সন্দ্বীপের ইতিহাস History Of Sandwip

সন্দ্বীপের ইতিহাস  History Of Sandwip সন্দ্বীপের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে তোলে ধরা আমাদের অঙ্গিকার।।

জীবন কারো প্রতি কোন অভিযোগ থাকতে নেই...
12/07/2025

জীবন কারো প্রতি কোন অভিযোগ থাকতে নেই...

09/07/2025
08/07/2025

ঝমঝমঝমঝম বৃষ্টি
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧
#সন্দ্বীপ

25/06/2025

আমরা যে দ্বীপটিকে সন্দ্বীপ নামে চিনি, তার ইতিহাস হাজার বছরের পুরনো।

এই দ্বীপের প্রাচীন নাম ছিল ‘সন্দ্বীপদ্বীপ’।

‘সন্দ্বীপ’ মানে শান্ত দ্বীপ। আবার কারও মতে, এটি এসেছে ‘সন্দ্বীপন’ থেকে—আলো জ্বালানো।

এই দ্বীপ ছিল একসময় প্রাচীন বন্দর।

আরব বণিকরাও এসেছিলেন এখানে বাণিজ্য করতে।

আজ সন্দ্বীপ শুধু একটি ভূখণ্ড নয়—

এটি ইতিহাস, সংস্কৃতি, আর সংগ্রামের প্রতীক।

ফলো করুন ‘সন্দ্বীপের ইতিহাস’ পেইজ –
আপনার শেকড়কে চিনুন, জানুন, ভালোবাসুন।

চাকুরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য সুখবর!!📢🔊১৮ তম চারুকলা শিক্ষক নিবন্ধন(বিষয়-শিল্প ও সংস্কৃতি)  ⏺️ সম্মানিত ভাইবোনেরা, যা...
12/11/2023

চাকুরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য সুখবর!!📢🔊
১৮ তম চারুকলা শিক্ষক নিবন্ধন
(বিষয়-শিল্প ও সংস্কৃতি)
⏺️ সম্মানিত ভাইবোনেরা, যারা ইতোমধ্যে "০১ বছর মেয়াদি এডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস" কোর্সটি সম্পন্ন করেছেন শুধুমাত্র তাদের জন্য
★★★১৮তম শিক্ষক নিবন্ধন (চারুকলা) লিখিত ও ব্যবহারিক (ড্রইং)★
ব্যাচে ভর্তি চলছে....
💐আসন সংখ্যা - ৩০ টি
💐 ভর্তি শুরু আগামী-২০/১১/২০২৩ থেকে...
📝কোর্স বিস্তারিত:
অনলাইনে জুম অ্যাপের ভিত্তিতে রোটিনুযায়ী, সপ্তাহে ২/৩ টি করে সকাল /সন্ধ্যা সুবিধামত সময়ে ক্লাস পরিচালিত হবে।
✅মোট সময় - (০৬ মাস + )
✅মোট ক্লাস - ৬০টি +, এছাড়া মডেল টেষ্ট।
✅কোর্স ফি: ৩০০০ টাকা।
১ম ধাপে, ১০২০ টাকা বিকাশ পেমেন্ট করে ভর্তি নিশ্চিত করতে হবে। বাকি কোর্স ফি পরবর্তী মাসে পরিশোধ করতে বলা হবে। (প্রথমবার,বিকাশ পেমেন্টের পর)
আপনার নিম্মোক্ত বেসিক তথ্যসমূহ প্রদান করবেন।
⏺️ নাম:
⏺️ ই-মেইল:
⏺️ মোবাইল নাম্বার:
⏺️ বর্তমান ঠিকানা:
✔️ভর্তি নিশ্চিত হওয়ার পর আপনাকে নির্দিষ্ট ব্যাচের ব্যক্তিগত গ্রুপে যুক্ত করে দেওয়া হবে।
✅ প্রশিক্ষক :
মো. আবদুল হান্নান
(ব্যাচেলর অব এডুকেশন- বিএড)
বিএফএ,অনার্স (চারুকলা)
এমএফএ, মাস্টার্স (চারুকলা)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মোবাইল-📞 01816155276
01926083973
সৌজন্য:https://www.facebook.com/profile.php?id=100069884063200&mibextid=ZbWKwL

18/10/2023
বহুল প্রতিক্ষার পর এবার সন্দ্বীপেই প্রতিষ্ঠিত হলো চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান।সন্দ্বীপের শিক্ষার্থীদের "শিল্প ও সংস্কৃতি...
11/10/2023

বহুল প্রতিক্ষার পর এবার সন্দ্বীপেই প্রতিষ্ঠিত হলো চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান।
সন্দ্বীপের শিক্ষার্থীদের "শিল্প ও সংস্কৃতি" শিক্ষায় উন্নতির প্রচেষ্টায়..
"সন্দ্বীপ আর্ট স্কুল।"
https://www.facebook.com/profile.php?id=100069884063200&mibextid=ZbWKwL

"সন্দ্বীপ আর্ট স্কুল"বহুল প্রতিক্ষার পর এবার সন্দ্বীপেই প্রতিষ্ঠিত হলো চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান।( #ক্লাস-প্রতি শুক্র ...
14/09/2023

"সন্দ্বীপ আর্ট স্কুল"
বহুল প্রতিক্ষার পর এবার সন্দ্বীপেই প্রতিষ্ঠিত হলো চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান।( #ক্লাস-প্রতি শুক্র ও শনিবার, সকাল ১০টা-১২টা
উদ্বোধনী ক্লাস💐- আগামী ৬ই অক্টোবর ২০২৩ -শুক্রবার)

বেসিক ড্রইং শেখা ও শিশুদের চিত্রাঙ্কনে এবং শিল্পকলায় মনোনিবেশে বিশেষ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।❇️শিশুদের উপজেলা,জেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
তাছাড়া, শিশু ও কিশোরদের চারুশিল্পের তিনটি গুরুত্বপূর্ণ শাখায় শিক্ষা দেওয়া হবে।
#চিত্রকলা_শাখা: চিত্রাঙ্কন,টাইপোগ্রাফি, ক্যালিওগ্রাফি, খুদাই চিত্র, কারুকাজ ও কোলাজ, সরা ও শখের হাঁড়ি, মাটির টেরাকোটা চিত্র। ফেব্রিক্স, শাড়ি, পান্জাবী, টিশার্টে ফুলপাতার নকশা অংকনসহ বিভিন্ন ডিজাইনের প্রশিক্ষণ। নকশি কাঁথা, সোফা ও পর্দা কভার ডিজাইনের ধারণা।
#প্রমিত_বাংলা_শাখা:
শুব্দ বাংলা উচ্চারণ, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, বক্তব্য শিখন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে উপস্থাপনা প্রশিক্ষণ।
#ইন্টোরিয়র_ডেকোরেশন বা গৃহসজ্জা শাখা- স্কুল, অফিস, শো-রুম, রেস্তোরা সাজসজ্জা এবং গায়ে হলুদসহ যেকোন সামাজিক/সাংস্কৃতিক অনুষ্ঠান সজ্জাকরণের প্রশিক্ষণ, ব্যানার পোষ্টার লেখনি, আধুনিক ডিজাইনের বাড়ি/বিল্ডিং নির্মানে রুচিশীল ধারণায় শৈল্পিক নকশা ও গৃহসজ্জার প্রশিক্ষণ।
★★★চারুকলা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী শিক্ষার্থীদের পরিচালনায়, সন্দ্বীপ আর্ট স্কুল★★★

https://www.facebook.com/profile.php?id=100069884063200&mibextid=ZbWKwL

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপের ইতিহাস History Of Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share