
17/09/2025
মানুষ হয়ে জন্ম নিছি ঠিকিই
কিন্তু মানুষ আর হইলাম কই😑
সন্দ্বীপের মগধরায় প্রতিবেশীর আছাড়ে,
৪ বছরের শিশু গুরুতর আহত হয়।
স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর ওখান থেকে বাদ দিয়ে দেয় অতপর,চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে, দুনিয়ার মায়া ত্যাগ করে। ওপারে চলে গেলেন মগধরা আবু-তাহেরর ছোট্ট ৪বছরের শিশু।