Uniqe Gamer

Uniqe Gamer আপনি সত্য বললে বিপদে পড়বেন আবার মিথ্যা বললে ফেঁসে যাবেন.!
(7)

30/10/2025
30/10/2025
জুলাই সনদ প্রস্তাবনায় কি আছে তরুণ প্রজন্মকে অবশ্যইনজানতে হবে,স্রোতের সাথে ঘা না ভাসিয়ে সঠিক পথ তরুণরায় বেছে নিবে,বুঝতে প...
30/10/2025

জুলাই সনদ প্রস্তাবনায় কি আছে তরুণ প্রজন্মকে অবশ্যইনজানতে হবে,স্রোতের সাথে ঘা না ভাসিয়ে সঠিক পথ তরুণরায় বেছে নিবে,বুঝতে পারবে কোনটা রাষ্ট্রের প্রয়োজনীয়তা আর কোনটিতে একটি দলীয় স্বার্থ বিদ্যমান।

30/10/2025
ডাকসু ইলেকশনের আগেও এই শালারা সেইম নাটক করসিলো। ডাকসু আগে হলে নাকি রাজনৈতিক ঐক্য নষ্ট হবে, ডাকসু আগে হলে নাকি দেশের বিরা...
30/10/2025

ডাকসু ইলেকশনের আগেও এই শালারা সেইম নাটক করসিলো।

ডাকসু আগে হলে নাকি রাজনৈতিক ঐক্য নষ্ট হবে, ডাকসু আগে হলে নাকি দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে, ডাকসু হলে নাকি জাতীয় ইলেকশন পেছাইয়া যাবে।

ডাকসু ইলেকশন শেষ। কোন বালডা হইসে, আমারে বলেন।

জাস্ট বিএনপি হারসে।

ওরা যে গু হারা হারবে এটা ওরা জানত। এই হার ঠেকানোর জন্যই ডাকসু হলে ইলেকশন হবে না, এই গান ওরা শুরু করসিল।

গণভোট নিয়েও সেইম গান এরা শুরু করসে।

গণভোট আগে হলে নাকি নির্বাচন হবে না।

কী স্টুপিড কথা!!

গণভোটের সাথে নির্বাচনের দূরতম সম্পর্ক আছে?

নাই।

ইভেন দুইটার তফসিল একসাথেই হয়ে যাক। গনভোট হবে। এরপর হবে ন্যাশনাল ইলেকশন।

সহজ হিসাব।

এই সহজ হিসাবটাই এরা করতেছে কঠিন।

জামাই কোটার বুদ্ধিজীবী হুক্কা হুয়া করতেছে। হাইরা গেলে কী হবে?

আরে সাগল, জুলাইতে তো ছিলিই পালাইয়া। হার জিত দিয়া তোর কী?

গণভোট আগে হলে মানুষের কোন সমস্যা হবে না।

সমস্যা হবে তাদের, যারা আওয়ামী লীগের পুরান খেলা সামনের ৫ বছর খেলতে চায়।

এরা জানে, জুলাই সনদ সংবিধানে এটাচ হয়ে গেলে আর আওয়ামী লীগের মত গুম খুন করা যাবে না, ব্যাংক ডাকাতি করে খাওয়া যাবে না, জোর করে চুরি করে ইলেকশন করা যাবে না।

এদের সব ভয় এইখানে।

গণভোট কোন ইস্যু না।

১৯৯৬ আর ২০০৬ এ এরা হাসিনার মতোই ভোট চুরি করতে যাইয়াও পারে নাই।

ভাবতেছে এবার পারবে।

আপত্তিটা গণভোটে না, আসল আপত্তিটা হলো গণভোট হয়ে গেলে এদের চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি শেষ হয়ে যাবে।

জুলাই সনদ আর গণভোট নিয়ে এদের ভয়টা ঠিক এইখানে!

হাসিনা ভোট করতে দিত না উন্নয়নের কথা বলে। আর এরা গণভোট করতে দিবে না স্থিতিশীলতার কথা বলে। আর্মি অফিসারদের কোর্টে তোলার সম...
30/10/2025

হাসিনা ভোট করতে দিত না উন্নয়নের কথা বলে।

আর এরা গণভোট করতে দিবে না স্থিতিশীলতার কথা বলে।

আর্মি অফিসারদের কোর্টে তোলার সময়ও এদের সেইম কথাই ছিল।

"স্থিতিশীলতা নষ্ট হবে", তাই বিচার না করাই ভালো হবে।

মানে চিন্তা করেন। আপনার আমার ভাই বোন মইরা গেছে, গুম হইসে, বাট বিচার করার দরকার নাই। যদি স্থিতিশীলতা নষ্ট হয়!!

এবার গণভোট নিয়েও সেইম ক্যাচাল।

একেকজন ডেস্পিকেবল মাদারবোর্ডরা যুগলবন্দী কলাম লিখে লিখে ভয় দেখাচ্ছে, হেরে গেলে কী হবে?

এই ডেস্পিকেল মাদারবোর্ডরা বিশাল রাজনীতি বুঝে, অথচ ৫ আগস্টের আগে দেশে পা রাখার মত বিচি এদের হয় নাই।

সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে ৬ আগস্ট দেশে পা রেখে এরা হয়ে গেছে বিশাল বুদ্ধিজীবী।

এরা এখন জনগণকে বলতেছে বোকাসোদা।

আরে মুরগির বাচ্চা, এই বোকাসোদা জনগণ লড়াই করে হাসিনাকে না ফালাইলে তোর মত মাদারবোর্ড এর এই দেশে পা রাখার সাহস হতো?

বাংলাদেশের রাজনৈতিক মাদারচোদদের এই এক খাসলত।

এরা জনগণকে ভাবে বোকাচোদা।

অথচ ৫২,৭১,২৪

কয়টা রাজনীতিবিদ মরেছে?

একটাও না।

বরং "রাজনীতি না বোঝা" সাধারণ মানুষেরাই তো বারবার রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে।

রক্ত দেওয়ার বেলা সাধারণ মানুষ খুব ভালো আর সংবিধান প্রশ্নে ভোট দেওয়ার সময় সাধারণ মানুষ বোকাসোদা, না?

মানে কত বড় ডেস্পিকেবল মাদাসোদ হইলে মানুষ এসব লজিক দেয়?

হাসিনা ভোট করতে দিত না উন্নয়নের কথা বলে। আর এরা গণভোট করতে দিবে না স্থিতিশীলতার কথা বলে। আর্মি অফিসারদের কোর্টে তোলার সম...
30/10/2025

হাসিনা ভোট করতে দিত না উন্নয়নের কথা বলে।

আর এরা গণভোট করতে দিবে না স্থিতিশীলতার কথা বলে।

আর্মি অফিসারদের কোর্টে তোলার সময়ও এদের সেইম কথাই ছিল।

"স্থিতিশীলতা নষ্ট হবে", তাই বিচার না করাই ভালো হবে।

মানে চিন্তা করেন। আপনার আমার ভাই বোন মইরা গেছে, গুম হইসে, বাট বিচার করার দরকার নাই। যদি স্থিতিশীলতা নষ্ট হয়!!

এবার গণভোট নিয়েও সেইম ক্যাচাল।

একেকজন ডেস্পিকেবল মাদারবোর্ডরা যুগলবন্দী কলাম লিখে লিখে ভয় দেখাচ্ছে, হেরে গেলে কী হবে?

এই ডেস্পিকেল মাদারবোর্ডরা বিশাল রাজনীতি বুঝে, অথচ ৫ আগস্টের আগে দেশে পা রাখার মত বিচি এদের হয় নাই।

সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে ৬ আগস্ট দেশে পা রেখে এরা হয়ে গেছে বিশাল বুদ্ধিজীবী।

এরা এখন জনগণকে বলতেছে বোকাসোদা।

আরে মুরগির বাচ্চা, এই বোকাসোদা জনগণ লড়াই করে হাসিনাকে না ফালাইলে তোর মত মাদারবোর্ড এর এই দেশে পা রাখার সাহস হতো?

বাংলাদেশের রাজনৈতিক মাদারচোদদের এই এক খাসলত।

এরা জনগণকে ভাবে বোকাচোদা।

অথচ ৫২,৭১,২৪

কয়টা রাজনীতিবিদ মরেছে?

একটাও না।

বরং "রাজনীতি না বোঝা" সাধারণ মানুষেরাই তো বারবার রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে।

রক্ত দেওয়ার বেলা সাধারণ মানুষ খুব ভালো আর সংবিধান প্রশ্নে ভোট দেওয়ার সময় সাধারণ মানুষ বোকাসোদা, না?

মানে কত বড় ডেস্পিকেবল মাদাসোদ হইলে মানুষ এসব লজিক দেয়?

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Uniqe Gamer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uniqe Gamer:

Share