Uniqe Gamer

Uniqe Gamer আপনি সত্য বললে বিপদে পড়বেন আবার মিথ্যা বললে ফেঁসে যাবেন.!
(7)

06/08/2025

বেকার এতো বেশি যে, চায়ের দোকানে দেখলাম, ৪ জন লুডু খেললে, পিছন থেকে ১২ জন বুদ্ধি দেয়
©

ক্যাপশন ছবিতে দেওয়া আছে। 😂🤡
04/08/2025

ক্যাপশন ছবিতে দেওয়া আছে।
😂🤡

02/08/2025

দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ। বেতনও বাড়ছে না বহুদিন। অন্য কোম্পানিতে যাওয়ার উপায় নেই। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বাসা ভাড়া বাড়ছে হু হু করে। ছুটি চাইলে মেলে না, মেলে তো টিকিটের দাম অনেক । কাজের চাপও সীমাহীন। অনেকে ভাবছে—সব ছেড়ে দেশে ফিরে যাই না হয়!

কিন্তু দেশে কী অবস্থা? একের পর এক আন্দোলন, সংঘর্ষ, সন্ত্রাস, ছিনতাই, খুন, ধর্ষণ—মানুষ যেন দিশেহারা। কেউ কেউ টিভি সাক্ষাৎকারে সরাসরি বলছে, “এই দেশে আর থাকা যায় না”,। অনেকে বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছে। ধনীরা ইউরোপ-আমেরিকায় পাড়ি দিচ্ছে, সাধারণ মানুষ আবার দুবাই আসার চেষ্টা করছে।

আমরা যারা বিদেশে আছি, দেশে ফেরার কথা ভাবি। আর দেশের মানুষ বিদেশে যাওয়ার কথা ভাবে। ছোটবেলার সেই প্রবাদটা মনে পড়ে—‘নদীর ওপারের ঘাসই সবসময় বেশি সবুজ মনে হয়’।

কিন্তু বাস্তবতা হলো—এই পৃথিবী শান্তির জায়গা নয়। একমাত্র জান্নাতই চিরস্থায়ী শান্তির জায়গা।
আল্লাহ কুরআনে সূরা মূলকের২য় আয়াতে বলেছেন
"যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম"
আজ যা কিছু ঘটছে, সবই আমাদের জন্য পরীক্ষা। তাই হতাশ না হয়ে আমাদের উচিত—আমল ঠিক রাখা, ইসলামের পথে থাকা, পরিবারকে ইসলামের পথে ডাকা। জান্নাতই একমাত্র শান্তির ঠিকানা।

লেখা:🖋️মনিরুজ্জামান
এমারত থেকে।

23/07/2025


আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা।আপনাদের কে দুইহাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না।আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম আমার চেয়ে বেশি আপনারা ফেসবুকবাসী জানবেন না তাইনা?

স্কুল ছুটি হয় দুপুর ১ টায়, আমি ঠিক তার এক থেকে দুই মিনিটে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো।কেউ ছিলোনা সবাই চলে গেছিলো।আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা তিন চার মিনিট আগে থেকেই কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাই এ কিছু বাচ্চা ঢুকেছিলো তাদেরকেও আমাদের আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায়।

এরপরেও আবার কয়েকজন(৩-৪জন) ঢুকেছিলো তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি।বা যারা করিডোরে খেলছিলো বা সিঁড়িঘরে ছোটাছুটি করছিলো।বা ওই মুহুর্তে ওই জায়গায় কাকতালীয় ভাবে ছিলো।

এরপর আসেন এ ওখানে বাচ্চার সংখ্যা স্কাই এর চেয়ে বেশি ছিলো।আমার ধারনা মাহরীন মিস,মাসুকা মিস ও মাহ্ফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করছিলো।এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায়। যারমধ্যে মাহরীন মিস এবং মাসুকা মিস কে আমরা হারিয়ে ফেলেছি।মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর উনি লাইফ সাপোর্টে আছেন।উনার জন্য আপনারা দোয়া করবেন।

cloud এর পাশের রুম এখানে কিছু বাচ্চা ইনজিউরড্ কেউ মারা যায় নি।

mayna এর পাশে এই ক্লাসের একটা বাচ্চা আর নেই।

doyel এর পাশে এবং এখানেও সবাই সেফ আছে।

দ্বিতীয় তলার বাচ্চারদের ও ঘটনা একই।দুইটা ক্লাসরুম একটা টিচার্স রুম পুড়েছে। ওখানেও ১০-২০ জন ছিলো।

হায়দার আলী ভবনের মুখে, দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না।অনুমান ও করা কঠিন।তারমধ্যে অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে যে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
এরমধ্যে আছে ওখানকার আয়া রাও।

তাই ভুল তথ্য ছড়াবেন না।আপনারা যত মৃতের সংখ্যা বলছেন সেটা একেবারে সম্ভব না।তারমধ্য আমরা যারা দুই কর্নারে ছিলাম তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসছি।

আর লাশ গুম করার কথা যারা বললেন,আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার জানা নেই। কারন একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি তার লাশটাতো অন্তত আমরা তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা টা করবো। তাইনা?আমরা টিচার, রাজনীতিবিদ নই।

আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারাদিন আগলে রাখে।ছুটি হওয়ার সময় মাহরীন মিস গেটের সামনে দাঁড়িয়ে থাকে প্রতদিন বাচ্চাদেরকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়। যতক্ষণ একটা বাচ্চারও অভিভাবক থাকে উনি গেট থেকে নড়েন না।

তাই হাত জোর করে বলছি।ভুল তথ্য ছড়াবেন না।মানুষের ইমোশন নিয়ে খেলবেন না।

নিহতের সংখ্যা সামনে বাড়বে আপনাদের বাড়াতে হবেনা,আসেন আমরা প্রার্থনা করি প্রতিটা ফুলের জন্য যারা অকালে ঝড়ে গেলো।আমাদের শিক্ষক শিক্ষিকা স্টাফ আর ছোট ছোট বাচ্চা গুলোর জন্য আসেন আজ প্রার্থনা করি।

টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদকের পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার, দল থেকে বহিস্কার 😂🤡🙏ওর পায়ূ পথে ২ হাজার ইয়াবা কিভাবে ঢ...
12/07/2025

টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদকের পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার, দল থেকে বহিস্কার 😂🤡🙏
ওর পায়ূ পথে ২ হাজার ইয়াবা কিভাবে ঢুকালো 🤣

12/07/2025

যত খারাপ কাজই করুক, বিএনপিকেই আমাদের লাগবে, এই হ্যাডার আলাপে আমি নাই।

এইটা অনেকটা হাসিনার বিকল্প নাই টাইপের কথাবার্তা।

জুলাইয়ের পর এসব কথা অচল।

এই আলাপই তো হাসিনাকে হাসিনা বানাইছিল।

আর বিএনপিই ভারতের ষড়যন্ত্র ঠেকাতে পারবে, আর কেউ পারবে না, এইটা আরেকটা ধনের আলাপ।

এতই ষড়যন্ত্র ঠেকাতে পারলে ২০০৬ এর এক এগারো ঠেকাইতে পারলো না কেন?

২০১৮ তে রাতের ইলেকশন বুঝতেই পারে নাই। রাতে ভোট হয়ে গেছে।মির্জা ফখরুল সকালে ভোট দিয়ে বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো।

ওদের বলে অনেক ক্যাপাবিলিটি?

বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলই জরুরি না।

কোন দলই না।

বিএনপি না, জামাত না, এনসিপি না, কেউ না।

তাহলে কোন দল লিড দেবে?

সময়ের প্রয়োজনে উইঠা আসবে। মানুষ বাইছা নেবে।

এই আন্দোলনের আগে নাহিদ, হাসনাতদের কেউ চিনত?

অমন।

সব দল যদি ফেইল করে, অমন করেই কেউ না কেউ দাড়াইয়া যাবে।

মানুষ তাদের পেছনে দাড়াবে।

বাট অমুক অমুক করার পরেও অমুক দল দরকার, এসব বাতিল আওয়ামী আলাপ।

অনেকটা মুক্তিযুদ্ধ বাচাতে আওয়ামী লীগ ই লাগবে টাইপ।

যে দলের ক্ষমতায় আসার ইচ্ছা, নিজেদের সেভাবে তৈরি করে তারপর আসুক। বাট খারাপ কাজ করলে বিএনপি কেন, নিজের বাপরেও লাত্থি মারতে হবে।

খারাপ কাজ করলেও অমুক দলকেই লাগবে এটা শাবানা সিন্ড্রোম।

মানে স্বামী হাজার মারুক, শাবানাকে সংসার করাই লাগবে।

এসব নব্বই দশকের সিনেমা। ও সিনেমা এই যুগে চলবে না।

জুলাইতে আমাদের স্লোগান ছিল, তুমি কে? আমি কে? বিকল্প!! বিকল্প!!

সব দলকেই এই স্লোগান মাথায় রাখা উচিত।

এই স্লোগানের মাধ্যমেই বিকল্প নাই এর রাজনীতি এই বাংলাদেশে অচল হয়ে গেছে।

এই জেনারেশন ঐ রাজনীতি আর ফিরতে দেবে না ইনশাআল্লাহ।

12/07/2025

স্লোগানগুলো দেখলাম আজ।

'জিয়ার সৈনিক, চাঁদা চায় দৈনিক'

'টিনের চালে কাউয়া
তারেক জিয়া শা*য়া'

"এক দুই তিন চার
ছাত্রদলের পু*কি মার"

"পাতার নাম পুদিনা
যুবদল চু*না"

কিংবা-

"টাকা তুলে পল্টনে, চাদা যায় লন্ডনে"
চাঁদা তুলবে পল্টনে,
ভাগ যাবে লন্ডনে।
চাঁদা আনলে পুরস্কার,
ধরা পড়লে বহিষ্কার।😑
আমার ভাইয়ের রক্তে লাল,,যুবদল কোন চ্যাটের বা,,ল
দিল্লী নয় পিণ্ডি নয়,
চাই কেবল চান্দা।
লণ্ডনে বসে বসে
এই আমার ধান্দা।

12/07/2025

দিল্লী নয় পিণ্ডি নয়,
চাই কেবল চান্দা।
লণ্ডনে বসে বসে
এই আমার ধান্দা।

—কবি লন্ডনেন্দ্রনাথ দত্ত

10/07/2025

খুব সম্ভবত অতি শীগ্রই সৌদি আরবের ভিসা বাংলাদেশিদের জন্যে বন্ধ হবে!!
ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে সৌদি তে অনেক কিড্যা*প হচ্ছে, গাড়ি ছিনতাই হচ্ছে,দালালের খপ্পরে পড়ে অহরহ বাঙালি রাস্তার পাশে,মার্কেটের পাশে,মসজিদের পাশে অসহায় হয়ে বসে থাকে সুয়ে থাকে।আর এই সব কিছুর পিছনে গ্যাং হচ্ছে আমাদের বাঙালী -রাই।

এবার আসেন দুবাইয়ের কথা,অলরেডি প্রায় সব ধরনের ভিসা বন্ধ বাঙালির জন্যে!
যারা দুবাই-তে আছেন তারা প্রায় সবাই আমরা কম বেশি জানি যে দুবাইতে মা*গী বাজী,আদম দালালি, ভূয়া কাগজ পত্র,জুয়ারি, মারামারি প্রায় সব কিছুতেই ওতপ্রোতভাবে জড়িত এই বাঙালি জাতি!!
আচ্ছা কি মনে হয় বর্তমান এই ভার্চ্যুয়াল মাধ্যমে ওইসব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এগুলা দেখছে না??তাদের সোর্স এগুলা অব্জার্ভ করছে না??তারা বুঝতেছে না যে তাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে!!
যেখানে আমরা নিজেরাই নিজেদের শোধরাবাতে পারি না সেখানে দেশের সরকারের দোষ -ই কতটুকু দিবো!!কিন্তু হ্যাঁ সরকারের হস্তক্ষেপ অবশ্যই দরকার।
আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা-উপজেলা থেকে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দেওয়া দরকার যাতে ওনার নজরে আসে আর ওনি বিষয় টাকে আমলে নেন।
খুব বেশি দেরি হবে না দেখবেন যারা অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছে,পরিবারের হাল ধরার জন্যে এসেছে এই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে সব হারাচ্ছে তারা কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে,কেউ আত্ন*হত্যা করছে কেউ বা মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছে।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

আরব আমিরাতের লাখো প্রবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত শুধু মাত্র ভিসা জটিলতার কারনে। শেখ হাসিনার আমলে অন্যান্য খাতে হাজারো সমস্যা ...
07/07/2025

আরব আমিরাতের লাখো প্রবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত শুধু মাত্র ভিসা জটিলতার কারনে।
শেখ হাসিনার আমলে অন্যান্য খাতে হাজারো সমস্যা ছিলো কিন্তু তারা রেমিট্যান্স এর ব্যাপারে খুবই সফটলি কাজ করেছিলো।
বর্তমানে যারা সরকারে থেকে বড় বড় কথা বলতেছে তারা কেউই প্রবাসীদের নিয়ে চিন্তা করে না। আর এর জন্য অবশ্যই প্রবাসীরা দায়ী সেদিন যদি তারা রেমিট্যান্স শাটডাউন না করতো তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।
একটা কথা মনে রাখবেন প্রবাসীরা অবৈধ হয়ে গেলে রেমিট্যান্স ও বন্ধ হয়ে যাবে তাই সময় থাকতে যদি কোন পদক্ষেপ না নেন তাহলে এর জন্য আপনাদের জবাবদিহিতা করতে হবে।
আগে যেখানে ভালো ভালো কাজে বাংলাদেশীরা সুযোগ পেতো সেখানে এখন ইন্ডিয়ান নেপালী আর শ্রীলঙ্কার মানুষ গুলো।সুযোগ পায় শুধু মাত্র ভিসা জটিলতার কারনে।
#রেমিট্যান্স #প্রবাসি
#শাটডাউনরেমিট্যান্স
For

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when Uniqe Gamer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uniqe Gamer:

Share