RoNy

RoNy আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

05/08/2024

মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা রক্ষা করুন!
এই দেশ মুসলিম,হিন্দু, খ্রিস্টান,বৌদ্ধ সবার....

দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন 🙏🙏

19/07/2024

শহীদের মিছিল বড় হয়েই যাচ্ছে ..

ইয়া রব! তুমি ছাড়া তো আমাদের কোন সাহায্যকারী নাই, আশ্রয়দাতাও নাই। তোমার রহমের ছায়াতলে আমাদের আশ্রয় দাও মালিক।

ইয়া রব! প্রিয় মাতৃভূমিকে তুমি বাঁচাও। আর ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে তুমি রক্ষা করো। তাদেরকে তোমার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখো মাবুদ, ঢেকে রাখো।😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲

19/07/2024

আমার টাকায় কেনা বুলে*ট
আমার বুকে চলবে কেন?
কথায় কথায় দমন পীড়ন
মঘের একটা মুল্লুক যেন

মতের অমিল হতেই পারে
কিংবা ভিন্ন বিশ্বাস হলে
মেনে নেওয়া দূরের কথা
কথায় কথায় অ*স্ত্র চলে

যার বুকেতে করলে গু*লি
কিংবা তোমার টিয়ারসে*লে
নিজের ভাইকে আঘাত করে
এতে ভীষণ সুখ কী মেলে?

কবে করলে বিবেক বিক্রি!
কতো টাকার মূল্য পেলে?
সত্য বলতে ভীষণ বারণ
নইলে পঁচে মর*বে জেলে

তুমিও তো দেখতে মানুষ
কীসের খেলায় মত্ত হলে!
তাকানো ঘুম ভাঙলে ভেবো
খেলায় জিতেও কী বা পেলে!

কখনও কী মৃত ভাইয়ের
ছবিখানা চোখে ভাসে?
তোমারও কী আকাশ ভেঙে
হঠাৎ ভীষন কান্না আসে?

তবে শোন তুমিও মানুষ
হয়তো তোমার হৃদয় আছে
তোমার ভেতর একটু হলেও
ভালো একটি সত্বা বাঁচে

একটু থামো, একটু ভাবো
বন্ধ করো যুদ্ধ তোমার
মানুষ হয়ে বাঁচি চলো
একটি মাত্র দাবি আমার।

তাসরিফ খান
১৮ জুলাই ২০২৪

🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨হেলিকপ্টারের তাফালিং বন্ধ হয়ে যাবে শুধু বেলুন ছাড়েন আকাশে। না হয় ঘুড়ি উড়ান শত শত  সুতাডা নাইলনের দিয়েন এ...
19/07/2024

🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
হেলিকপ্টারের তাফালিং বন্ধ হয়ে যাবে শুধু বেলুন ছাড়েন আকাশে।
না হয় ঘুড়ি উড়ান শত শত সুতাডা নাইলনের দিয়েন একটু মোডা - পারলে ঢাউস কিম্বা ফানুস উড়ান।
মাফ দোয়া চাইবে- দুই একটা লাগলে।
আন্তর্জাতিক ফ্লাইট ও বন্ধ হবে - আন সেইফ স্কাই।
এর চেয়ে ভাল উপায় নাই।
আপাতত।
যে যার মতন জানায়ে দেন- কুইক।



#পাটওয়ারী_সাহেব_০২

সবাই এই ছবিটা ডাউনলোড করে পোস্ট করতে থাকুন ভাইরাল করুন প্রবাসীরা
19/07/2024

সবাই এই ছবিটা ডাউনলোড করে পোস্ট করতে থাকুন ভাইরাল করুন প্রবাসীরা


19/07/2024

🚨Just Now🚨
পুরান ঢাকার বংশাল থানার ওসি নিহত এবং এমপি হাজী সেলিমের বাড়িতে আগুন।

প্রিয় অভিভাবকবৃন্দ,সচেতন হোন.আপনাদের মেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে একটু খবর নিন প্লিজ।যদি আপনাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের ...
22/04/2024

প্রিয় অভিভাবকবৃন্দ,
সচেতন হোন.
আপনাদের মেয়েরা কোথায় যাচ্ছে,
কি করছে একটু খবর নিন প্লিজ।
যদি আপনাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের হলে,
অথবা শহরে ছাত্রী নিবাস,
কর্মজীবী মহিলা নিবাস ইত্যাদিতে থাকে,
তবে ওদের নিয়ে ভালো করে ভাবুন।
ওরা উগ্রবাদী হি. ন্দুদের লাভট্র‍্যাকে পড়ে ভারতের পতিতালয়ে বিক্রি হয়ে যাচ্ছে না তো?
খোঁজ খবর রাখুন প্লিজ।

Address

Sandwip
Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when RoNy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category