সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ

সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ আসুন সবাই মিলে গরিব অসহায় মানুষের পাশে দাড়াই।

সমাজের অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে, দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে। তাই সবাইকে দেশ ও সমাজের উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই আমরা স্বাধীনতার সুফল দ্রুত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। বাংলাদেশ বিশ্বের বুকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করবে।

আসুন আমরা সকলে মিলে এক হয়ে

অসহায়, নির্যাতিত, নিপিড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করি।

সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
#সন্দ্বীপপ্রবাসীঐক্যপরিষদ
#সন্দ্বীপপ্রবাসীঐক্য
#সন্দ্বীপপ্রবাসী
#প্রবাসীঐক্যপরিষদ







শোকাহত........রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে পুড়ে  এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আরো ২২ জ...
01/03/2024

শোকাহত........

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে পুড়ে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আরো ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার কণ্ঠনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

[ যাঁদের গেলো শুধু তাঁদেরই গেলো। এই মৃত্যুশোক কী তাঁদের কোনদিন শেষ হবে। সমবেদনা সেইসব পরিবারের জন্য। ]

আলহামদুলিল্লাহ
01/03/2024

আলহামদুলিল্লাহ

ইন্না-লিল্লাহ রাজধানীর বেইলি আগুনের ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ৪৫ জনের মৃ'ত্যু। দগ্ধ ১৮ জন, আহত সবার অবস্থা আশঙ্কাজনক।ন...
01/03/2024

ইন্না-লিল্লাহ
রাজধানীর বেইলি আগুনের ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ৪৫ জনের মৃ'ত্যু। দগ্ধ ১৮ জন, আহত সবার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং আহতদের সুস্থতা দান করুক। আমিন

#সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ

"আর্থিক সহযোগিতার উদ্যত আহবান"ইনশাআল্লাহ্,মানবতার তারুণ্যে উদ্ভাসিত "সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ" পরিবার, ১৪৪৫হিজরী সনের...
27/02/2024

"আর্থিক সহযোগিতার উদ্যত আহবান"

ইনশাআল্লাহ্,মানবতার তারুণ্যে উদ্ভাসিত "সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ" পরিবার, ১৪৪৫হিজরী সনের আগত মাহে রমজানের ইফতার সামগ্রী ২০২৪বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চারদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অসহায় দিন মজুর ও মধ্যবিত্তের ক্ষুধার্ত আর্তনাদের চিৎকার। এই আর্তনাদের সময়ে মহান প্রভুর বরকতময় মাসের নৈকট্য অর্জনের জন্য অসহায় দিন-মজুর ও মধ্যবিত্তের পাশে দাড়ানো আমাদের "ঐক্য পরিবারের" দৃঢ় প্রত্যয়।

এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমাদের এই ইফতার সামগ্রী সফল করার জন্য প্রয়োজন সুস্থ-চিন্তা দ্বারা, শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা। ইতি মধ্যেই আমাদের সব কর্মসূচি বাস্তবায়ন করার পিছনে আপনি-আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলদের দূরদর্শী নেতৃত্বের কারনে আমরা সফল হতে পেরেছি। তাই এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সেই আন্তরিকতা আবারও কামনা করতেছি ।

আপনাদের সামর্থ্য অনুযায়ী
১০০,২০০,৫০০,১০০০,২০০০, ৫০০০,১০,০০০ যে যা পারেন তাই দান করার অনুরোধ রইল।

বিকাশ পারসোনাল- ০১৭৭৪৭১৭১৪৭
০১৬৪৪৬১৩৩২৩
০১৮৮১৪৩২৫৬৯

আহবানে-
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ।
"সুখ-দুঃখে পাশাপাশি "

 #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ  #সন্দ্বীপ_প্রবাসী  #ঐক্য_পরিষদ  #সন্দ্বীপ  #প্রবাসী_ঐক্য_পরিষদ
25/02/2024

#সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ #সন্দ্বীপ #প্রবাসী_ঐক্য_পরিষদ

আবারও সাফল্যের শীর্ষে আমার-সন্দ্বীপ প্রবাসী ঐক্যপরিষদ                 কল্যাণময় জিন্দেগির রোনাজারিতে ,                প্র...
25/02/2024

আবারও সাফল্যের শীর্ষে আমার-
সন্দ্বীপ প্রবাসী ঐক্যপরিষদ

কল্যাণময় জিন্দেগির রোনাজারিতে ,
প্রভুর সান্নিধ্য ক্ষণে-প্রভুর পবিত্র ঘরে।
আমরা জাগ্রত হচ্ছি,
সন্দ্বীপ বেষ্টিত- উড়ির চরের পুণ্যভূমি।

সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ(২->উড়িরচর) স্বপ্নের বাস্তব রূপ ধারণের নির্মাণ কাজের খন্ডকালীন চিত্র সাফল্যের আরও একধাপ এগিয়ে, ইনশাআল্লাহ।
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ

আলহামদুলিল্লাহ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ উড়িরচর  মসজিদের ভিতরের আস্তর ও আভ্যন্তরীণ ওয়ারিং এর লাইন স্থাপন স...
22/02/2024

আলহামদুলিল্লাহ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ উড়িরচর মসজিদের ভিতরের আস্তর ও আভ্যন্তরীণ ওয়ারিং এর লাইন স্থাপন সম্পন্ন।
আগামীকাল হইতে বাহিরের আস্তর এর কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

#সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ #প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ #প্রবাসী #এসো_হাতে_হাত_ধরি_গরিব_অসহায়_মানুষের_জন্য_কিছু_করি #আসুন_সবাই_মিলে_গরিব_অসহায়_মানুষের_পাশে_দাড়ায় #মানুষ_মানুষের_জন্য_জীবন_জীবনের_জন্য

ছেলে হারা শত মায়ের অশ্রুঝরা ২১শে ফেব্রুয়ারি আমাদের  #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ  পরিবারের অশ্রুসিক্ত বিনম্র-শ্রদ্ধা স...
21/02/2024

ছেলে হারা শত মায়ের অশ্রুঝরা
২১শে ফেব্রুয়ারি আমাদের #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ পরিবারের অশ্রুসিক্ত বিনম্র-শ্রদ্ধা সকল ভাষা শহীদ-এর প্রতি।

দেখিনি ভাষা আন্দোলন,
শুনেছি এই ভাষা আমার ভাইয়ের রক্তেমাখা, আমার মায়ের আর্তনাদের চিৎকারে আবৃত্ত অশ্রুঝরা। জাগ্রতচিত্তে স্মরণ করে, বিনম্র-শ্রদ্ধা নিবেদন করি, আমাদের সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ পরিবারের হৃদপিন্ডের ছেদ বিন্দুবিসর্গের মা, মাতৃভূমি ও মাতৃত্বের ভাষাজ্ঞান দিয়ে।

আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা শব্দটা উচ্চারণের সাথে সাথে যেন হৃদয়ের গভীর থেকে এক অভাবনীয় মুখের শীতলতা ছড়িয়ে পড়ে গোটা দেহের কোষে কোষে। যেন সারা শরীর জুড়ে বয়ে যায় প্রশান্তির অমীয় বাতাস। আমার মাতৃভাষা আমার প্রাণের ভাষা। আমার হৃদয় মেলে বেরিয়ে আসা স্বপ্নের ভাষা-প্রাণের উচ্চারিত মায়ের ভাষা।
সেই আমার একুশে অহংকারের
বাংলা মায়ের ভাষা।

আর নয় বাংলা মায়ের ভাষার অপব্যবহার। অমর একুশে হোক- আমাদের সকলের এই শপথের অংঙ্গীকার।

ভাষা শহীদের প্রতি আমাদের পরিবারের-
বিনম্র-শ্রদ্ধা
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ

সুবহানাল্লাহ
20/02/2024

সুবহানাল্লাহ

আলহামদুলিল্লাহ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ  জামে মসজিদ উড়ির চর মসজিদ ফান্ডে ২৭,০০০/- টাকা নগদ অর্থ পাঠিয়েছেন।  আমাদের স...
20/02/2024

আলহামদুলিল্লাহ,
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ উড়ির চর মসজিদ ফান্ডে ২৭,০০০/- টাকা নগদ অর্থ পাঠিয়েছেন।

আমাদের সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক MD Jabed Hossian ভাইয়া,মসজিদ আলোকিত করার জন্য সৌর বিদ্যুত ভাবত ২৭ হাজার টাকা মসজিদ ফান্ডে জমা করেছেন।
আল্লাহ তায়ালা মসজিদ আলোকিত করার কারনে তাকে সহ আমাদের সকলকে ঈমানের নূরে নূরান্নীত করুন।
এবং আমাদের সকলের মা বাবা সহ সকল আত্মীয়রা যারা কবরবাসী হয়েছে সকলের অন্ধকার কবরে জান্নাতের নূরে আলোকিত করুন।
আমীন।

ইনশাআল্লাহ রমজানের আগে মসজিদটি নামাজ পড়ার উপযোগী করে তুলতে হবে,এই জন্য
সকল মানবিক ভাইদের মসজিদ ফান্ডে সংপৃক্ত হওয়া আহবান রইলো।
সাদাকাহ জারিয়াহ এর একটি বড় উদাহরণ হল মসজিদ নির্মাণ। একটি মসজিদ নির্মাণে সাহায্য করার সুবিধা অন্তহীন।

ইনশাআল্লাহ সকলের আন্তরিক ভালোবাসায় সহযোগীতায় আমরা আবারও সফল হবো।
#সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ

হাদিস শরিফে বর্ণিত হয়েছে ঃযে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর ...
19/02/2024

হাদিস শরিফে বর্ণিত হয়েছে ঃ
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর তৈরি করে দেবেন। (বুখারী ৪৫০)।

আলহামদুলিল্লাহ

সন্দ্বীপের সর্ববৃহত্তর সামাজিক সংগঠন
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ পরিবারের উদ্যোগে।
সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ "উড়ির চর" ইউনিয়নে
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ (২) নাম করণে ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ নির্মাণ বাস্তবায়নে #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ পরিবারের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক Zahir Sandwipe জহিরুল ইসলাম ভাই নগদ ৫০,০০০/-টাকা জমা করেছেন মসজিদ নির্মাণ বাস্তবায়ন ফান্ডে।

মহান আল্লাহর সন্তুষ্টি ও কেয়ামতের দিন দয়ার ভাগিদারীত্ব অর্জনে সকলের দোয়া ও সহযোগিতা কামনায়
#সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ

বিঃদ্রঃ রমজানের পূর্বে নামাজ পড়ার উপযোগী করার লক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়ছে।

☺️Today's the best Photo 🌿🥰𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 𝐦𝐲 𝐩𝐚𝐠𝐞 🤍☺️•🔴 Beautiful• আজকের সেরা ছবি 🌿🥰 #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ    #সন্...
19/02/2024

☺️Today's the best Photo 🌿🥰
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 𝐦𝐲 𝐩𝐚𝐠𝐞 🤍☺️
•🔴 Beautiful

• আজকের সেরা ছবি 🌿🥰

#সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ #সন্দ্বীপ #প্রবাসী_ঐক্য_পরিষদ #প্রবাসী #এসো_হাতে_হাত_ধরি_গরিব_অসহায়_মানুষের_জন্য_কিছু_করি #আসুন_সবাই_মিলে_গরিব_অসহায়_মানুষের_পাশে_দাড়ায় #মানুষ_মানুষের_জন্য_জীবন_জীবনের_জন্য

হাদিস শরিফে বর্ণিত হয়েছে ঃযে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর ...
19/02/2024

হাদিস শরিফে বর্ণিত হয়েছে ঃ
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর তৈরি করে দেবেন। (বুখারী ৪৫০)।

আলহামদুলিল্লাহ

সন্দ্বীপের সর্ববৃহত্তর সামাজিক সংগঠন
"সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ" পরিবারের উদ্যোগে।
সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ "উড়ির চর" ইউনিয়নে
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ (২) নাম করণে ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ নির্মাণ বাস্তবায়নে সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ পরিবারের সম্মানিত সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুল আলম রিপন ভাই ও ঐক্য পরিবারের সিনিয়র সদস্য হাসনাত ভাই যৌথভাবে ৩৮,০০০/- টাকা জমা করেছেন মসজিদ নির্মাণ বাস্তবায়ন ফান্ডে।

মহান আল্লাহর সন্তুষ্টি ও কেয়ামতের দিন দয়ার ভাগিদারীত্ব অর্জনে সকলের দোয়া ও সহযোগিতা কামনায়
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ।

বিঃদ্রঃ রমজানের পূর্বে নামাজ পড়ার উপযোগী করার লক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়ছে।

#সন্দ্বীপপ্রবাসীঐক্যপরিষদ #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ #প্রবাসী_ঐক্য_পরিষদ #এসো_হাতে_হাত_ধরি_গরিব_অসহায়_মানুষের_জন্য_কিছু_করি #আসুন_সবাই_মিলে_গরিব_অসহায়_মানুষের_পাশে_দাড়ায় #মানুষ_মানুষের_জন্য_জীবন_জীবনের_জন্য

আলহামদুলিল্লাহ  #সন্দ্বীপপ্রবাসীঐক্যপরিষদ  #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ  #সন্দ্বীপ_প্রবাসী  #ঐক্য_পরিষদ  #প্রবাসী_ঐক্য_প...
19/02/2024

আলহামদুলিল্লাহ

#সন্দ্বীপপ্রবাসীঐক্যপরিষদ #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ #প্রবাসী_ঐক্য_পরিষদ #এসো_হাতে_হাত_ধরি_গরিব_অসহায়_মানুষের_জন্য_কিছু_করি #আসুন_সবাই_মিলে_গরিব_অসহায়_মানুষের_পাশে_দাড়ায় #মানুষ_মানুষের_জন্য_জীবন_জীবনের_জন্য

হাদিস শরিফে বর্ণিত হয়েছে ঃযে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর ...
19/02/2024

হাদিস শরিফে বর্ণিত হয়েছে ঃ
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য অনুরূপ ঘর তৈরি করে দেবেন। (বুখারী ৪৫০)।

আলহামদুলিল্লাহ

সন্দ্বীপের সর্ববৃহত্তর সামাজিক সংগঠন
"সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ" পরিবারের উদ্যোগে।
সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ "উড়ির চর" ইউনিয়নে
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ (২) নাম করণে ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ নির্মাণ বাস্তবায়নে সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ পরিবারের সম্মানিত সিনিয়র সদস্য মাকসুদূর রহমান ১৭,০০০/- টাকা।
সমন্বয় কারী, মাহফুজুর রহমান ১২,০০০/- টাকা
সমন্বয় কারী, মোহাম্মদ শাহাদাত হোসেন ১০,০০০/- টাকা জমা করেছেন মসজিদ নির্মাণ বাস্তবায়ন ফান্ডে।

মহান আল্লাহর সন্তুষ্টি ও কেয়ামতের দিন দয়ার ভাগিদারীত্ব অর্জনে সকলের দোয়া ও সহযোগিতা কামনায়
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ

বিঃদ্রঃ রমজানের পূর্বে নামাজ পড়ার উপযোগী করার লক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়ছে।

#সন্দ্বীপপ্রবাসীঐক্যপরিষদ #সন্দ্বীপ_প্রবাসী_ঐক্য_পরিষদ #সন্দ্বীপ_প্রবাসী #ঐক্য_পরিষদ #প্রবাসী_ঐক্য_পরিষদ #এসো_হাতে_হাত_ধরি_গরিব_অসহায়_মানুষের_জন্য_কিছু_করি #আসুন_সবাই_মিলে_গরিব_অসহায়_মানুষের_পাশে_দাড়ায় #মানুষ_মানুষের_জন্য_জীবন_জীবনের_জন্য েলে

এই বয়সে এসে আত্মহত্যা, আহ্ এটা ভাবা যায় ।🌑 আপনার সন্তান কে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে জেনারেল শিক্ষিত করে দুনিয়াদ...
14/02/2024

এই বয়সে এসে আত্মহত্যা, আহ্ এটা ভাবা যায় ।🌑
আপনার সন্তান কে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে জেনারেল শিক্ষিত করে দুনিয়াদার হতে চান, দুনিয়ার সম্মান মান মর্যাদা অর্জন করতে চান ।
জ্বী আপনাকে বলছি..! আপনার শেষ তা হবে এরকম লাঞ্ছনা দায়ক, অপমানজনক । যে সন্তানকে আপনি লালন পালন করে কষ্ট সহ্য করে বড় করেছেন, আপনার সেই সন্তান আপনাকে বোঝা মনে করবে । প্রতিনিয়ত আপনাকে ছোট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে এগুলো সহ্য করতে না পেরে হয়তো বা আপনিও শেষ বয়সে এসে এই রকম কোনো সিদ্ধান্ত নিলে নিতেও পারেন!
তাই সাবধান হয়ে যান!!
সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন । যদি আপনার সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকে, আপনাকে মৃত্যু পর্যন্ত পায়ের নিচে নয়, মাথায় তুলে রাখবে কথা টা মনে রাখবেন!

copy post

আমরা শোকাহত:-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দেশবরন্য মোফাসসিরে কোরআন,মাওলানা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন।...
14/02/2024

আমরা শোকাহত:-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দেশবরন্য মোফাসসিরে কোরআন,মাওলানা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন।মহান আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। (আমিন)

Address

Sandwip
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ:

Share