Beautiful Island Sandwip

Beautiful Island Sandwip সন্দ্বীপের প্রাকৃতিক সুন্দর্য এবং ঐতিহ্য সবার কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস।

চট্টগ্রাম (০৩) সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী  অধ্যাপক আমজাদ হোসাইন এর নিজস্ব  অর্থায়নে উড়িরচরকলো...
24/09/2025

চট্টগ্রাম (০৩) সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন এর নিজস্ব অর্থায়নে উড়িরচর
কলোনি বাজারের পূর্ব পাশে সন্দ্বীপ এবং চট্টগ্রাম যাওয়ার উড়িরচরের ফেরি ঘাটের রাস্তাটি সংস্কার করা হয়েছে
Following M Shahnewaz Hussain Imran

24/09/2025

ধান ক্ষেতে বাতাসের ঢেউ❤️

বাগান বিলাস❤️
23/09/2025

বাগান বিলাস❤️

সন্দ্বীপে আবার ডাকাতি!!কিছুক্ষন আগে পশ্চিম বাউরিয়া বিরের গো বাড়িতে মো: বেলালের নতুন ঘরে কিছুক্ষন আগে ডাকাতি হয়েছে।নিজে স...
22/09/2025

সন্দ্বীপে আবার ডাকাতি!!
কিছুক্ষন আগে পশ্চিম বাউরিয়া বিরের গো বাড়িতে মো: বেলালের নতুন ঘরে কিছুক্ষন আগে ডাকাতি হয়েছে।

নিজে সর্তক থাকুন, অন্যকে সতর্ক করুন।

তথ্য - মো জাহিদুল ইসলাম শিহাব

22/09/2025

আগামীকাল চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
ফেরি শুধুমাত্র চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে।❤️

22/09/2025

এইতো মাসখানেক আগেই জাহাজ ফেরি ঘাটের পল্টুনে ভিড়তো। আর এখন চ্যানেল ভরাট হয়ে যাওয়ার কারনে আর ভিতরে প্রবেশ করেনা💔


#সন্দ্বীপ

ভাটার সময় ভোগান্তি এড়াতে বর্তমান যেই জেটি টা আছে সেটা বৃদ্ধি করে ৩/৪০০ মিটার আরো গভীরে নিলে আমাদের ভোগান্তি কমতে পারে!  ...
22/09/2025

ভাটার সময় ভোগান্তি এড়াতে বর্তমান যেই জেটি টা আছে সেটা বৃদ্ধি করে ৩/৪০০ মিটার আরো গভীরে নিলে আমাদের ভোগান্তি কমতে পারে!

#সন্দ্বীপ

সুইচগেটের করুণ পরিণতি দেখার কেউ নেই!ছবিতে   দেখতে পাচ্ছেন এটা মুছাপুর ৪ নাম্বার ওয়ার্ড পশ্চিম বেড়িবাদ এলাকার বর্তমান সুই...
22/09/2025

সুইচগেটের করুণ পরিণতি দেখার কেউ নেই!

ছবিতে দেখতে পাচ্ছেন এটা মুছাপুর ৪ নাম্বার ওয়ার্ড পশ্চিম বেড়িবাদ এলাকার বর্তমান সুইচগেইট।

বর্তমানে ৫টা থেকে ৩ টা গেইট অকেজো হয়ে আছে। এতে সাগরের পানি নিয়ন্ত্রণহীন ভাবে ঢুকে পড়ে ঘনবসতি এলাকায় ক্ষেত খামারিতে ক্ষতি সাধন করছে।এলাকাবাসীর অনুরোধ সুইচগেইট সমস্যাটি যেন দ্রুততার সহিত মেরামত করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

তথ্য সুত্র পরিবর্তন সন্দ্বীপ পেইজ থেকে।

ফ্রি-তে একটা বুদ্ধি দিই!সন্দ্বীপে যারা এমপি হতে চান, আপনারা নিজ নিজ দলের নেতা কর্মীদের এইখানে কাজে লাগাতে পারেন।কিভাবে ক...
21/09/2025

ফ্রি-তে একটা বুদ্ধি দিই!
সন্দ্বীপে যারা এমপি হতে চান, আপনারা নিজ নিজ দলের নেতা কর্মীদের এইখানে কাজে লাগাতে পারেন।

কিভাবে কাজে লাগাবেন-
১. কোল সেবা: আপনার ছবি যুক্ত টিশার্ট গায়ে দিয়ে আপনার লোকজন ফ্রি-তে যাত্রীদের কোলে করে কাদা পার করে দিবে। আর আপনার নামে শ্লোগান দিবে।

"অমুক ভাইয়ের পক্ষ থেকে
কোল সেবার শুভেচ্ছা"

২. ঠ্যালা নৌকা সেবা: প্রায় ২০-২৫ বছর আগে কাঠের নৌকা কাদায় ঠেলে যাত্রীদের পার করানো হতো। হারানো ঐতিহ্য আপনি আবারও চালু করতে পারেন। ঠ্যালা নৌকার সামনে আপনার ছবি সহ বিশাল ব্যানার লাগানো থাকবে। আপনার নেতা কর্মীরা আপনার ছবি যুক্ত টিশার্ট পরে নৌকা ঠেলতে ঠেলতে আপনার নামে শ্লোগান দিবে।

"অমুক ভাইয়ের পক্ষ থেকে
ঠ্যালা সেবার শুভেচ্ছা"

- জাস্ট ফিল করেন। কল্পনা করেন- অভাগা সন্দ্বীপবাসীর দোয়া আপনার মাথায় ঝরে ঝরে পড়ছে, আপনার ভোটের সংখ্যা হুহু করে বেড়ে যাচ্ছে।

ফিল করুন... Just Feel!

আইডিয়া: শামসুল আজম মুন্না

20/09/2025

মালেকমুন্সির বাজারে চলছে রাস্তার সিসি ঢালাইয়ের কাজ। সিসি ঢালাইয়ের উপরে দেওয়া হবে RCC ঢালাই।

এখন নিয়মিত জাহাজকে এই অবস্থায় দেখা যায়!
19/09/2025

এখন নিয়মিত জাহাজকে এই অবস্থায় দেখা যায়!

Address

Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Island Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share