21/09/2025
ফ্রি-তে একটা বুদ্ধি দিই!
সন্দ্বীপে যারা এমপি হতে চান, আপনারা নিজ নিজ দলের নেতা কর্মীদের এইখানে কাজে লাগাতে পারেন।
কিভাবে কাজে লাগাবেন-
১. কোল সেবা: আপনার ছবি যুক্ত টিশার্ট গায়ে দিয়ে আপনার লোকজন ফ্রি-তে যাত্রীদের কোলে করে কাদা পার করে দিবে। আর আপনার নামে শ্লোগান দিবে।
"অমুক ভাইয়ের পক্ষ থেকে
কোল সেবার শুভেচ্ছা"
২. ঠ্যালা নৌকা সেবা: প্রায় ২০-২৫ বছর আগে কাঠের নৌকা কাদায় ঠেলে যাত্রীদের পার করানো হতো। হারানো ঐতিহ্য আপনি আবারও চালু করতে পারেন। ঠ্যালা নৌকার সামনে আপনার ছবি সহ বিশাল ব্যানার লাগানো থাকবে। আপনার নেতা কর্মীরা আপনার ছবি যুক্ত টিশার্ট পরে নৌকা ঠেলতে ঠেলতে আপনার নামে শ্লোগান দিবে।
"অমুক ভাইয়ের পক্ষ থেকে
ঠ্যালা সেবার শুভেচ্ছা"
- জাস্ট ফিল করেন। কল্পনা করেন- অভাগা সন্দ্বীপবাসীর দোয়া আপনার মাথায় ঝরে ঝরে পড়ছে, আপনার ভোটের সংখ্যা হুহু করে বেড়ে যাচ্ছে।
ফিল করুন... Just Feel!
আইডিয়া: শামসুল আজম মুন্না