27/02/2024
"আর্থিক সহযোগিতার উদ্যত আহবান"
ইনশাআল্লাহ্,মানবতার তারুণ্যে উদ্ভাসিত "সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ" পরিবার, ১৪৪৫হিজরী সনের আগত মাহে রমজানের ইফতার সামগ্রী ২০২৪বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চারদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অসহায় দিন মজুর ও মধ্যবিত্তের ক্ষুধার্ত আর্তনাদের চিৎকার। এই আর্তনাদের সময়ে মহান প্রভুর বরকতময় মাসের নৈকট্য অর্জনের জন্য অসহায় দিন-মজুর ও মধ্যবিত্তের পাশে দাড়ানো আমাদের "ঐক্য পরিবারের" দৃঢ় প্রত্যয়।
এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমাদের এই ইফতার সামগ্রী সফল করার জন্য প্রয়োজন সুস্থ-চিন্তা দ্বারা, শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা। ইতি মধ্যেই আমাদের সব কর্মসূচি বাস্তবায়ন করার পিছনে আপনি-আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলদের দূরদর্শী নেতৃত্বের কারনে আমরা সফল হতে পেরেছি। তাই এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সেই আন্তরিকতা আবারও কামনা করতেছি ।
আপনাদের সামর্থ্য অনুযায়ী
১০০,২০০,৫০০,১০০০,২০০০, ৫০০০,১০,০০০ যে যা পারেন তাই দান করার অনুরোধ রইল।
বিকাশ পারসোনাল- ০১৭৭৪৭১৭১৪৭
০১৬৪৪৬১৩৩২৩
০১৮৮১৪৩২৫৬৯
আহবানে-
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ।
"সুখ-দুঃখে পাশাপাশি "