
29/07/2025
📌নিখোঁজ সংবাদ
নিখোঁজ মেয়েটি সম্পর্কে আমার জেঠাতো বোন।
সকলের কাছে অনুরোধ শেয়ার করে আমার জেঠাতো বোন কে, খুঁজে পেতে সাহায্য করুন / আমাদের -সন্দ্বীপ এর মেয়ে নাম: সাথি ইসলাম বাবা রুহুল আমিন হারামিয়া ৯ নং ওয়ার্ড। ১ বছর আগে কুমিল্লা তে বিয়ে হয়েছে।গত ৪ দিন আগে মেয়েটির স্বামী সহ কুমিল্লা থেকে সন্দ্বীপ এর উদ্দেশ্যে রওনা হয়।অভিযোগ রয়েছে মেয়টির স্বামী ব্যস্ততা দেখিয়ে খালার বাসার সামনে রেখে চলে যায়।সে দিন থেকে মেয়েটি নিখোঁজ রয়েছে।এর পর থেকে মেয়েটির স্বামী ইমরান যোগাযোগ বন্ধ করে দিয়েছে অপর দিকে মেয়েটি খালার বাসায় ও যায়নি।জানা গেছে মেয়েটি ৭ মাসের অন্ত:সত্বা।যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল
যোগাযোগ নাম্বার : 01836568442 -01861660641
©️Asif Mahamud Rony