মাতৃভূমি সন্দ্বীপ

মাতৃভূমি সন্দ্বীপ Assalamu Alaikum! welcome to our beloved motherland Sandwip!🇧🇩

Thanks in advance for being with us

🛑 "বর্ষা নয়, যেন শাস্তির ঋতু!"🛑 রাস্তায় নয়, কষ্টে হাঁটি!-------------------📍স্থান: রহমতপুর ৭ নম্বর ওয়ার্ড ও মুছপুর ১নং ও...
19/07/2025

🛑 "বর্ষা নয়, যেন শাস্তির ঋতু!"
🛑 রাস্তায় নয়, কষ্টে হাঁটি!
-------------------
📍স্থান: রহমতপুর ৭ নম্বর ওয়ার্ড ও মুছপুর ১নং ওয়ার্ডের সংযোগ সড়ক (মুত্তাকী পাড়া, দক্ষিণ-পশ্চিম রোড)

🌧️ বর্ষা মানেই কাদা-পানির রাজত্ব
এই সড়কে বর্ষা নামে কেবল আকাশে না—জমে পায়ের নিচে।
বৃষ্টির পরপরই হাঁটুসমান পানি, পিচ্ছিল কাদা, আর গর্তে গর্তে রাস্তাটা অচল হয়ে যায়।
এই রাস্তা যেন কোনো জনপদ নয়, একটা পরিত্যক্ত কর্দমপথ।

সাধারণ মানুষের যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ
শিশু থেকে বৃদ্ধ—সবাই পায়ে হেঁটে চলতে বাধ্য
মাথায় ছাতা, হাতে সন্তান, কাপড় গুটিয়ে মানুষ মসজিদে, বাজারে যায়
জরুরি প্রয়োজনে রিকশা-ভ্যান চলে না, বাইক আটকে পড়ে

এটা শুধু রহমতপুর না, মুছপুরেরও সমস্যা
এই রাস্তা দুইটি ইউনিয়নের মাঝামাঝি—
রহমতপুর ৭ নম্বর ওয়ার্ড ও মুছপুর ১ নম্বর ওয়ার্ড—
তাই দায়িত্ব শুধু এক পক্ষের নয়, উভয় ইউনিয়নের নেতৃত্বের সম্মিলিত দায়িত্ব।

ছবিই সাক্ষ্য দেয় বাস্তবতা
এই দৃশ্য ২০২৫ সালের, অথচ অবস্থা যেন ১৯৯৫-এর থেকেও পেছনে। এই রাস্তার কষ্ট মুখে বলার নয়—ছবিতেই প্রমাণ।
মানুষ কাঁধে কলস নিয়ে হাঁটছে কাদায়,এটা কি তাঁর প্রাপ্য?
রাস্তায় পানি, পিচ্ছিল কাদা—চলার কোন উপায় নেই।
এই রাস্তায় কাদা-মাটিতে চলতে গিয়ে মানুষ যেন নিজের সম্মান বিসর্জন দেয়।
এই দৃশ্য বারবার ঘটছে—এটা কেবল বর্ষা না, এটা এক-একটা পরিবারের পরীক্ষা।

আমাদের দাবি: চলনসই একটি রাস্তা চাই
কোটি টাকার প্রকল্প নয় শুধু একটি মেরামতকৃত, পানিনিষ্কাশনের ব্যবস্থা সহ ব্যবহারযোগ্য রাস্তা।

যারা ইউনিয়নের নেতৃত্বে আছেন,
যারা ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন,
তারা কি কখনো নিজের পায়ে এই রাস্তায় হেঁটেছেন?
একবার অন্তত পায়ে হেঁটে আসুন—তারপরই বোঝা যাবে এই মানুষগুলোর কষ্ট কত গভীর।

আমরা অভিযোগ নয়, সমাধান চাই,
শুধু চাই—মসজিদে যাওয়ার সময় কেউ যেন পাঞ্জাবি তুলে হাঁটতে না হয়।
সন্তানকে স্কুলে নিতে গিয়ে কেউ যেন নিজেকে অসহায় না ভাবে
চিকিৎসার প্রয়োজনে আর যেন কেউ আটকে না পড়ে কাদায়।

এই রাস্তা দু’টি ইউনিয়নের—তাই সমাধানও দুইপক্ষের সম্মিলিত উদ্যোগেই সম্ভব।

#রহমতপুর_মুছপুর_রোড #রাস্তার_দাবি #আমাদের_অধিকার #স্থানীয়_উন্নয়ন

19/03/2025

আলহামদুলিল্লাহ সন্দ্বীপ বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে আমাদের স্বপ্নের ফেরী।🥰❤️

19/03/2025

প্রথম বারের মত ফেরি করে সরাসরি নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন, মাতৃভূমি সন্দ্বীপ এর মানুষ❤️‍🩹

পরীক্ষামূলকভাবে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরীর ট্রায়াল শুরু হলো আজ।
কপিঃসন্দ্বীপ ফেরী সার্ভিস

ওনি নাকি সন্দ্বীপ মেরিন সার্ভিস এর কাউন্টার বানাতে দিচ্ছেন না??  স্বৈরাচার পালাইছে আর ওনি কি টিকতে পারবে??  সন্দ্বীপবাসী...
05/01/2025

ওনি নাকি সন্দ্বীপ মেরিন সার্ভিস এর কাউন্টার বানাতে দিচ্ছেন না?? স্বৈরাচার পালাইছে আর ওনি কি টিকতে পারবে?? সন্দ্বীপবাসী আওয়াজ দেন...

22/08/2024

ও ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় তুলে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা ।

এক বোনের আর্তনাদ😭
শেষ পর্যন্ত বোনটি মারা গেছে।😅
আহ্ কি মর্মান্তিক হৃদয়বিদারক দৃশ্য 😭

21/08/2024

সন্দ্বীপের খালের নকশা ধরে প্রতিটি এলাকায় খাল বন্ধ করে মাছের প্রজেক্ট করেছে সব কেটে দিন। প্রতিটি এলাকায় সাধারণ মানুষদের সাথে নিন একজন করে উদ্যোগ নিন।

05/08/2024

আলহামদুলিল্লাহ।❤️
আমরা স্বাধীন।🎉

04/08/2024

আওয়ামিলীগ বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের উপর হামলা করে পুরোনো বিভাজনের রাজনীতি চাঙ্গা করতে চাচ্ছে। ছাত্র জনতাকে এই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
যেখানেই মন্দির, প্যাগোডা কিংবা গির্জায় হামলা হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীদের মোক্ষম জবাব নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

আওয়ামিলীগের সকল নোংরা খেলাই আমরা নস্যাৎ করতে সফল হয়েছি, এবারও হবো। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

03/08/2024

শুনলাম চট্টগ্রামে নাকি নাসির vs বাচ্চু চ্যালারা কামড়াকামড়ি করে😁
নিজেদের মধ্যে নিজেরাই মাঠা পাকা করছে😁

03/08/2024

কামডা করেছে কি😆

03/08/2024

কুমিল্লাবাসী ধিক্কার জানাই, এত আকুতির পরও গেইট খুইলা দিলেন্না ছিহ

03/08/2024

🚨 প্রথম শহীদ , কুমিল্লা ।
Govt. College - date : 3 August.Time - 1:58Pm

আপনাদের কুমিল্লা ভালো নয় সেদিকে নজর রাখুন

Address

Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when মাতৃভূমি সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাতৃভূমি সন্দ্বীপ:

Share