায়ত্ব দেখে তাকেও ৫০০ টাকা পাঠালাম (বিকাশ: 01918781309)। তারপর সে আমাকে ব্লক করে ফোন অফ করে দিলো।

আমি জানি, এটা আমার ভুল ছিলো।
কিন্তু বলুন তো যার মা অপারেশন থিয়েটারে, সে কি প্রতিটি মুহূর্তে হিসেব করে ভাবতে পারে?

এই পোস্ট শুধু আমার কষ্টের কথা নয়—এটা এক চিৎকার।
যারা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে রক্ত চেয়ে টাকা হাতায়, তারা শুধু প্রতারক না, তারা ঘৃণ্য।

এবার বলি: যারা এই প্রতারণা করে, তোমাদের মানুষ বলতেও ঘৃণা লাগে!
রক্ত মানে জীবন, আর তোমরা সেটা বানিয়ে ফেলেছো নোংরা ব্যবসা!
তোমরা রক্ত চাও না—তোমরা মানুষের সর্বনাশ চাও।
তোমরা মানুষের শেষ আশা নিয়ে খেলা করো!
তোমাদের জন্যই এখন রাস্তায় কেউ রক্ত চাইলে মানুষ সন্দেহ করে।
তোমরা শুধু টাকা খাও না—তোমরা মানুষে বিশ্বাস খেয়ে ফেলো!
তোমাদের জন্যই একজন মরতে মরতে রক্ত পায় না।
তোমাদের জন্যই একজন অসহায় ছেলে নিজের মাকে বাঁচাতে প্রতারণার শিকার হয়!

আর যারা সত্যিই রক্ত দিয়ে মানুষের পাশে থাকেন—আপনারাই মানবতার আসল মুখ। আপনাদের জন্যই এখনো কিছু বিশ্বাস বেঁচে আছে। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।🥰

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
যেন অপারেশন সফল হয়, মা সুস্থ হয়ে আবার হাঁটেন, কথা বলেন।
এই দোয়া চাই একজন ছেলে হিসেবে—not ব্লাড ডোনার, না লেখক-
শুধু একজন সন্তান।💛

Sandwip News TV Jahidul Islam Rifat Md Hasan Khan Md Rimon Md Didar Md Babor Mahmud

25/07/2025

একটি হারানো বিজ্ঞপ্তি:

গত ২২ জুলাই, কাছিয়াপার বাদাম তলি থেকে বাগের হাট এই জাগার বিতর একটি মানি ব্যাগ হারিয়েছে। ব্যাগে কিছু জরুরী ডকুমেন্টস ছিল, এবং টাকা ও ছিলো। যদি কোনো হৃদয়বান বেক্তি পেয়ে থাকেন টাকার দরকার নেই,ডকুমেন্টস সহ ব্যাগটা কোনো দোকানে অথবা কমপ্লেক্সে এসে এই নাম্বারে কল দিতে পারেন।
01857670364

Sandwip News TV

25/07/2025

সাগর খুব বেশি উত্তাল।
বন্ধ রাখা হয়েছে সবধরনের নৌযান।

Sandwip News TV বাস ও ফেরি আপডেট Md Didar

25/07/2025

২৫ জুলাই বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উদ্যাপন।

24/07/2025

২৫/৭/২৫ রোজ শুক্রবার সন্দ্বীপ নৌ-পথের আপডেট। লঘু চাপের কারণে ৩ নং সতর্ক সংকেত থাকায় ফেরি ও জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ)আসনে গণঅধিকার পরিষদের প্রাথমিক মনোনয়ন পেলেন নাছরিন। চট্টগ্রাম -৩ সন্দ্বীপ আসনে গণঅধিকার পরিষদের প্...
24/07/2025

চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ)আসনে গণঅধিকার পরিষদের প্রাথমিক মনোনয়ন পেলেন নাছরিন।


চট্টগ্রাম -৩ সন্দ্বীপ আসনে গণঅধিকার পরিষদের প্রাথমিক মনোনয়ন পেলেন নাছরিন আকতার লাকী। নাছরিন দলের কেন্দ্রীয় সহ - নারী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন এ নারী নেত্রী। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং আন্দোলনে তিনি আহত হন। ১৯৯৭ সালে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ গোড়াই বাড়িতে জন্মগ্রহন করেন। সন্দ্বীপে বেড়ে উঠা এ নারী নেত্রী এসএসসি ও এইচএসসি পাস করেন সন্দ্বীপ থেকে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রাথমিক মনোনয়ন পেয়ে নাছরিন আকতার বলেন, "দলের প্রতি আমার আন্তরিকতা, পরিশ্রম এবং একাগ্রতার কারণে দল আমাকে মূল্যায়ন করেছেন। আমি গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাই সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এই পথচলায় প্রিয় সন্দ্বীপবাসীর আন্তরিকতা, ভালোবাসা ও সমর্থন চাই।"

24/07/2025

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিদ্ধস্তে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ।

Sandwip News TV Jahidul Islam Rifat Md Didar Md Babor Mahmud

কিছুক্ষণ আগে ইদ্রিস মুন্সি বাজারের এক ভাইয়ের মোটর সাইকেল (হোন্ডা) চুরি করতে গিয়ে গুপ্তচরা  ঘাটে জনতার হাতে দরা পরেছে এই ...
24/07/2025

কিছুক্ষণ আগে ইদ্রিস মুন্সি বাজারের এক ভাইয়ের মোটর সাইকেল (হোন্ডা) চুরি করতে গিয়ে গুপ্তচরা ঘাটে জনতার হাতে দরা পরেছে এই দুই বেক্তি।

Sandwip News TV Jahidul Islam Rifat সন্দ্বীপ্পা-sandwippa Md Hasan Khan Md Didar Joynal Abedin Baker

সমুদ্রবন্দরে তিন ও নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত  হওয়ায়   ফেরী কপোতাক্ষ  চলাচল  বন্ধ  থাকবে।
24/07/2025

সমুদ্রবন্দরে তিন ও নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত হওয়ায় ফেরী কপোতাক্ষ চলাচল বন্ধ থাকবে।

23/07/2025

আহারে ব্যাচারা🤣
প্রত্যেকবারই ধরা খা🤣
ভিডিও কম্মেন্টে।

Address

Sandwip

Telephone

+8801839457981

Website

Alerts

Be the first to know and let us send you an email when RPL tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RPL tv:

Share