14/09/2023
"সন্দ্বীপ আর্ট স্কুল"
বহুল প্রতিক্ষার পর এবার সন্দ্বীপেই প্রতিষ্ঠিত হলো চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান।( #ক্লাস-প্রতি শুক্র ও শনিবার, সকাল ১০টা-১২টা
উদ্বোধনী ক্লাস💐- আগামী ৬ই অক্টোবর ২০২৩ -শুক্রবার)
বেসিক ড্রইং শেখা ও শিশুদের চিত্রাঙ্কনে এবং শিল্পকলায় মনোনিবেশে বিশেষ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।❇️শিশুদের উপজেলা,জেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
তাছাড়া, শিশু ও কিশোরদের চারুশিল্পের তিনটি গুরুত্বপূর্ণ শাখায় শিক্ষা দেওয়া হবে।
#চিত্রকলা_শাখা: চিত্রাঙ্কন,টাইপোগ্রাফি, ক্যালিওগ্রাফি, খুদাই চিত্র, কারুকাজ ও কোলাজ, সরা ও শখের হাঁড়ি, মাটির টেরাকোটা চিত্র। ফেব্রিক্স, শাড়ি, পান্জাবী, টিশার্টে ফুলপাতার নকশা অংকনসহ বিভিন্ন ডিজাইনের প্রশিক্ষণ। নকশি কাঁথা, সোফা ও পর্দা কভার ডিজাইনের ধারণা।
#প্রমিত_বাংলা_শাখা:
শুব্দ বাংলা উচ্চারণ, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, বক্তব্য শিখন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে উপস্থাপনা প্রশিক্ষণ।
#ইন্টোরিয়র_ডেকোরেশন বা গৃহসজ্জা শাখা- স্কুল, অফিস, শো-রুম, রেস্তোরা সাজসজ্জা এবং গায়ে হলুদসহ যেকোন সামাজিক/সাংস্কৃতিক অনুষ্ঠান সজ্জাকরণের প্রশিক্ষণ, ব্যানার পোষ্টার লেখনি, আধুনিক ডিজাইনের বাড়ি/বিল্ডিং নির্মানে রুচিশীল ধারণায় শৈল্পিক নকশা ও গৃহসজ্জার প্রশিক্ষণ।
★★★চারুকলা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী শিক্ষার্থীদের পরিচালনায়, সন্দ্বীপ আর্ট স্কুল★★★
https://www.facebook.com/profile.php?id=100069884063200&mibextid=ZbWKwL